ক্রীড়া ডেস্ক
নিজ ক্লাবের বিপক্ষে দারুণ কিছু করে ফেললেও উদযাপন না করাই নিয়ম। দলের প্রতি আনুগত্য থেকেই এমনটা করে থাকেন ফুটবলাররা।
ক্রিস্টিয়ানো রোনালদো তো অন্য ক্লাবে থাকতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল পেলেও নিশ্চুপ ছিলেন। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে জোড়া করেও কোনো প্রতিক্রিয়া দেখাননি ফিলিপে কুতিনহো।
তবে মার্চিন বুলকা গত রাতে যা করলেন, তাতে কিছুটা হলেও বিস্মিত হওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকেরা। টাইব্রেকারের জাভি সিমোন্সের শট ঠেকিয়ে পিএসজি থেকে ধারে নিসে খেলতে যাওয়া এ গোলরক্ষক আনন্দে আত্মহারা হয়ে দিলেন ভোঁ দৌড়। তাঁকে আর পায় কে!
প্যারিসের ক্লাবটি বুলকার ওপর আস্থা রাখতে না পেরে গত বছর ধারে খেলতে পাঠায় নিসে। ‘নিজেদের গোলরক্ষক’ বুলকাই গত রাতে সর্বনাশ হয় করে ছাড়লেন পিএসজির।
ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও সিমোন্সের শট ঠেকিয়ে নিসকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন বুলকা।
অথচ রাতটা হতে পারত শুধুই লিওনেল মেসি'র। করোনার ধকল কাটিয়ে গত সপ্তাহে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে গত রাতে ফ্রেঞ্চ কাপের এ ম্যাচে শুরু থেকেই খেলেছেন মেসি। কয়েক ঘন্টার জন্য ফিরে পেয়েছেন ১০ নম্বর জার্সিটিও। কিন্তু চিরচেনা ‘বিখ্যাত’ জার্সি পরেও আর্জেন্টাইন মহাতারকাকে মাঠ ছাড়তে হয়েছে পরাজিত সৈনিক হয়ে।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি।
ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও নিসের রক্ষণের সামনে অসহায় দেখিয়েছে মেসিদের। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে নামলেও বলার মতো বড় সুযোগ তৈরি করতে পারেননি।
ফ্রেঞ্চ কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। সে নিয়মের কারণে গত রাতে ৩০ নম্বর ছেড়ে বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়ান মেসি। এত দিন পিএসজির হয়ে ১০ নম্বর জার্সি পরে আসছিলেন নেইমার জুনিয়র। তবে চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা না থাকায় বিখ্যাত জার্সিটি কাল মেসির হাতেই তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
পিএসজি প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগ পায় ২২ মিনিটে। ডি-বক্সে মেসি পাস দেন আন্দের হেরেরাকে। তবে এই মিডফিল্ডারের বাড়ানো বল বাইরে মেরে দেন মার্কো ভেরাত্তি। প্রথমার্ধে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকেরা। সেটিও বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে। সেই শট সরাসরি গোলরক্ষক বরাবর মারেন মেসি।
৬৪ মিনিটে মাউরো ইকার্দিকে তুলে এমবাপ্পেকে নামান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। এরপরও পিএসজির দাপট দেখা যায়নি। নির্ধারিত সময় গোলশূন্য থাকে ম্যাচ।
টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপ্পে। কিন্তু পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন বুলকা।
নিসের চতুর্থ শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। পরের তিনটি শটেই পিএসজির জাল কাঁপায় নিস। তবে সাডেন ডেথে সিমোন্সের শট রুখে দেন ‘ঘরের শত্রু’ বুলকা। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।
পিএসজি সম্পর্কিত আরও পড়ুন:
নিজ ক্লাবের বিপক্ষে দারুণ কিছু করে ফেললেও উদযাপন না করাই নিয়ম। দলের প্রতি আনুগত্য থেকেই এমনটা করে থাকেন ফুটবলাররা।
ক্রিস্টিয়ানো রোনালদো তো অন্য ক্লাবে থাকতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল পেলেও নিশ্চুপ ছিলেন। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে জোড়া করেও কোনো প্রতিক্রিয়া দেখাননি ফিলিপে কুতিনহো।
তবে মার্চিন বুলকা গত রাতে যা করলেন, তাতে কিছুটা হলেও বিস্মিত হওয়ার কথা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সমর্থকেরা। টাইব্রেকারের জাভি সিমোন্সের শট ঠেকিয়ে পিএসজি থেকে ধারে নিসে খেলতে যাওয়া এ গোলরক্ষক আনন্দে আত্মহারা হয়ে দিলেন ভোঁ দৌড়। তাঁকে আর পায় কে!
