ক্রীড়া ডেস্ক
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
ঢাকা: শীর্ষ বাছাই এশলে বার্টিকে হারিয়ে মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিয়ানা সাবালেঙ্কা। তিন সেটের লড়াইয়ে সাবালেঙ্কার জয় ২-১ ব্যাবধানে।
কাল রাতে মাদ্রিদে প্রথম সেট মাত্র ২৫ মিনিটে বাজিমাত করেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান প্রতিপক্ষকে ৬-০ গেমে উড়িয়ে দেন বেলারুশের এই টেনিস তারকা। গত চার বছরে এই প্রথম সেটে কোনো গেম জিততে ব্যর্থ হলেন বার্টি। তবে দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান বার্টি। ৬-৩ গেমে সাবালেঙ্কাকে উড়িয়ে সমতা আনেন তিনি।
তৃতীয় সেটে অবশ্য দারুণ প্রতিদ্বন্দ্বিতায় এগোচ্ছিল ম্যাচ। যখন ৪-৪ এ সমতায় তখন সার্ভিসে ভুল করে বসেন বার্টি। সেই ভুলের সুযোগ নিয়ে ৬-৪ ব্যবধানে শিরোপা নিজের করে নেন সাবালেঙ্কা।
এ জয়ে প্রতিশোধও নেয়া হলো সাবালেঙ্কার। দুই সপ্তাহ আগে স্টুটগার্ট ওপেনের ফাইনালে প্রথম সেটে এগিয়ে থেকেও বার্টির কাছে হেরেছিলেন সাবালেঙ্কা।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেছেন, ‘স্টুটগার্টের ফাইনালের পর আমি চোটে পড়ি। নড়াচড়াও করতে পারছিলাম না। এমনকি সরে দাঁড়ানোর কথাও ভেবেছিলাম। কিন্তু দ্রুত সুস্থ হয়ে উঠি। আর এখন চ্যাম্পিয়ন।’
এই জয়ে ৩০ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের ফেবারিটের তালিকায় নাম লেখালেন সাবালেঙ্কা। অথচ কোনো গ্র্যান্ড স্লামে এর আগে চতুর্থ রাউন্ডের গণ্ডি পেরোনো হয়নি তাঁর।
অন্যদিকে পুরুষ এককে তিন নম্বর বাছাই ডমিনিক থিয়েমকে ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন পাঁচ নম্বর বাছাই আলেকসান্দার জেভরেভ।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
৫ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
৫ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
৫ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
৬ ঘণ্টা আগে