নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে ৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য সাফের জন্য ৩৫ সদস্যের দল দেওয়ার শেষ দিন ১৫ মে। তার আগেই বাফুফে প্রাথমিক দল দিল। প্রাথমিক স্কোয়াডে ৩৫ জনের নাম থাকলেও ক্যাম্প হবে মূলত ২৭ জনকে নিয়ে।
প্রাথমিক দল থেকে বাদ পড়বেন ৮ জন। আপাতত ৩৫ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়্যাল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু, বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার ঈসা ফয়সাল ও শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ। প্রথমবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম এবং মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন। এ ছাড়া গত মার্চে সিলেটে সিশেলসের বিপক্ষে হওয়া দুই ম্যাচের সবাই আছেন স্কোয়াডে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুম শেষ হবে ৩ জুন। সাফ ফুটবলকে সামনে রেখে এর পরদিন থেকে শিষ্যদের নিয়ে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলনে নেমে পড়বেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। বেঙ্গালুরুতে যাওয়ার আগে কম্বোডিয়ায় স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা লাল-সবুজদের। অবশ্য শুরুতে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও সেটি বাতিল হয়েছে। গত সপ্তাহেই এ নিয়ে সিদ্ধান্ত হয়।
৩৫ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।
মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।
সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আগামী ২১ জুন ভারতের বেঙ্গালুরুতে ৮ দল নিয়ে অনুষ্ঠিতব্য সাফের জন্য ৩৫ সদস্যের দল দেওয়ার শেষ দিন ১৫ মে। তার আগেই বাফুফে প্রাথমিক দল দিল। প্রাথমিক স্কোয়াডে ৩৫ জনের নাম থাকলেও ক্যাম্প হবে মূলত ২৭ জনকে নিয়ে।
প্রাথমিক দল থেকে বাদ পড়বেন ৮ জন। আপাতত ৩৫ সদস্যের ঘোষিত দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত, আবাহনীর মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়্যাল, মোহামেডানের ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু, বাংলাদেশ পুলিশের ডিফেন্ডার ঈসা ফয়সাল ও শেখ জামালের মিডফিল্ডার আবু সাইদ। প্রথমবার প্রাথমিক দলে ডাক পেয়েছেন ফর্টিস এফসির ফরোয়ার্ড রফিকুল ইসলাম এবং মোহামেডানের ডিফেন্ডার মুরাদ হোসেন। এ ছাড়া গত মার্চে সিলেটে সিশেলসের বিপক্ষে হওয়া দুই ম্যাচের সবাই আছেন স্কোয়াডে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি মৌসুম শেষ হবে ৩ জুন। সাফ ফুটবলকে সামনে রেখে এর পরদিন থেকে শিষ্যদের নিয়ে বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় অনুশীলনে নেমে পড়বেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। বেঙ্গালুরুতে যাওয়ার আগে কম্বোডিয়ায় স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা লাল-সবুজদের। অবশ্য শুরুতে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার কথা থাকলেও সেটি বাতিল হয়েছে। গত সপ্তাহেই এ নিয়ে সিদ্ধান্ত হয়।
৩৫ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, মিতুল মারমা, শহিদুল আলম ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, ইয়াসিন আরাফাত, সাদ উদ্দিন, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন, ইশা ফয়সাল, মেহেদি হাসান মিঠু, রহমত মিয়া, মুরাদ হোসেন ও আলমগীর মোল্লা।
মিডফিল্ডার: মাশুক মিয়া জনি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, শাহরিয়ার ইমন, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আবু সাইদ, মোহাম্মদ হৃদয় ও মেহেদি হাসান রয়েল।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, এলিটা কিংসলে, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম ও আমিনুর রহমান সজীব।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৯ ঘণ্টা আগে