প্যারিসের ক্লাবটি বুলকার ওপর আস্থা রাখতে না পেরে গত বছর ধারে খেলতে পাঠায় নিসে। ‘নিজেদের গোলরক্ষক’ বুলকাই গত রাতে সর্বনাশ হয় করে ছাড়লেন পিএসজির।
ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোর ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস ও সিমোন্সের শট ঠেকিয়ে নিসকে কোয়ার্টার ফাইনালে তুলেছেন বুলকা।
অথচ রাতটা হতে পারত শুধুই লিওনেল মেসি'র। করোনার ধকল কাটিয়ে গত সপ্তাহে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও শুরুর একাদশে ছিলেন না মেসি। তবে গত রাতে ফ্রেঞ্চ কাপের এ ম্যাচে শুরু থেকেই খেলেছেন মেসি। কয়েক ঘন্টার জন্য ফিরে পেয়েছেন ১০ নম্বর জার্সিটিও। কিন্তু চিরচেনা ‘বিখ্যাত’ জার্সি পরেও আর্জেন্টাইন মহাতারকাকে মাঠ ছাড়তে হয়েছে পরাজিত সৈনিক হয়ে।
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচটি নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছে প্রতিযোগিতাটির রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন পিএসজি।
ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও নিসের রক্ষণের সামনে অসহায় দেখিয়েছে মেসিদের। দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে নামলেও বলার মতো বড় সুযোগ তৈরি করতে পারেননি।
ফ্রেঞ্চ কাপের নিয়ম অনুযায়ী, শেষ ষোলোয় শুরুর একাদশে থাকা খেলোয়াড়দের পরতে হয় ১ থেকে ১১ নম্বর জার্সি। সে নিয়মের কারণে গত রাতে ৩০ নম্বর ছেড়ে বিখ্যাত ১০ নম্বর জার্সি গায়ে জড়ান মেসি। এত দিন পিএসজির হয়ে ১০ নম্বর জার্সি পরে আসছিলেন নেইমার জুনিয়র। তবে চোটের কারণে ব্রাজিলিয়ান তারকা না থাকায় বিখ্যাত জার্সিটি কাল মেসির হাতেই তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ।
পিএসজি প্রথমার্ধে সবচেয়ে বড় সুযোগ পায় ২২ মিনিটে। ডি-বক্সে মেসি পাস দেন আন্দের হেরেরাকে। তবে এই মিডফিল্ডারের বাড়ানো বল বাইরে মেরে দেন মার্কো ভেরাত্তি। প্রথমার্ধে কেবল একটি শটই লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকেরা। সেটিও বিরতির বাঁশি বাজার আগ মুহূর্তে। সেই শট সরাসরি গোলরক্ষক বরাবর মারেন মেসি।
৬৪ মিনিটে মাউরো ইকার্দিকে তুলে এমবাপ্পেকে নামান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। এরপরও পিএসজির দাপট দেখা যায়নি। নির্ধারিত সময় গোলশূন্য থাকে ম্যাচ।
টাইব্রেকারে নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস। পিএসজির প্রথম দুটি শটে জাল খুঁজে নেন মেসি ও এমবাপ্পে। কিন্তু পারেদেসের নেওয়া তাদের তৃতীয় শট ঠেকিয়ে দেন বুলকা।
নিসের চতুর্থ শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। পরের তিনটি শটেই পিএসজির জাল কাঁপায় নিস। তবে সাডেন ডেথে সিমোন্সের শট রুখে দেন ‘ঘরের শত্রু’ বুলকা। তাতেই বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।
পিএসজি সম্পর্কিত আরও পড়ুন:
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৪ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৪ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৫ ঘণ্টা আগে