ক্রীড়া ডেস্ক
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে যে প্রভাব পড়ে তা সত্যি। সেটা তরুণ থেকে পরিণত বয়সের ক্ষেত্রেই হোক আর ক্যারিয়ারের শেষ লগ্নেই। খেলার পারফরম্যান্সে ছাপ থাকবেই। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন।
তাই বলে মেসির মতো একজন কিংবদন্তিকে সাধারণ খেলোয়াড়ের সঙ্গে তুলনা! জি, এই তুলনাই করেছেন ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাত্তি। দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক লিরা এমনটিই জানিয়েছেন।
ফেরাত্তির কথা উদ্ধৃত করে লিরা বলেছেন, ‘যেহেতু তার দুটি পা ও চোখ রয়েছে, সেহেতু সেও সাধারণ একজন খেলোয়াড়ের মতোই। এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি একটি নতুন টুর্নামেন্ট, আমাদের জয়ের লক্ষ্যে লড়াই করতে হবে। কিন্তু সত্য হচ্ছে, এটা আমাদের জন্য আরেকটি ম্যাচ। ফেরাত্তি আমাদের বলেছেন যে সাধারণ একজন খেলোয়াড়ের মতো মেসিও। স্পষ্টত সে কিছুটা প্রভাবশালী, তবে আমরা জিততে যাচ্ছি।’
ইন্টার মিয়ামির সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। জানা যাচ্ছে, ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তির কাজ সম্পন্ন করবে দুই পক্ষই। ২১ জুলাইয়ের ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা আলবিসেলেস্তাদের অধিনায়কের। লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানোয় আগের মতো হয়তো গতি ও ড্রিবলিং দেখা যায় না মেসির পায়েও। তবে মাঝে মাঝে যা দেখান তা অবিশ্বাস্য। এমনি এমনি তো আর কিংবদন্তি হননি তিনি। খেলায় কিছুটা ছাপ পড়লেও ভুলে গেলে চলবে না, শেষের সময়ই আজন্ম স্বপ্ন পূরণ করেছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার প্রহরের ইতি টেনেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী।
মহাদেশ পরিবর্তন করলেই খেলার মান নিম্নগামী হবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। তবে পরিবেশ, কৌশল এবং নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। তাই বলে শেষ হয়ে গেছেন এমনটা নয়। কিংবা অন্য কোনো সাধারণ ফুটবলারের মতো মেসির পারফরম্যান্স হবে, এটা বলাটা একটু বেশিই বাড়াবাড়ি। এখনো আর্জেন্টাইন জাদুকরকে আটকাতে প্রতিপক্ষ কোচদের কৌশল সাজাতে গিয়ে ঘাম ছুটে যায়। আর সেখানে সাবেক বার্সেলোনা প্লেমেকারকে সাধারণ একজন খেলোয়াড়ের সঙ্গেই তুলনা করলেন ক্রুজ আজুলের কোচ ফেরাত্তি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলোয়াড়দের পারফরম্যান্সে যে প্রভাব পড়ে তা সত্যি। সেটা তরুণ থেকে পরিণত বয়সের ক্ষেত্রেই হোক আর ক্যারিয়ারের শেষ লগ্নেই। খেলার পারফরম্যান্সে ছাপ থাকবেই। লিওনেল মেসিও এর ব্যতিক্রম নন।
তাই বলে মেসির মতো একজন কিংবদন্তিকে সাধারণ খেলোয়াড়ের সঙ্গে তুলনা! জি, এই তুলনাই করেছেন ক্রুজ আজুলের কোচ রিকার্দো ফেরাত্তি। দলটির ডিফেন্সিভ মিডফিল্ডার এরিক লিরা এমনটিই জানিয়েছেন।
ফেরাত্তির কথা উদ্ধৃত করে লিরা বলেছেন, ‘যেহেতু তার দুটি পা ও চোখ রয়েছে, সেহেতু সেও সাধারণ একজন খেলোয়াড়ের মতোই। এটি একটি দুর্দান্ত সুযোগ। এটি একটি নতুন টুর্নামেন্ট, আমাদের জয়ের লক্ষ্যে লড়াই করতে হবে। কিন্তু সত্য হচ্ছে, এটা আমাদের জন্য আরেকটি ম্যাচ। ফেরাত্তি আমাদের বলেছেন যে সাধারণ একজন খেলোয়াড়ের মতো মেসিও। স্পষ্টত সে কিছুটা প্রভাবশালী, তবে আমরা জিততে যাচ্ছি।’
ইন্টার মিয়ামির সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক চুক্তি হয়নি মেসির। জানা যাচ্ছে, ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচের আগেই চুক্তির কাজ সম্পন্ন করবে দুই পক্ষই। ২১ জুলাইয়ের ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা আলবিসেলেস্তাদের অধিনায়কের। লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছানোয় আগের মতো হয়তো গতি ও ড্রিবলিং দেখা যায় না মেসির পায়েও। তবে মাঝে মাঝে যা দেখান তা অবিশ্বাস্য। এমনি এমনি তো আর কিংবদন্তি হননি তিনি। খেলায় কিছুটা ছাপ পড়লেও ভুলে গেলে চলবে না, শেষের সময়ই আজন্ম স্বপ্ন পূরণ করেছেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিয়েই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার প্রহরের ইতি টেনেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী।
মহাদেশ পরিবর্তন করলেই খেলার মান নিম্নগামী হবে এমনটা ভাবারও কোনো কারণ নেই। তবে পরিবেশ, কৌশল এবং নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিতে একটু সময় লাগতে পারে। তাই বলে শেষ হয়ে গেছেন এমনটা নয়। কিংবা অন্য কোনো সাধারণ ফুটবলারের মতো মেসির পারফরম্যান্স হবে, এটা বলাটা একটু বেশিই বাড়াবাড়ি। এখনো আর্জেন্টাইন জাদুকরকে আটকাতে প্রতিপক্ষ কোচদের কৌশল সাজাতে গিয়ে ঘাম ছুটে যায়। আর সেখানে সাবেক বার্সেলোনা প্লেমেকারকে সাধারণ একজন খেলোয়াড়ের সঙ্গেই তুলনা করলেন ক্রুজ আজুলের কোচ ফেরাত্তি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে