ক্রীড়া ডেস্ক
মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর তাঁর ওল্ড ট্রাফোর্ড ছাড়া নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। শুরুতে রোনালদোকে ধরে রাখার ব্যাপারে ম্যান ইউনাইটেড আত্মবিশ্বাসী থাকলেও, এখন সে অবস্থান থেকে সরে এসেছে তারা।
বিবিসি বলছে, রোনালদোর মানসিক অবস্থা দলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলায় এখন তাঁকে ছেড়ে দিতে চাইছে ‘রেড ডেভিল’রা। এদিকে রোনালদো দল ছাড়লে গোল করার মতো আর কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক ম্যান ইউনাইটেড তারকা গ্যারি নেভিল।
কদিন আগে ম্যান ইউনাইটেড বস এরিক টেন হাগ নিজেই বলেছিলেন, রোনালদো বিক্রির জন্য নন এবং সে তাঁর পরিকল্পনায় আছে। তবে নিজের এই অবস্থানে আর স্থির থাকতে পারছেন না টেন হাগ। বিশেষ করে সফলভাবে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করার পর, রোনালদোর আসাতে যেভাবে দলের পরিবেশ বদলে গেছে তা নিয়ে উদ্বিগ্ন অনেকে।
প্রিমিয়ার লিগে পরপর দুই হারে এমনিতেই বেশ চাপে আছে ম্যান ইউনাইটেড। এই দুই হার দলের ভেতরের অবস্থাও বেশ কাঁপিয়ে দিয়েছে। এ জন্য রোনালদোর দিকে আঙুলও তোলা হচ্ছে। বলা হচ্ছে, ম্যান ইউনাইটেডে রোনালদোর উপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে। ক্যান্টিনে সতীর্থদের সঙ্গেও খুবই অল্প কথা বলছেন। বিবিসির সূত্র বলছে, দলের অনেকে মনে করেন রোনালদো যাওয়ার আগ পর্যন্ত ম্যান ইউনাইটেডে কোনো পরিবর্তন আসবে না। আবার কেউ কেউ মনে করছেন, রোনালদো চলে গেলে এই মুহূর্তে তাঁর কোনো বিকল্পও না থাকলেও, সামগ্রিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আসবে। যে কারণে দলবদলের দুয়ার বন্ধ হওয়ার আগেই নাকি তাঁকে ছাড়তে চায় ম্যান ইউনাইটেড।
তবে রোনালদো চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন ম্যান ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার নেভিল। তিনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। সে অবশ্যই সুখে নেই। সমস্যা হচ্ছে, যদি তাঁরা তাকে হারিয়ে ফেলে তবে মাঠে গোল করার মতো আর কেউ থাকবে না। আমি বিশ্বাস করি, যদি সে চলে যায় এবং নতুন কাউকে না আনা হয় তবে তারা টেবিলের নিচের অর্ধেকে শেষ (মৌসুম) করতে পারে।’
মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার কথা জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর তাঁর ওল্ড ট্রাফোর্ড ছাড়া নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। শুরুতে রোনালদোকে ধরে রাখার ব্যাপারে ম্যান ইউনাইটেড আত্মবিশ্বাসী থাকলেও, এখন সে অবস্থান থেকে সরে এসেছে তারা।
বিবিসি বলছে, রোনালদোর মানসিক অবস্থা দলের মাঝে নেতিবাচক প্রভাব ফেলায় এখন তাঁকে ছেড়ে দিতে চাইছে ‘রেড ডেভিল’রা। এদিকে রোনালদো দল ছাড়লে গোল করার মতো আর কেউ থাকবে না বলে মন্তব্য করেছেন সাবেক ম্যান ইউনাইটেড তারকা গ্যারি নেভিল।
কদিন আগে ম্যান ইউনাইটেড বস এরিক টেন হাগ নিজেই বলেছিলেন, রোনালদো বিক্রির জন্য নন এবং সে তাঁর পরিকল্পনায় আছে। তবে নিজের এই অবস্থানে আর স্থির থাকতে পারছেন না টেন হাগ। বিশেষ করে সফলভাবে প্রাক মৌসুম প্রস্তুতি শেষ করার পর, রোনালদোর আসাতে যেভাবে দলের পরিবেশ বদলে গেছে তা নিয়ে উদ্বিগ্ন অনেকে।
প্রিমিয়ার লিগে পরপর দুই হারে এমনিতেই বেশ চাপে আছে ম্যান ইউনাইটেড। এই দুই হার দলের ভেতরের অবস্থাও বেশ কাঁপিয়ে দিয়েছে। এ জন্য রোনালদোর দিকে আঙুলও তোলা হচ্ছে। বলা হচ্ছে, ম্যান ইউনাইটেডে রোনালদোর উপস্থিতি নেতিবাচক প্রভাব ফেলছে। ক্যান্টিনে সতীর্থদের সঙ্গেও খুবই অল্প কথা বলছেন। বিবিসির সূত্র বলছে, দলের অনেকে মনে করেন রোনালদো যাওয়ার আগ পর্যন্ত ম্যান ইউনাইটেডে কোনো পরিবর্তন আসবে না। আবার কেউ কেউ মনে করছেন, রোনালদো চলে গেলে এই মুহূর্তে তাঁর কোনো বিকল্পও না থাকলেও, সামগ্রিক পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আসবে। যে কারণে দলবদলের দুয়ার বন্ধ হওয়ার আগেই নাকি তাঁকে ছাড়তে চায় ম্যান ইউনাইটেড।
তবে রোনালদো চলে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন ম্যান ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার নেভিল। তিনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। সে অবশ্যই সুখে নেই। সমস্যা হচ্ছে, যদি তাঁরা তাকে হারিয়ে ফেলে তবে মাঠে গোল করার মতো আর কেউ থাকবে না। আমি বিশ্বাস করি, যদি সে চলে যায় এবং নতুন কাউকে না আনা হয় তবে তারা টেবিলের নিচের অর্ধেকে শেষ (মৌসুম) করতে পারে।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৫ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৫ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৬ ঘণ্টা আগে