ক্রীড়া ডেস্ক
টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের ১১ মিনিটের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধানটা এখনো ১৫ পয়েন্টের।
তাই লা লিগা শিরোপার দিকে না তাকিয়ে ঘুরে দাঁড়ানো বার্সার নজর এখন টেবিলের দ্বিতীয় স্থানের দিকে। লিগের শুরুর দিকে হোঁচট না খেলে পয়েন্ট টেবিলের চেহারাটা অন্যরকম হতে পারত—রিয়ালকে বেশ ভালো রকম একটা খোঁচা দিয়েছেন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ।
ডাচ কোচ রোনাল্ড কোমানের অধীনে বার্সার এবারের মৌসুমটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের অধীনে যখন ঘুরে দাঁড়িয়ে জয় পেতে শুরু করে বার্সা ততক্ষণে বড্ড দেরি হয়েছে। লিগ শিরোপার দৌড়ে তখন পরিষ্কার এগিয়ে রিয়াল। ৩৩ ম্যাচ ৭৮ পয়েন্টে শিরোপার খুব কাছে লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্টে বার্সা আছে দুইয়ে।
লিগ জয়ে এখন আর তাই বেশি মনোযোগ দিতে রাজি নন মৌসুমের মাঝ ভাগে দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে ফেরা দানি আলভেজ। মাঝমাঠ ঘুরে দাঁড়ানোর লড়াইটা মৌসুমের শুরুতে হলে হিসাবটা অন্য রকম হতে পারত বলে দাবি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ জিতে বার্সা টিভিকে আলভেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সৌভাগ্যবান যে আমরা জেগে উঠতে দেরি করে ফেলেছি। তাই আমরা শিরোপার জন্যও এখন আর লড়াই করতে পারছি না। আমাদের লক্ষ্য এখন ভিন্ন।’
জাভির অধীনে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগ ও লিগে টানা দুই ম্যাচ হেরেছিল বার্সা। দুই ম্যাচ হারের পর গতকালের জয়ে স্বস্তি ফেলতে পারছেন দলটির ফুটবলাররা। তবে টানা খেলায় খেলোয়াড়েরা ক্লান্ত বলে দাবি বার্সা কোচ জাভির, ‘আমরা যে ক্লান্ত, সেটা বোঝা যাচ্ছে। জর্দি আলবা, রোনাল্ড আরাউহো, পিকের মতো অনেকেই পুরোপুরি ফিট নয়। আমরা তাই ভুগছি।’
টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের ১১ মিনিটের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধানটা এখনো ১৫ পয়েন্টের।
তাই লা লিগা শিরোপার দিকে না তাকিয়ে ঘুরে দাঁড়ানো বার্সার নজর এখন টেবিলের দ্বিতীয় স্থানের দিকে। লিগের শুরুর দিকে হোঁচট না খেলে পয়েন্ট টেবিলের চেহারাটা অন্যরকম হতে পারত—রিয়ালকে বেশ ভালো রকম একটা খোঁচা দিয়েছেন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ।
ডাচ কোচ রোনাল্ড কোমানের অধীনে বার্সার এবারের মৌসুমটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের অধীনে যখন ঘুরে দাঁড়িয়ে জয় পেতে শুরু করে বার্সা ততক্ষণে বড্ড দেরি হয়েছে। লিগ শিরোপার দৌড়ে তখন পরিষ্কার এগিয়ে রিয়াল। ৩৩ ম্যাচ ৭৮ পয়েন্টে শিরোপার খুব কাছে লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্টে বার্সা আছে দুইয়ে।
লিগ জয়ে এখন আর তাই বেশি মনোযোগ দিতে রাজি নন মৌসুমের মাঝ ভাগে দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে ফেরা দানি আলভেজ। মাঝমাঠ ঘুরে দাঁড়ানোর লড়াইটা মৌসুমের শুরুতে হলে হিসাবটা অন্য রকম হতে পারত বলে দাবি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ জিতে বার্সা টিভিকে আলভেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সৌভাগ্যবান যে আমরা জেগে উঠতে দেরি করে ফেলেছি। তাই আমরা শিরোপার জন্যও এখন আর লড়াই করতে পারছি না। আমাদের লক্ষ্য এখন ভিন্ন।’
জাভির অধীনে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগ ও লিগে টানা দুই ম্যাচ হেরেছিল বার্সা। দুই ম্যাচ হারের পর গতকালের জয়ে স্বস্তি ফেলতে পারছেন দলটির ফুটবলাররা। তবে টানা খেলায় খেলোয়াড়েরা ক্লান্ত বলে দাবি বার্সা কোচ জাভির, ‘আমরা যে ক্লান্ত, সেটা বোঝা যাচ্ছে। জর্দি আলবা, রোনাল্ড আরাউহো, পিকের মতো অনেকেই পুরোপুরি ফিট নয়। আমরা তাই ভুগছি।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৬ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৬ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৬ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৭ ঘণ্টা আগে