ক্রীড়া ডেস্ক
ঢাকা: একেই কি বলে, ওস্তাদের মার শেষ রাতে! গ্রুপ পর্বে ইংল্যান্ড অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠলেও গোলের দেখা পাননি হ্যারি কেন। কাল ওয়েম্বলিতে একেবারে মোক্ষম সময়ে জ্বললেন কেন। আর এতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড।
কাল ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে দাপুটে ফুটবলই খেলেছে ইংল্যান্ড। ৭৫ মিনিটে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের গোলে প্রথম লিড পায় ইংল্যান্ড। এর ১১ মিনিট পর, ম্যাচের প্রায় শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের ক্রসে হেডে গোল করেন ইংলিশ অধিনায়ক কেন। পুরো টুর্নামেন্টে ‘মরীচিকা’ হয়ে ওঠা গোলটা ইংলিশ অধিনায়ক অবশেষে পেলেন। টুর্নামেন্টের প্রথম গোল করে কেনের উচ্ছ্বাস ছিল তাই বাঁধভাঙা।
ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ফুটে উঠেছে কেনের মুখেও, ‘এই জয়ের কোনো তুলনা হয় না। প্রত্যাশা অনু্যায়ী খেলতে পেরে আমরা সবাই গর্বিত। যেকোনো দল আমাদের দেখলেই বুঝবে আমরা কতটা শক্তিশালী। আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার। আশা করি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল টপকে ফাইনাল খেলব।’
এই ম্যাচে গোল করে ওয়েইন রুনিকে ছুঁয়েছেন কেন। দুজনই বড় টুর্নামেন্টে করেছেন ৭টি করে গোল। ইংল্যান্ডের হয়ে মেজর টুর্নামেন্টে গোল সংখ্যায় কেনের চেয়ে এগিয়ে আছেন গ্যারি লিনেকার (১০) ও অ্যালান শিয়েরার (৯)। ইংল্যান্ডের জয়ে কেনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। কাল ইংলিশ কোচ বলেছেন, ‘একজন সেন্টার ফরোয়ার্ডের কাছে গোলের প্রত্যাশা থাকবেই, আর কেন সেটা করেছে। সমর্থকদের ভ্রান্ত ধারণাকেও ভুল প্রমাণ করেছে কেন।’
ঢাকা: একেই কি বলে, ওস্তাদের মার শেষ রাতে! গ্রুপ পর্বে ইংল্যান্ড অপরাজিত থেকে শেষ ষোলোতে উঠলেও গোলের দেখা পাননি হ্যারি কেন। কাল ওয়েম্বলিতে একেবারে মোক্ষম সময়ে জ্বললেন কেন। আর এতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে পৌঁছেছে ইংল্যান্ড।
কাল ওয়েম্বলিতে জার্মানির বিপক্ষে দাপুটে ফুটবলই খেলেছে ইংল্যান্ড। ৭৫ মিনিটে ফরোয়ার্ড রাহিম স্টার্লিংয়ের গোলে প্রথম লিড পায় ইংল্যান্ড। এর ১১ মিনিট পর, ম্যাচের প্রায় শেষ দিকে দ্বিতীয় গোলের দেখা পায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের ক্রসে হেডে গোল করেন ইংলিশ অধিনায়ক কেন। পুরো টুর্নামেন্টে ‘মরীচিকা’ হয়ে ওঠা গোলটা ইংলিশ অধিনায়ক অবশেষে পেলেন। টুর্নামেন্টের প্রথম গোল করে কেনের উচ্ছ্বাস ছিল তাই বাঁধভাঙা।
ম্যাচ শেষে সেই উচ্ছ্বাস ফুটে উঠেছে কেনের মুখেও, ‘এই জয়ের কোনো তুলনা হয় না। প্রত্যাশা অনু্যায়ী খেলতে পেরে আমরা সবাই গর্বিত। যেকোনো দল আমাদের দেখলেই বুঝবে আমরা কতটা শক্তিশালী। আমাদের লক্ষ্য সামনে এগিয়ে যাওয়ার। আশা করি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল টপকে ফাইনাল খেলব।’
এই ম্যাচে গোল করে ওয়েইন রুনিকে ছুঁয়েছেন কেন। দুজনই বড় টুর্নামেন্টে করেছেন ৭টি করে গোল। ইংল্যান্ডের হয়ে মেজর টুর্নামেন্টে গোল সংখ্যায় কেনের চেয়ে এগিয়ে আছেন গ্যারি লিনেকার (১০) ও অ্যালান শিয়েরার (৯)। ইংল্যান্ডের জয়ে কেনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। কাল ইংলিশ কোচ বলেছেন, ‘একজন সেন্টার ফরোয়ার্ডের কাছে গোলের প্রত্যাশা থাকবেই, আর কেন সেটা করেছে। সমর্থকদের ভ্রান্ত ধারণাকেও ভুল প্রমাণ করেছে কেন।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে