ক্রীড়া ডেস্ক
ইন্টার মায়ামির ম্যাচ মানেই লিওনেল মেসির গোল। মায়ামির হয়ে প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই গোল পেয়েছেন তিনি। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ শেষ মুহূর্তে গোল করেছেন মেসি। শার্লট এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছেছে মায়ামি।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে আজ শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে ইন্টার মায়ামি। ১২ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। পেনাল্টিতে গোল করেন জোসেফ মার্তিনেজ। এরপর ৩১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এবার অ্যাসিস্ট করেছিলেন রবার্ট টেলর। তবে শার্লট এফসির গোলরক্ষক ক্রিস্টিয়ানো কাহলিনা তা ঠেকিয়ে দিয়েছেন। ঠিক তার পরের মিনিটে গোল পায় মায়ামি। এবার গোল করেন টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন দেআন্দ্রে ইয়েডলিন। এরপর ৪৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি শার্লট এফসি। কামিল জোজিয়াকের অ্যাসিস্টে হেড করেন স্কট আরফিল্ড। তবে তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলে ইন্টার মায়ামি-শার্লট এফসি দুই দল। তবে নিজেদের ভুল বা বিপক্ষ দলের গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। এরপর ৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় মায়ামি। এবার আত্মঘাতী গোল করেন শার্লটের আদিলসন মালান্দা। আর ৮৬ মিনিটে গোল করেন মেসি। লিওনার্দো কাম্পানার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ৪-০ গোলের বড় জয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠে মায়ামি।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। যার মধ্যে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তের ফ্রি কিকে গোল করেন মেসি। এরপর টানা তিন ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
ইন্টার মায়ামির ম্যাচ মানেই লিওনেল মেসির গোল। মায়ামির হয়ে প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই গোল পেয়েছেন তিনি। লিগ কাপের কোয়ার্টার ফাইনালে আজ শেষ মুহূর্তে গোল করেছেন মেসি। শার্লট এফসিকে ৪-০ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে পৌঁছেছে মায়ামি।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির বিপক্ষে আজ শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে ইন্টার মায়ামি। ১২ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। পেনাল্টিতে গোল করেন জোসেফ মার্তিনেজ। এরপর ৩১ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন মেসি। এবার অ্যাসিস্ট করেছিলেন রবার্ট টেলর। তবে শার্লট এফসির গোলরক্ষক ক্রিস্টিয়ানো কাহলিনা তা ঠেকিয়ে দিয়েছেন। ঠিক তার পরের মিনিটে গোল পায় মায়ামি। এবার গোল করেন টেলর। তাঁকে অ্যাসিস্ট করেন দেআন্দ্রে ইয়েডলিন। এরপর ৪৫ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি শার্লট এফসি। কামিল জোজিয়াকের অ্যাসিস্টে হেড করেন স্কট আরফিল্ড। তবে তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলে ইন্টার মায়ামি-শার্লট এফসি দুই দল। তবে নিজেদের ভুল বা বিপক্ষ দলের গোলরক্ষকদের দৃঢ়তায় কেউই গোলমুখ খুলতে পারেনি। এরপর ৭৮ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় মায়ামি। এবার আত্মঘাতী গোল করেন শার্লটের আদিলসন মালান্দা। আর ৮৬ মিনিটে গোল করেন মেসি। লিওনার্দো কাম্পানার পাস থেকে বাঁ পায়ের শটে গোল করেন মেসি। ৪-০ গোলের বড় জয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠে মায়ামি।
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন মেসি এবং ১ গোলে অ্যাসিস্ট করেছেন। সব ম্যাচই তিনি খেলেছেন লিগ কাপে। যার মধ্যে ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির হয়ে অভিষেক ম্যাচে শেষ মুহূর্তের ফ্রি কিকে গোল করেন মেসি। এরপর টানা তিন ম্যাচে দুটি করে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
২ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৪ ঘণ্টা আগে