ইউরোপের দলবদলের দরজা এ মাসের ১ তারিখ বন্ধ হলেও অনেক লিগের এখন হয়নি। যেমন এ মৌসুমেই দলবদলে শক্তিশালী বাজার হয়ে ওঠা সৌদি প্রো লিগে এখনো চলছে। গত ৭ সেপ্টেম্বর বন্ধ হওয়ার কথা থাকলেও জানা গেছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এতে নতুন করে আরও অনেক তারকা ফুটবলার কেনার সুযোগ পাচ্ছে সৌদি প্রো লিগ। সৌদি লিগের মতো সুযোগ রয়েছে কাতার স্টারস লিগেরও। সেই ধারাবাহিকতায় জানা গেছে পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে দলে ভেড়াচ্ছে কাতারি ক্লাব আল আরাবি। ইতালিয়ান মিডফিল্ডারের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা নাকি পাকাপাকি করেছে আরাবি এমনটি জানিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আজই হয়তো চুক্তিপত্রে সই করার জন্য দোহায় যেতে পারেন ভেরাত্তি। ৩০ বছর বয়সী ফুটবলারকে ছাড়তেও রাজি হয়েছে পিএসজি।
চুক্তির মেয়াদ কত বছরের রোমানো সেটা না জানালেও পিএসজি কত টাকায় রাজি হয়েছে তা জানিয়েছেন তিনি। ইতালিয়ান সাংবাদিকের মতে ৫২৮ কোটি ৪৮ লাখ টাকায় ভেরাত্তিকে ছাড়তে রাজি হয়েছে লিগ চ্যাম্পিয়নরা। শোনা যাচ্ছে, ইতালিয়ান তারকার সঙ্গে ক্লাব ছাড়তে পারেন ইউলিয়ান ড্রাক্সলারও। জার্মান মিডফিল্ডারের যেতে পারেন আল আহলিতে।
রোমানোর কথা সত্যি হলে পিএসজির সঙ্গে ভেরাত্তির দীর্ঘ পথযাত্রা থেমে যাচ্ছে। এ মৌসুম শেষ হলেই এক যুগ পূর্ণ হতো তাঁর। সেটা এখন ১১ বছরেই থেমে যাচ্ছে। ২০১২ সালে পিএসজিতে যোগ দেন তিনি। এ সময় পিএসজির হয়ে ২৭৬ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী তারকা। গোল করেছেন মোটে ৭ টি।
এর আগে লিওনেল মেসি–নেইমাররা পিএসজি ছেড়েছেন। এবার লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান মিডফিল্ডার। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে না পারলেও বিক্রি করতে পারবে বলেই এই সুবিধাটা নিতে পারছে কাতারি লিগ।
ইউরোপের দলবদলের দরজা এ মাসের ১ তারিখ বন্ধ হলেও অনেক লিগের এখন হয়নি। যেমন এ মৌসুমেই দলবদলে শক্তিশালী বাজার হয়ে ওঠা সৌদি প্রো লিগে এখনো চলছে। গত ৭ সেপ্টেম্বর বন্ধ হওয়ার কথা থাকলেও জানা গেছে ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
এতে নতুন করে আরও অনেক তারকা ফুটবলার কেনার সুযোগ পাচ্ছে সৌদি প্রো লিগ। সৌদি লিগের মতো সুযোগ রয়েছে কাতার স্টারস লিগেরও। সেই ধারাবাহিকতায় জানা গেছে পিএসজি থেকে মার্কো ভেরাত্তিকে দলে ভেড়াচ্ছে কাতারি ক্লাব আল আরাবি। ইতালিয়ান মিডফিল্ডারের সঙ্গে আনুষ্ঠানিক কথাবার্তা নাকি পাকাপাকি করেছে আরাবি এমনটি জানিয়েছেন দলবদলের নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, আজই হয়তো চুক্তিপত্রে সই করার জন্য দোহায় যেতে পারেন ভেরাত্তি। ৩০ বছর বয়সী ফুটবলারকে ছাড়তেও রাজি হয়েছে পিএসজি।
চুক্তির মেয়াদ কত বছরের রোমানো সেটা না জানালেও পিএসজি কত টাকায় রাজি হয়েছে তা জানিয়েছেন তিনি। ইতালিয়ান সাংবাদিকের মতে ৫২৮ কোটি ৪৮ লাখ টাকায় ভেরাত্তিকে ছাড়তে রাজি হয়েছে লিগ চ্যাম্পিয়নরা। শোনা যাচ্ছে, ইতালিয়ান তারকার সঙ্গে ক্লাব ছাড়তে পারেন ইউলিয়ান ড্রাক্সলারও। জার্মান মিডফিল্ডারের যেতে পারেন আল আহলিতে।
রোমানোর কথা সত্যি হলে পিএসজির সঙ্গে ভেরাত্তির দীর্ঘ পথযাত্রা থেমে যাচ্ছে। এ মৌসুম শেষ হলেই এক যুগ পূর্ণ হতো তাঁর। সেটা এখন ১১ বছরেই থেমে যাচ্ছে। ২০১২ সালে পিএসজিতে যোগ দেন তিনি। এ সময় পিএসজির হয়ে ২৭৬ ম্যাচ খেলেছেন ৩০ বছর বয়সী তারকা। গোল করেছেন মোটে ৭ টি।
এর আগে লিওনেল মেসি–নেইমাররা পিএসজি ছেড়েছেন। এবার লিগ চ্যাম্পিয়নদের ছেড়ে যাচ্ছেন ইতালিয়ান মিডফিল্ডার। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় কিনতে না পারলেও বিক্রি করতে পারবে বলেই এই সুবিধাটা নিতে পারছে কাতারি লিগ।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেলাহোর কালান্দার্স সবশেষ ম্যাচ খেলেছে ১৫ এপ্রিল করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচে লাহোরের জার্সিতে রিশাদ হোসেন নিয়েছেন ৩ উইকেট। এক সপ্তাহ পর আজ লাহোর কালান্দার্স খেলতে নামবে মুলতান সুলতানসের বিপক্ষে।
২ ঘণ্টা আগেআইসিসির ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার—দুটি পুরস্কারই পেয়েছেন জসপ্রীত বুমরা। গত বছর দুর্দান্ত ছন্দে থাকায় এবার বুমরা পেয়েছেন আরও এক পুরস্কার। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ভারতের এই পেসার।
২ ঘণ্টা আগেবাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশন চলে গেছে বৃষ্টির পেটে। বেরসিক বৃষ্টির বাগড়ায় মাঠ কাভারে ছিল ঢাকা। আকাশে কালো মেঘের ঘনঘটা ছিল অনেকক্ষণ পর্যন্ত। তবে সবশেষ খবর অনুযায়ী, সিলেটের আকাশ রোদে ঝলমল করছে।
৩ ঘণ্টা আগে