বিদায় বলেই দিলেন নাদাল 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন—২০২৪-ই সম্ভবত তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ বছর। এবার শেষের চূড়ান্তও করে ফেলেছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের ফাইনাল খেলেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই স্প্যানিয়ার্ড। 

অনেক দিন থেকেই চোটের সঙ্গে যুঝছিলেন। যা কারণে খেলার কথা থাকলেও সামনে এসে পড়া একের পর এক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ নাম প্রত্যাহার করেছেন সেপ্টেম্বরে লেভার কাপ থেকে। আগে ধারণা করা হয়েছিল, এই টুর্নামেন্ট খেলেই অবসরে যাবে ২২টি গ্র্যান্ড স্লামের মালিক। কিন্তু ওই টুর্নামেন্টের আগে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মতো অবস্থায় তিনি নেই জানিয়ে প্রত্যাহার করে নেন নিজেকে। পরে অবশ্য কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেঁধে ডেভিস কাপে খেলার কথা বলেছিলেন। তখনই কেউ কেউ ধারণা করেছিলেন—হয়তো দলগত টেনিসের এই টুর্নামেন্ট খেলেই বিদায় বলে দেবেন নাদাল। শেষ পর্যন্ত সেটাই ঘটতে যাচ্ছে। নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিস থেকে বিদায়ের কথা আজ জানিয়ে দিলেন আটত্রিশ বছর বয়সী নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বললেন, ‘পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি আমি।’ 

এরপর নাদাল আরও যোগ করেন, ‘বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। নিঃসন্দেহে এটি কঠিন একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত নিতে আমাকে সময় নিয়ে ভাবতে হয়েছে। তবে এই জীবনে সবকিছুই যার শুরু আছে, তার শেষও আছে। 

রেকর্ড ১৪ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম। অন্যান্য সব মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন ২০০১ সালে পেশাদার টেনিসে পা রাখা রাফায়েল নাদাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিকে বাংলাদেশি-রোহিঙ্গা মুক্ত করবে বিজেপি: অমিত শাহ

মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলকর্মীদের

গবাদিপশুজাত পণ্য আমদানি বন্ধ করল চীন, প্রভাব পড়বে বাংলাদেশেও

গ্রেপ্তার সাংবাদিক দম্পতি রুপা-শাকিলের পক্ষে জাতিসংঘে অভিযোগ

ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আলাদা ভর্তি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত