ক্রীড়া ডেস্ক
চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’
চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
১ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৩ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৪ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
৫ ঘণ্টা আগে