ক্রীড়া ডেস্ক
ঢাকা : প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেক বারবোরা ক্রেজচিকোভা ও রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ছয় বছর পর রাশিয়ার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে শেষবার রাশিয়ার মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন।
৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা স্লোভেনিয়ার তামারা জিডানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৪ মিনিট। জুনিয়রে ২৯ বছর বয়সী এই টেনিস তারকা দাপট দেখালেও এর আগে কখনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালেও খেলতে পারেননি। গ্র্যান্ড স্লামে অভিষেকের ১৪ বছর পর ফাইনালে উঠে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন পাভলিউচেঙ্কোভা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি না কী বলতে হবে। কারণ, আমি ক্লান্ত এবং খুব খুশি। এটা খুবই আবেগের।’
আরেক সেমিফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও মারিয়া সাক্কারির মধ্যে। প্রথম সেটে ক্রেজচিকোভা ৭-৫ গেমে জিতলেও পরের সেটেই ম্যাচে ফেরেন সাক্কারি। দ্বিতীয় সেটে সাক্কারির জয় ৪-৬ গেমে। তৃতীয় সেটে শেষ দিকে সাক্কারির ফোরহ্যান্ড আউট হলে দুই হাত আকাশে ভাসিয়ে জয় উদ্যাপন করতে শুরু করেন ক্রেজচিকোভা। তাঁর জয় উদ্যাপনে বাদ সাধেন আম্পায়ার।
টিভি রিপ্লেতে তখন দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। কিছুটা বিলম্ব হলেও অবশ্য শেষ পর্যন্ত সেই ক্রেজচিকোভাই জয়ের দেখা পান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় এভাবেই খেলতে পছন্দ করি। যখন আরও ছোট ছিলাম, আমার সমবয়সীদের সঙ্গেই খেলতাম। আমি সব সময় চাইতাম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হোক, যাতে আমাদের দুজনের যে কারোরই জেতার সুযোগ থাকে। খেলাটা যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত একজন জেতে।’
আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে পাভলিউচেঙ্কোভার বিপক্ষে কোর্টে নামবেন ক্রেজচিকোভা।
ঢাকা : প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠেছেন চেক বারবোরা ক্রেজচিকোভা ও রাশিয়ান আনাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। ছয় বছর পর রাশিয়ার প্রথম নারী হিসেবে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন পাভলিউচেঙ্কোভা। ২০১৪ সালে শেষবার রাশিয়ার মারিয়া শারাপোভা ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন।
৩১তম বাছাই পাভলিউচেঙ্কোভা স্লোভেনিয়ার তামারা জিডানসেককে ৭-৫, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৪ মিনিট। জুনিয়রে ২৯ বছর বয়সী এই টেনিস তারকা দাপট দেখালেও এর আগে কখনো গ্র্যান্ড স্লাম সেমিফাইনালেও খেলতে পারেননি। গ্র্যান্ড স্লামে অভিষেকের ১৪ বছর পর ফাইনালে উঠে কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন পাভলিউচেঙ্কোভা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি জানি না কী বলতে হবে। কারণ, আমি ক্লান্ত এবং খুব খুশি। এটা খুবই আবেগের।’
আরেক সেমিফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হয়েছে বারবোরা ক্রেজচিকোভা ও মারিয়া সাক্কারির মধ্যে। প্রথম সেটে ক্রেজচিকোভা ৭-৫ গেমে জিতলেও পরের সেটেই ম্যাচে ফেরেন সাক্কারি। দ্বিতীয় সেটে সাক্কারির জয় ৪-৬ গেমে। তৃতীয় সেটে শেষ দিকে সাক্কারির ফোরহ্যান্ড আউট হলে দুই হাত আকাশে ভাসিয়ে জয় উদ্যাপন করতে শুরু করেন ক্রেজচিকোভা। তাঁর জয় উদ্যাপনে বাদ সাধেন আম্পায়ার।
টিভি রিপ্লেতে তখন দেখা যায় বল লাইনের বাইরে পড়েছে। কিছুটা বিলম্ব হলেও অবশ্য শেষ পর্যন্ত সেই ক্রেজচিকোভাই জয়ের দেখা পান। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমি সব সময় এভাবেই খেলতে পছন্দ করি। যখন আরও ছোট ছিলাম, আমার সমবয়সীদের সঙ্গেই খেলতাম। আমি সব সময় চাইতাম ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হোক, যাতে আমাদের দুজনের যে কারোরই জেতার সুযোগ থাকে। খেলাটা যেন ভালো হয় এবং শেষ পর্যন্ত একজন জেতে।’
আজ ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামের লক্ষ্যে পাভলিউচেঙ্কোভার বিপক্ষে কোর্টে নামবেন ক্রেজচিকোভা।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৩ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৩ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৩ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৪ ঘণ্টা আগে