Ajker Patrika

ফুটবলার তৈরির কারিগর ‘কালা ভাই’

নাজিম আল শমষের, ঢাকা
ফুটবলার তৈরির কারিগর ‘কালা ভাই’

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পাশেই ফেডারেশনের আর্টিফিশিয়াল টার্ফ মাঠ। স্থানীয় লোকজনের কাছে অবশ্য ‘বালুর মাঠ’ নামেই পরিচিত। দুপুরের শেষ দিকে সূর্যের তেজ কমতেই মাঠে হাজির হতে থাকে আশপাশসহ দূর-দূরান্তের ৩০-৪০ জন নানা বয়সী কিশোর ফুটবলার। এসব কিশোর ফুটবলারদের পরম যত্নে ফুটবল শেখান ছোটখাটো গড়নের মধ্যবয়সী এক কোচ।

রেফারির মতো হাতে বাঁশি নিয়ে তিনি চষে বেড়ান মাঠের এই প্রান্ত থেকে অপর প্রান্ত। তাঁর নাম ইব্রাহিম খলিল। ফুটবল অঙ্গনে যিনি পরিচিত ‘কালা ভাই’ নামে। উঠতি ফুটবলারদের প্রিয় গুরু কালা ভাই। জাতীয় দলের মিডফিল্ডার সোহেল রানা, ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েলের উঠে আসা তাঁর দেখানো পথ ধরেই। প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে ছড়িয়ে ছিটিয়ে আছেন কালা ভাইয়ের শিষ্যরা।

আর্টিফিশিয়াল টার্ফে ‘আরামবাগ ফুটবল একাডেমি’ নামের এই ফুটবলার তৈরির কারখানায় বর্তমানে কালা ভাইয়ের ছাত্রের সংখ্যা ৫০ ছুঁইছুঁই। নিজেও একটা সময় ফুটবল খেলেছেন। তবে শীর্ষ লিগে কখনো খেলা হয়নি তাঁর। নব্বইয়ের দশকে টাঙ্গাইল জেলার হয়ে খেলেছেন পাইওনিয়ার লিগে। প্রয়াত তারকা ফুটবলার বাদল রায়ের এলাকা কুমিল্লার ইলিয়টগঞ্জে ১৯৮৪ সালে খেলতে গিয়ে বড় চোট পেয়েছিলেন পায়ে। সেই চোট আজও বয়ে বেড়াচ্ছেন তিনি। খেলা ছেড়ে ফুটবলার তৈরির কাজ করছেন প্রায় তিন দশক ধরে। একাডেমি গড়েছেন ১১ বছর হলো। জড়িত আছেন মোহামেডানের সঙ্গেও।

ছাত্রদের মাঝে থাকলে কালা ভাইয়ের সঙ্গে কথা বলা বেশ কঠিন। এ ব্যস্ততার মধ্যে খানিকটা ফুরসত পেয়ে কথা বললেন। জানালেন, তাঁর একাডেমিতে সুযোগ পাওয়ার একটাই শর্ত, নিয়মিত আসা।

একাডেমির প্রতিভাবান ফুটবলারদের বয়সভিত্তিক দলগুলোতে খেলার সুযোগ করে দেন কালা ভাই। কেউ কেউ খেলেন প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয় বিভাগ ফুটবলে। প্রতিভার ঝলকে সোহেল রানা, জুয়েলদের মতো কেউ কেউ সুযোগ পেয়ে যান জাতীয় দলেও।

আরামবাগ একাডেমির পাশাপাশি ক্লাবটির পাইওনিয়ার ও অনূর্ধ্ব-১৮ দলেরও দায়িত্বে আছেন কালা ভাই। স্পট ফিক্সিং ও অনলাইন বেটিংয়ে আগামী দুই মৌসুমের জন্য প্রথম বিভাগ ফুটবলে নেমে গেছে আরামবাগ। ক্লাবের এই অধঃপতনের শুরু ২০১৯ থেকে, ক্যাসিনো-কাণ্ডে। ক্লাবের এই দুরবস্থা থেকে কালা ভাইয়ের মনটা বিষণ্ন হয়ে যায়। বলেন, ‘আরামবাগ একটি মহল্লাভিত্তিক ক্লাব। মমিনুল হক সাঈদ (ক্যাসিনো-কাণ্ডে পলাতক আরামবাগের সাবেক সভাপতি) যখন চলে গেলেন, তখন সবাই মিলে যদি সিদ্ধান্ত হতো, আমরাই ক্লাব চালাব, তাহলে আজ এই অবস্থা হতো না। লিগের প্রথম লেগে যাদের হাতে ক্লাবের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই সর্বনাশ করেছে!’

‘সর্বনাশা’ পরিস্থিতি থেকেই আশার ফুল ফোটাতে চান কালা ভাই। আর সে আশায় নতুন স্বপ্নে নতুন উদ্যমে প্রতিদিন ঝাঁপিয়ে পড়েন তিনি এক ঝাঁক কিশোর ফুটবলার নিয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৩
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে গত রোববার রাতে পল্টন থানায় একটি মামলা করা হয়। ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের মামলাটি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

ক্রীড়া ডেস্ক    
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত
প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন মেসি-ইয়ামাল। ছবি: সংগৃহীত

কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আজ ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।

আগামী বছরের ২৭ মার্চ হবে ফিনালিসিমা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটিতে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। এই স্টেডিয়ামেই ২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

দীর্ঘদিন হিমাগারে থাকা ইউরো ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ফিরে আসে ২০২২ সালে। সেবার ইতালিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ২০২৪ সালেও কোপা আমেরিকার শিরোপা ধরে রাখে তারা। একই বছর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ইউরো জেতে স্পেন।

এর আগে প্রতিযোগিতাটি ‘আরতেমিও ফ্রাঙ্কি কাপ’ নামে পরিচিত ছিল। ১৯৮৫ সালে উরুগুয়েকে হারিয়ে প্রথম শিরোপা জেতে ফ্রান্স আর ১৯৯৩ সালে ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতে আর্জেন্টিনা। এবারের লড়াইয়ে সবচেয়ে বড় আকর্ষণ লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। সব ঠিক থাকলে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

স্পেন ও আর্জেন্টিনা এনিয় ১৪ বার মুখোমুখি হয়েছে, যেখানে দুই দলই সমানভাবে ৬টি ম্যাচ জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

ক্রীড়া ডেস্ক    
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত
ঢাকায় বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পাবেন দেশের ফুটবলপ্রেমীরা। ছবি: সংগৃহীত

আর মাস ছয়েক পরই শুরু হবে ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ শুরুর আগেই টুর্নামেন্টের উত্তাপ ছড়াতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ ট্রফি। কোকো-কোলার উদ্যোগে আসছে ১৪ জানুয়ারি ঢাকায় এসে পৌঁছবে বিশ্বকাপের মূল ট্রফিটি।

গতকাল কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে, ‘কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের অংশ হিসেবে আগামী ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার—মূল ফিফা বিশ্বকাপ ট্রফি স্বচক্ষে দেখার সুযোগ পাবেন।’

বিশ্ব ভ্রমণে ৩০টি দেশ, ১৫০ দিনে ৭৫টি স্থানে হাজির হবে বিশ্বকাপ ট্রফির মূল ট্রফি। যা স্থানীয় মানুষের জন্য নিয়ে আসবে অনন্য এক অভিজ্ঞতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত