ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। লিগের চলতি মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বার্সা। তবে পুরো মৌসুমের হিসাবে এটা কাতালান ক্লাবটির ২১তম জয়।
কিন্তু বার্সার জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে রোনাল্ড আরাওহোর অপ্রত্যাশিত ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে বলে হেড করতে গিয়ে সতীর্থ গাভির মাথায় ধাক্কা খান তিনি। একটু পরই মাটিয়ে লুটিতে পড়েন ডাচ ডিফেন্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসায়ও কাজ হয়নি। পরে অ্যাম্বুলেন্সে করে আরাওহোকে পাঠানো হয় হাসপাতালে।
এমন ম্যাচে বার্সা শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে। প্রথমার্ধেই ২ গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। ৩০ মিনিটে মেম্ফিস ডিপেইর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরি-এমেরিক অবামেয়াং। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ৩-০ করেন গ্যাবনিজ ফরওয়ার্ড। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল।
৫০ মিনিটে ইয়াগো আসপাস বার্সাকে একটি গোলের শোধ দেন। কিন্তু সেল্তা ভিগোর লড়াইয়ে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে একটু পরই। ৫৮ মিনিটে ১০ জনের দলে নেমে আসে সফরকারীরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুরিও। অতিথিদের একজন কম পেয়েও অবশ্য এর ফায়দা নিতে পারেননি জাভির ছাত্ররা।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল বার্সা। তাতে করে স্প্যানিশ সুপার কাপের টিকিটের খুব কাছে চলে এল তারা। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৬৫ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে চারে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
স্প্যানিশ লা লিগায় জয়ের ধারা অব্যাহত রেখেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেল্তা ভিগোকে ৩-১ গোলে হারিয়েছে জাভি হার্নান্দেজের দল। লিগের চলতি মৌসুমে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল বার্সা। তবে পুরো মৌসুমের হিসাবে এটা কাতালান ক্লাবটির ২১তম জয়।
কিন্তু বার্সার জয়ের আনন্দ অনেকটাই মাটি হয়ে গেছে রোনাল্ড আরাওহোর অপ্রত্যাশিত ইনজুরিতে। দ্বিতীয়ার্ধে বলে হেড করতে গিয়ে সতীর্থ গাভির মাথায় ধাক্কা খান তিনি। একটু পরই মাটিয়ে লুটিতে পড়েন ডাচ ডিফেন্ডার। মাঠে প্রাথমিক চিকিৎসায়ও কাজ হয়নি। পরে অ্যাম্বুলেন্সে করে আরাওহোকে পাঠানো হয় হাসপাতালে।
এমন ম্যাচে বার্সা শুরু থেকেই ছন্দময় ফুটবল খেলে। প্রথমার্ধেই ২ গোল আদায় করে নেয় স্বাগতিকেরা। ৩০ মিনিটে মেম্ফিস ডিপেইর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পিয়েরি-এমেরিক অবামেয়াং। বিরতি থেকে ফিরেই স্কোর লাইন ৩-০ করেন গ্যাবনিজ ফরওয়ার্ড। ম্যাচে এটা তাঁর দ্বিতীয় গোল।
৫০ মিনিটে ইয়াগো আসপাস বার্সাকে একটি গোলের শোধ দেন। কিন্তু সেল্তা ভিগোর লড়াইয়ে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেছে একটু পরই। ৫৮ মিনিটে ১০ জনের দলে নেমে আসে সফরকারীরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মুরিও। অতিথিদের একজন কম পেয়েও অবশ্য এর ফায়দা নিতে পারেননি জাভির ছাত্ররা।
এই জয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে থাকল বার্সা। তাতে করে স্প্যানিশ সুপার কাপের টিকিটের খুব কাছে চলে এল তারা। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তিনে থাকা সেভিয়ার সংগ্রহ ৬৫ পয়েন্ট। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে চারে আছে গত মৌসুমের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৫ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৬ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৭ ঘণ্টা আগে