নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এত আক্রমণ অথচ গোল দূরে থাক, উল্টো ১-০ গোলে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না স্বাগতিক দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশার কথাই শোনালেন তিনি।
পুরো ম্যাচে মালদ্বীপ হাতেগোনা কয়েকটি আক্রমণ করেছে। তার মধ্যে ১৮ মিনিটে গোলও আদায় করে নেয় তারা। কিন্তু যে সেট পিচ নিয়ে এত পড়াশোনা, সেখানেই কিনা ভুল করে বসলেন ইসা-সাদরা। আর সেট পিচের ভুল প্রসঙ্গে কাবরেরার মন্তব্য, ‘আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিয়েও কাজ হচ্ছে না।ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশার।’
শনিবার কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা কাবরেরার। যদিও এমন হার বেমানান লাগছে তাঁর কাছে, ’আমরা আক্রমণে গিয়েছি, গোলের সুযোগ তৈরি করেছি, বল হারালে আবার বলের দখল নিয়েছি, গোলটাই শুধু বাকি ছিল। এ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে পারত, আমরা যদি জিততাম তাহলে আমাদের তিন-চারটা গোলে জেতা উচিত ছিল।’
এই ডিসেম্বরে বাফুফের সঙ্গে চুক্তি শেষ কাবরেরার। সে জন্য মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ তাঁর জন্য মহাগুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমটিই হেরে গেলেন তাঁর শিষ্যরা। এখন দ্বিতীয় ম্যাচে কেমন করেন মোরসালিনরা সেটাই দেখার অপেক্ষা।
এত আক্রমণ অথচ গোল দূরে থাক, উল্টো ১-০ গোলে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ। এমনটা কিছুতেই যেন মানতে পারছেন না স্বাগতিক দলের কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে হতাশার কথাই শোনালেন তিনি।
পুরো ম্যাচে মালদ্বীপ হাতেগোনা কয়েকটি আক্রমণ করেছে। তার মধ্যে ১৮ মিনিটে গোলও আদায় করে নেয় তারা। কিন্তু যে সেট পিচ নিয়ে এত পড়াশোনা, সেখানেই কিনা ভুল করে বসলেন ইসা-সাদরা। আর সেট পিচের ভুল প্রসঙ্গে কাবরেরার মন্তব্য, ‘আমরা বারবার সেট পিসে গোল খাচ্ছি। ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও এমনভাবে গোল খেয়েছিলাম। এই একটা জায়গায় বারবার শিখিয়েও কাজ হচ্ছে না।ব্যাপারটা দুশ্চিন্তা ও হতাশার।’
শনিবার কিংস অ্যারেনায় দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা কাবরেরার। যদিও এমন হার বেমানান লাগছে তাঁর কাছে, ’আমরা আক্রমণে গিয়েছি, গোলের সুযোগ তৈরি করেছি, বল হারালে আবার বলের দখল নিয়েছি, গোলটাই শুধু বাকি ছিল। এ ম্যাচ গোলশূন্যভাবে শেষ হতে পারত, আমরা যদি জিততাম তাহলে আমাদের তিন-চারটা গোলে জেতা উচিত ছিল।’
এই ডিসেম্বরে বাফুফের সঙ্গে চুক্তি শেষ কাবরেরার। সে জন্য মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচ তাঁর জন্য মহাগুরুত্বপূর্ণ। কিন্তু প্রথমটিই হেরে গেলেন তাঁর শিষ্যরা। এখন দ্বিতীয় ম্যাচে কেমন করেন মোরসালিনরা সেটাই দেখার অপেক্ষা।
সব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
২২ মিনিট আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
২ ঘণ্টা আগেজসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
৩ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
৪ ঘণ্টা আগে