স্পোর্টস ডেস্ক
আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০ গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির।
মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।
দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’
আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’
এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’
আবারও মায়ামি ওপেনের শিরোপা জিতেছেন অ্যাশলে বার্টি। আজ শনিবার মায়ামি ওপেনের ফাইনালে বিয়াঙ্কা আন্দ্রেস্কু যখন চোটে পড়েন তিনি তখন ৬-৩, ২-০ গেমে পিছিয়ে। পরে কানাডিয়ান টেনিস তারকা বেশিক্ষণ খেলা চালাতে না পারায় ৬-৩ ,৪-০ গেমে এগিয়ে থেকে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিশ্চিত হয় বার্টির।
মায়ামি ওপেনের ফাইনালে অসাধারণ শুরু করেন বার্টি। দুর্দান্ত সার্ভ, ফোরহ্যান্ড শটে প্রতিপক্ষ আন্দ্রেস্কুর ওপর এক ঘণ্টা খুব ভালোই আধিপত্য বিস্তার করেন। আন্দ্রেস্কুর চেয়ে ৬-৩, ২-০ গেমে এগিয়ে ছিলেন অস্ট্রেলীয় টেনিস তারকা।
দ্বিতীয় সেটে আন্দ্রেস্কু ডাবল ব্রেক করতে গিয়েই ঘটে বিপত্তি। বল তাড়া করতে গিয়ে বসে পড়েন। চোট পান ডান পায়ের গোঁড়ালিতে। চিকিৎসা নেওয়ার পরও দীর্ঘক্ষণ খেলতে না পারায় ৬-৩, ৪-০ গেমে এগিয়ে শিরোপা জেতেন বার্টি। জয়ের পর উচ্ছ্বসিত অস্ট্রেলীয় তারকা বলেছেন, ‘নতুন করে প্রমাণের কিছু নেই। আমি শীর্ষস্থানে থাকার যোগ্য।’
আন্দ্রেস্কুর চোট নিয়ে অবশ্য খারাপ লাগছে বার্টির, ‘এভাবে খেলা শেষ হওয়ায় খুব খারাপ লাগছে। আন্দ্রেস্কুর কথা ভেবে খারাপ লাগছে। ক্যারিয়ারের শুরু থেকেই সে অনেক চোটে ভুগছিল।’
এই হারে স্বাভাবিকভাবেই মনটা খারাপ আন্দ্রেস্কুর। কঠিন সময়ে নিজের আত্মবিশ্বাস ধরে রাখার ব্যাপারে কানাডিয়ান টেনিস তারকা বলেছেন, ‘এভাবে কেউ খেলা শেষ করতে চাইবে না। প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে খেলেছি। হাঁটুর চোট কাটিয়ে খেলা সহজ ছিল না কিন্তু আত্মবিশ্বাসী ছিলাম এবং হাল ছাড়িনি। সব সময় মাথা উঁচু করে রাখবেন। কখনো হাল ছাড়বেন না।’
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৮ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৮ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৮ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৯ ঘণ্টা আগে