দুইবারের গ্র্যান্ড স্লাম জয়ী মুগুরুজা অবসরে

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

চাইলে আরও কয়েক বছর র‍্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা। 

গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’ 

২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে। 

বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র‍্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা। 
 
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র‍্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত