ক্রীড়া ডেস্ক
সাম্প্রতিক সময়ে বলিউডে যৌন হেনস্তার ঘটনা ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিলেও দেশটির ক্রীড়াঙ্গনে এমন ঘটনা শোনা যায়নি। তবে আজ যে অভিযোগ উঠেছে, তাতে ক্রীড়াঙ্গনকে নারী কেলেঙ্কারিমুক্ত বলার সুযোগ নেই।
ভারতের এক নারী সাইক্লিস্ট কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযুক্ত কোচের নাম রাজেন্দ্রকুমার শর্মা, আরকে শর্মা নামে তিনি পরিচিত। তাঁর বিরুদ্ধে শীর্ষ সারির ওই নারী সাইক্লিস্ট অভিযোগ করে বলেছেন, ‘কোচ তাঁর সঙ্গে আমাকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়ান ট্র্যাক সাইক্লিংয়ে অংশ নিতে গত মাসে আরকে শর্মার সঙ্গে স্লোভেনিয়ায় যান ওই নারী সাইক্লিস্ট। রওনা হওয়ার তিন দিন আগে আরকে শিষ্যকে ফোন করে একই ঘরে রাত কাটানোর প্রস্তাব দেন।
কুপ্রস্তাব পেয়ে ঘাবড়ে যান ওই সাইক্লিস্ট। তিনি ঠিক করেন, স্লোভেনিয়ায় গিয়ে কোচকে আলাদা ঘরে থাকার কথা বলবেন। কিন্তু সেখানে যাওয়ার পর কোচ তাঁর কথা শুনে রেগে যান ও দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে কোচের সঙ্গে এক রাত কাটান নারী সাইক্লিস্ট।
বিষয়টি একজন কর্মকর্তার নজরে আসা মাত্র সাইক্লিস্টের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেন। তা দেখে কোচ ক্ষুব্ধ হয়ে সাইক্লিস্টের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন।
এখানেই শেষ নয়। কদিন পর অনুশীলন শেষে সাইক্লিস্টকে শরীর মালিশ করার জন্য তাঁর ঘরে আসতে বলেন কোচ আরকে শর্মা। কিন্তু সাইক্লিস্ট তাঁর ডাকে সাড়া দেননি। এই ক্ষোভে শিষ্যকে স্লোভেনিয়ায় রেখেই জার্মানিতে বিশেষ ক্যাম্পে যান কোচ।
জার্মানি থেকে আবার স্লোভেনিয়ায় গিয়ে আরকে জোর করে সাইক্লিস্টের ঘরে ঢোকেন। এ নিয়ে সাইক্লিস্ট বলেছেন, ‘কোচ তাঁর সঙ্গে আমাকে যৌন সম্পর্ক স্থাপন করতে বলেন ও স্ত্রীর মতো আচরণ করার নির্দেশ দেন। তা শুনে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। মনোবিদের কাছেও যাই।’
এ ঘটনার পর টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের (টপস) প্রধান নির্বাহী পুষ্পেন্দ্র গর্গকে সব খুলে বলেন নারী সাইক্লিস্ট। গর্গ শোনা মাত্রই সাইক্লিস্ট ও কোচ আরকেসহ গোটা ভারতীয় দলকে দেশে ফেরার নির্দেশ দেন। অভিযোগকারী সাইক্লিস্টই একমাত্র নারী হিসেবে স্লোভেনিয়ায় গিয়েছিলেন।
ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ (সাই) এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। দেশে ফেরার পর দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি।
সাম্প্রতিক সময়ে বলিউডে যৌন হেনস্তার ঘটনা ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিলেও দেশটির ক্রীড়াঙ্গনে এমন ঘটনা শোনা যায়নি। তবে আজ যে অভিযোগ উঠেছে, তাতে ক্রীড়াঙ্গনকে নারী কেলেঙ্কারিমুক্ত বলার সুযোগ নেই।
ভারতের এক নারী সাইক্লিস্ট কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন। অভিযুক্ত কোচের নাম রাজেন্দ্রকুমার শর্মা, আরকে শর্মা নামে তিনি পরিচিত। তাঁর বিরুদ্ধে শীর্ষ সারির ওই নারী সাইক্লিস্ট অভিযোগ করে বলেছেন, ‘কোচ তাঁর সঙ্গে আমাকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছেন।’
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এশিয়ান ট্র্যাক সাইক্লিংয়ে অংশ নিতে গত মাসে আরকে শর্মার সঙ্গে স্লোভেনিয়ায় যান ওই নারী সাইক্লিস্ট। রওনা হওয়ার তিন দিন আগে আরকে শিষ্যকে ফোন করে একই ঘরে রাত কাটানোর প্রস্তাব দেন।
কুপ্রস্তাব পেয়ে ঘাবড়ে যান ওই সাইক্লিস্ট। তিনি ঠিক করেন, স্লোভেনিয়ায় গিয়ে কোচকে আলাদা ঘরে থাকার কথা বলবেন। কিন্তু সেখানে যাওয়ার পর কোচ তাঁর কথা শুনে রেগে যান ও দুর্ব্যবহার করেন। বাধ্য হয়ে কোচের সঙ্গে এক রাত কাটান নারী সাইক্লিস্ট।
বিষয়টি একজন কর্মকর্তার নজরে আসা মাত্র সাইক্লিস্টের জন্য আলাদা ঘরের ব্যবস্থা করেন। তা দেখে কোচ ক্ষুব্ধ হয়ে সাইক্লিস্টের ক্যারিয়ার শেষ করে দেওয়ার হুমকি দেন।
এখানেই শেষ নয়। কদিন পর অনুশীলন শেষে সাইক্লিস্টকে শরীর মালিশ করার জন্য তাঁর ঘরে আসতে বলেন কোচ আরকে শর্মা। কিন্তু সাইক্লিস্ট তাঁর ডাকে সাড়া দেননি। এই ক্ষোভে শিষ্যকে স্লোভেনিয়ায় রেখেই জার্মানিতে বিশেষ ক্যাম্পে যান কোচ।
জার্মানি থেকে আবার স্লোভেনিয়ায় গিয়ে আরকে জোর করে সাইক্লিস্টের ঘরে ঢোকেন। এ নিয়ে সাইক্লিস্ট বলেছেন, ‘কোচ তাঁর সঙ্গে আমাকে যৌন সম্পর্ক স্থাপন করতে বলেন ও স্ত্রীর মতো আচরণ করার নির্দেশ দেন। তা শুনে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। মনোবিদের কাছেও যাই।’
এ ঘটনার পর টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের (টপস) প্রধান নির্বাহী পুষ্পেন্দ্র গর্গকে সব খুলে বলেন নারী সাইক্লিস্ট। গর্গ শোনা মাত্রই সাইক্লিস্ট ও কোচ আরকেসহ গোটা ভারতীয় দলকে দেশে ফেরার নির্দেশ দেন। অভিযোগকারী সাইক্লিস্টই একমাত্র নারী হিসেবে স্লোভেনিয়ায় গিয়েছিলেন।
ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ (সাই) এরই মধ্যে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে। দেশে ফেরার পর দুজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে সংস্থাটি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৪ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৫ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৬ ঘণ্টা আগে