ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ফুটবলে নিজেদের সেরাটা দেওয়ার পর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন যুগের সূচনা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রোনালদোর দেখানো পথেই অবশ্য ইউরোপীয় ফুটবল মাতানো আরও অনেক তারকা হেঁটেছেন।
সেই তুলনায় মেসির দেখানো পথে মেজর লিগ সকারে (এমএলএস) এখনো তারকার ফুটবলারদের যাওয়া শুরু হয়নি। সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্দি আলবা শুধু তাঁর সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তবে ভবিষ্যতে যে দলটা ভারী হবে, তার আভাসই যেন দিয়ে রাখলেন আতোঁয়ান গ্রিজমান।
মেসির মতোই নিজের ক্যারিয়ারের শেষটা মেজর লিগ সকারে করতে চান গ্রিজমান। গতকাল আতলেতিকো মাদ্রিদের সংবাদ সম্মেলনে এসে যুক্তরাষ্ট্রের লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ফরাসি ফরোয়ার্ড।
এমএলএসে খেলার বিষয়ে গ্রিজমান বলেছেন, ‘হ্যাঁ, আমি মেসিকে অনুসরণ করি। লিও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার ম্যাচের দিন স্টেডিয়াম পুরো ভরে যায়। সে অনেক গোল করছে এবং ম্যাচও জিতছে। সে অবিশ্বাস্য। মার্কেটিং এবং ফুটবলের দিক থেকে মনে করি, লিওকে আনায় এমএলএস উত্তম কাজ করেছে।’
২০১৯ সালে বার্সেলোনায় যোগ দিয়ে মেসির সঙ্গে খেলেছেন গ্রিজমান। আবার একসঙ্গে মায়ামিতে সতীর্থ হবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। সতীর্থ না হলেও এমএলএসে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা জানিয়েছেন ৩২ বছর বয়সী তারকা। তিনি বলেছেন, ‘আমার লক্ষ্য সেখানে (এমএলএস) শেষ করা। আমেরিকান স্পোর্টস পছন্দ করি, এমএলএসে খেলতে এবং মুহূর্তগুলো উপভোগ করতে চাই। আমার সেরা সময়ে থেকে সেখানে শেষ করা। তবে প্রথমত আতলেতিকোর হয়ে ট্রফি এবং ইতিহাস গড়তে চাই।’
ইউরোপীয় ফুটবলে নিজেদের সেরাটা দেওয়ার পর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ফুটবলে নতুন যুগের সূচনা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রোনালদোর দেখানো পথেই অবশ্য ইউরোপীয় ফুটবল মাতানো আরও অনেক তারকা হেঁটেছেন।
সেই তুলনায় মেসির দেখানো পথে মেজর লিগ সকারে (এমএলএস) এখনো তারকার ফুটবলারদের যাওয়া শুরু হয়নি। সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্দি আলবা শুধু তাঁর সঙ্গে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তবে ভবিষ্যতে যে দলটা ভারী হবে, তার আভাসই যেন দিয়ে রাখলেন আতোঁয়ান গ্রিজমান।
মেসির মতোই নিজের ক্যারিয়ারের শেষটা মেজর লিগ সকারে করতে চান গ্রিজমান। গতকাল আতলেতিকো মাদ্রিদের সংবাদ সম্মেলনে এসে যুক্তরাষ্ট্রের লিগে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন ফরাসি ফরোয়ার্ড।
এমএলএসে খেলার বিষয়ে গ্রিজমান বলেছেন, ‘হ্যাঁ, আমি মেসিকে অনুসরণ করি। লিও ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। তার ম্যাচের দিন স্টেডিয়াম পুরো ভরে যায়। সে অনেক গোল করছে এবং ম্যাচও জিতছে। সে অবিশ্বাস্য। মার্কেটিং এবং ফুটবলের দিক থেকে মনে করি, লিওকে আনায় এমএলএস উত্তম কাজ করেছে।’
২০১৯ সালে বার্সেলোনায় যোগ দিয়ে মেসির সঙ্গে খেলেছেন গ্রিজমান। আবার একসঙ্গে মায়ামিতে সতীর্থ হবেন কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। সতীর্থ না হলেও এমএলএসে ক্যারিয়ার শেষ করার ইচ্ছা জানিয়েছেন ৩২ বছর বয়সী তারকা। তিনি বলেছেন, ‘আমার লক্ষ্য সেখানে (এমএলএস) শেষ করা। আমেরিকান স্পোর্টস পছন্দ করি, এমএলএসে খেলতে এবং মুহূর্তগুলো উপভোগ করতে চাই। আমার সেরা সময়ে থেকে সেখানে শেষ করা। তবে প্রথমত আতলেতিকোর হয়ে ট্রফি এবং ইতিহাস গড়তে চাই।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ ঘণ্টা আগে