ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ লিগ ওয়ান মানেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জয়জয়কার। সেই ধারাবাহিকতা ধরে রেখে ১০ম শিরোপা জিতল ফরাসি জায়ান্টরা। শেষ ৫ ম্যাচে শিরোপা জিততে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল লিওনেল মেসিদের। গত রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সে লঁসের বিপক্ষে মেসির একমাত্র গোলে (১-১) ড্র করে কাঙ্ক্ষিত ১ পয়েন্ট পায় পিএসজি। আর তাতেই ৪ ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের উৎসবে মেতেছে প্যারিসের দলটি।
গত মৌসুমে লিলেঁর কাছে শিরোপা হারানো পিএসজি এবার আগেভাগেই শিরোপা পুনরুদ্ধার করল। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা।ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। ৬৫ শতাংশ বল দখলে রেখে পচেত্তিনোর শিষ্যরা ১৫টি শট নিয়েছে, লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে ছয়টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল লঁস।
প্রথমার্ধ্বে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ক্যারিয়ারে মেসির ৩৬তম শিরোপা জেতার দিনে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। ৬৬ মিনিটে নেইমারের বাড়ানো বল ২৩ গজ দূর থেকে জাল কাঁপানো রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
মেসির গোলে পিএসজি জয়ের আভাস দিচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সমতায় ফেরে লঁস। তাতে অবশ্য পিএসজির রেকর্ড শিরোপাজয়ের উদ্যাপন থেমে থাকেনি। টেবিলে ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
ফ্রেঞ্চ লিগ ওয়ান মানেই প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) জয়জয়কার। সেই ধারাবাহিকতা ধরে রেখে ১০ম শিরোপা জিতল ফরাসি জায়ান্টরা। শেষ ৫ ম্যাচে শিরোপা জিততে মাত্র ১ পয়েন্ট দরকার ছিল লিওনেল মেসিদের। গত রাতে ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সে লঁসের বিপক্ষে মেসির একমাত্র গোলে (১-১) ড্র করে কাঙ্ক্ষিত ১ পয়েন্ট পায় পিএসজি। আর তাতেই ৪ ম্যাচ হাতে রেখে শিরোপাজয়ের উৎসবে মেতেছে প্যারিসের দলটি।
গত মৌসুমে লিলেঁর কাছে শিরোপা হারানো পিএসজি এবার আগেভাগেই শিরোপা পুনরুদ্ধার করল। ফ্রান্সের শীর্ষ লিগে পেশাদার যুগে সাঁত এতিয়েনের সবচেয়ে বেশি ১০ শিরোপা জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা।ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল পিএসজি। ৬৫ শতাংশ বল দখলে রেখে পচেত্তিনোর শিষ্যরা ১৫টি শট নিয়েছে, লক্ষ্যে ছিল সাতটি। বিপরীতে ছয়টি শটের তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল লঁস।
প্রথমার্ধ্বে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন আর্জেন্টাইন মহাতারকা। ক্লাব ক্যারিয়ারে মেসির ৩৬তম শিরোপা জেতার দিনে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। ৬৬ মিনিটে নেইমারের বাড়ানো বল ২৩ গজ দূর থেকে জাল কাঁপানো রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী।
মেসির গোলে পিএসজি জয়ের আভাস দিচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের দুই মিনিট আগে সমতায় ফেরে লঁস। তাতে অবশ্য পিএসজির রেকর্ড শিরোপাজয়ের উদ্যাপন থেমে থাকেনি। টেবিলে ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৭৮। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৪ মিনিট আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
২৩ মিনিট আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪০ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে