ক্রীড়া ডেস্ক
সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।
সময়টা উপভোগ করছেন লিওনেল মেসি। পুরোনো সতীর্থদের বিদায়ী ম্যাচে তিনি খেলছেন নিয়মিত। গতকাল জাতীয় দলের সাবেক সতীর্থ হুয়ান রিকোয়েলমের বিদায়ী ম্যাচে আবেগপ্রবণ হয়ে পড়েন মেসি।
রিকোয়েলমে ফুটবল খেলা ছেড়েছেন ২০১৫ সালে। এখন তিনি বোকা জুনিয়র্সের সহ সভাপতি হিসেবে কাজ করছেন। বোকা জুনিয়র্সের জার্সিতে খেলেছিলেন ২২৭ ম্যাচ। ৮ বছর পর তাঁর বিদায়ী ম্যাচ আয়োজন করা হয়েছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায়। এই ম্যাচে বোকা জুনিয়র্স একাদশের বিপক্ষে খেলেছে আর্জেন্টিনা একাদশ। লা বোম্বোনেরার এই বিদায়ী ম্যাচ রিকোয়েলমের কাছে স্মরণীয়ই বলা যায়। আর্জেন্টিনা একাদশকে নেতৃত্ব দিয়েছেন মেসি। যিনি একসময় ছিলেন রিকোয়েলমের জাতীয় দল ও বার্সেলোনা ক্লাবের সতীর্থ। গ্যালারি থেকে শোনা গেছে ‘মেসি, মেসি’ স্লোগান। ম্যাচের ১২ মিনিটে দুর্দান্ত এক গোল করেন মেসি।
এমন বিদায়ী ম্যাচে এসে আবেগপ্রবণ হয়ে পড়েছেন মেসি। তাছাড়া নতুন ক্লাব ইন্টার মিয়ামিতে খেলতে বেশ রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে আর্জেন্টাইন এই বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘এখানে (রিকোয়েলমের বিদায়ী সংবর্ধনা) এসে ভালোই লাগছে। আর্জেন্টিনা ফুটবল ও বোকার ফুটবলের জন্য তিনি বিশেষ কিছু। লা বোম্বোনেরায় আবারও এলাম। এখন কয়েকদিন ছুটি রয়েছে। এরপর নতুন শহর, নতুন ক্লাবে (ইন্টার মিয়ামি) শুরু করব। আমি বেশ উচ্ছ্বসিত।’
গত পরশু ৩৬ বছর পূর্ণ করেন মেসি। জন্মদিনের দিন তিনি নিওয়েলস ওল্ড বয়েজের সতীর্থ ম্যাক্সি রদ্রিগেজের বিদায়ী ম্যাচে খেলেছেন। রোজারিওর এস্তাদিও মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচ খেলে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাব ও আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে খেলা এই ম্যাচে মেসি করেন হ্যাটট্রিক।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৪ ঘণ্টা আগে