ক্রীড়া ডেস্ক
চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’
চাইলে আরও কয়েক বছর র্যাকেট হাতে খেলাটা চালিয়ে যেতে পারতেন গারবিন মুগুরুজা। কিন্তু সেই সুযোগটা নিলেন না স্পেনের নারী টেনিস তারকা। গতকাল ৩০ বছর বয়সেই টেনিস কোর্ট ছাড়ার ঘোষণা দিয়েছেন সাবেক এক নম্বর নারী তারকা।
গত বছর সাময়িকভাবে টেনিস থেকে বিরতি নিয়েছিলেন মুগুরুজা। মার্চে সময়টা আরও বাড়িয়ে নিয়েছিলেন। কিন্তু এবার স্থায়ীভাবেই টেনিস ছাড়ার ঘোষণা দিলেন। দুই বারের গ্র্যান্ড স্লাম জয়ী বলেছেন, ‘বিদায় বলার সময়টা এসে গেছে। একটি দীর্ঘ এবং সফল ক্যারিয়ারের সমাপ্তি টানার সঠিক সময় এসেছে বলে মনে করছি।’
২০১২ সালে পেশাদার ক্যারিয়ার শুরু করেন ভেনেজুয়েলায় জন্ম হওয়া মুগুরুজা। ৪ বছর পর গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পান। ২০১৬ সালে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার ফ্রেঞ্চ ওপেন জেতেন। পরের বছরই উইম্বলডনের শিরোপাও নিজের করে নেন। এবার হারান সেরেনা বড় বোন ভেনাস উইলিয়ামসকে।
বড় জনকে হারানোর মধ্যে দিয়েই ২০১৭ সালে র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মুগুরুজা। বিদায় বেলা তাই র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার অনুভূতিও শোনালেন তিনি। তাঁকে দেখে কেউ একজন জানিয়েছিল পেশাদার টেনিস তারকা হবে তিনি। সে সময় লোকটিকে পাগল বলে মনে করেছিলেন এমনটাই বিদায় বেলা জানিয়েছেন মুগুরুজা।
স্পেনের নারী তারকা বলেছেন, ‘২৫ বছর আগে প্রথমবার যখন টেনিস র্যাকেট হাতে নিই কেউ একজন আমাকে বলেছিল আমি নিশ্চিতভাবেই পেশাদার টেনিস খেলোয়াড় হব। রোল্যাঁ গ্যারো এবং উইম্বলডন জিতে সেই স্বপ্ন আমি পূরণ করেছি। বিশ্বের সেরা খেলোয়াড় এবং অনেক এটিপি ফাইনালস জিতেছি। অথচ, সেদিন লোকটিকে পাগল বলে মনে করেছিলাম।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
২ ঘণ্টা আগেআক্রমণের পর আক্রমণ, দিশেহারা হয়ে ওঠে আল-তাউনের রক্ষণ। কিন্তু ফুটবল তো গোলের খেলা। আক্রমণ যেমনই হোক, কাঙ্ক্ষিত গোলই তো মুখ্য। উল্টো নিজেরাই প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে যায় আল নাসর। সফল হতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও, আইমেরিক লাপোর্তের গোলে কোনোরকম হার এড়ায় তারা।
২ ঘণ্টা আগেস্কটল্যান্ডের কিংবদন্তি ও ব্যালন ডি’অর জয়ী ফুটবলার ডেনিস ল মারা গেছেন। ‘দ্য কিং’ এবং ‘দ্য লম্যান’ নামে পরিচিত ডেনিস ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন ১১ বছর। ক্লাবটির হয়ে করেছিলেন ৪০৪ ম্যাচে ২৩৭ গোল। ওয়েন রুনি ও ববি চার্লটনের পরে ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতাও তিনি।
৩ ঘণ্টা আগেআজ শুরু থেকে শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সংস্করণ। টুর্নামেন্টের উদ্বোধনী দিন মাঠে নামছে বাংলাদেশও। মালয়েশিয়ার বাঙ্গিতে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।
৩ ঘণ্টা আগে