মেসি-নেইমাররা দেখলেন ব্রুগার দম কত

ক্রীড়া ডেস্ক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৮
Thumbnail image

এক কথায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) দলটা এখন তারকার খনি। নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পেরা তো ছিলেনই, গ্রীষ্মের দলবদলে লিওনেল মেসিকেও দলে ভিড়িয়ে তারকাপুঞ্জ গড়ে তুলেছে প্যারিসিয়ানরা। আক্রমণভাগকে বানিয়েছে সবচেয়ে ভয়ংকর। লক্ষ্য একটাই—চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তোলা। 

অধরা ট্রফিটা পিএসজি এবার জিততে পারবে কি না, সময়ই বলে দেবে। তবে চ্যাম্পিয়নস লিগ অভিযানের শুরুতেই মেসিদের পা হড়কানো সবাইকে আরেকবার মনে করিয়ে দিল কাগজ-কলমের হিসাব যা-ই হোক, আসল পরীক্ষা দিতে হয় মাঠেই। 

গত রাতে বেলজিয়ান ক্লাব ব্রুগার মাঠে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। মেসি-নেইমার-এমবাপ্পেকে প্রথমবার একসঙ্গে নামিয়েও সুবিধা করতে পারেনি প্যারিসের জায়ান্টরা। মরিসিও পচেত্তিনোর দলের একমাত্র গোলটা এসেছে আন্দের হেরেরার সৌজন্যে। 

বলতে গেলে ফুটবলের নতুন ত্রিফলাকে কাল বাক্সবন্দী করে রেখেছে স্বাগতিক ব্রুগা। ম্যাচের সময় যতই গড়িয়েছে, ব্রুগার রক্ষণভাগ মেসিদের হতাশা বাড়িয়েছে ততই। শেষমেশ ‘পেট্রো ডলারের’ পিএসজিকে রুখেই দিয়েছে চ্যাম্পিয়ন লিগের অনিয়মিত ক্লাবটি। 

বল দখলে এগিয়ে থাকলেও পুরো ম্যাচে সমন্বয়হীনতায় ভুগেছে পিএসজি। উল্টো আক্রমণাত্মক ফুটবল খেলে পচেত্তিনোর শিষ্যদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল ব্রুগা। তাদের নেওয়া ১৬ শটের সাতটিই লক্ষ্যে ছিল। 

অপ্রতিরোধ্য আক্রমণভাগের সমন্বয়ে গড়া একটা দলের সঙ্গে তারকাহীন কোনো দলের পয়েন্ট ভাগাভাগি যেন জয়ের চেয়েও বেশি কিছু! সে রকম অনুভূতিই হচ্ছে ক্লাব ব্রুগার কোচ ফিলিপে ক্লেমঁর। 

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লেমঁর প্রতিটি বাক্যে ঝরে পড়ছিল তাঁর তৃপ্তি আর শিষ্যদের নিয়ে স্তূতি, ‘আমরা সত্যিকারের সাহসী দল। ওদের (পিএসজিকে) দেখিয়ে দিয়েছি আমাদের দম কত। ছেলেরা একটি ঐতিহাসিক ম্যাচ উপহার দিয়েছে। ওরা প্রমাণ করেছে মানসিকভাবে কতটা শক্তিশালী। এটা আমাদের আরও অনুপ্রেরণা জোগাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত