কুহেলী রহমান
৫-জি মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী হয়েছে দেশ। বড় বড় শহরে এ সেবা ঠিকমতো পাওয়া গেলেও সারা দেশে এর সুবিধা পেতে সময় লাগবে আরও কয়েক বছর। এরই মধ্যে নতুন খবর দিল টেক সাইটগুলো। ২০৩০ সালের মধ্যে ৬-জি পরিষেবা চালু হবে বিশ্বে!
অভিজ্ঞরা বলছেন, ৬-জি পরিষেবা পরীক্ষা ও গবেষণা করছে ভারত, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ। কিন্তু অন্য সব দেশের তুলনায় এগিয়ে রয়েছে চীন। দেশটির টেক প্রতিষ্ঠান জেডটিই দাবি করেছে, তারা ১ মিলিয়ন গিগাবিট নেটওয়ার্ক গতির সন্ধানে ৬-জি নিয়ে গবেষণা শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা এই প্রযুক্তিতে নতুন কিছু উদ্ভাবনের সন্ধান করছে। রিপোর্ট বলছে, ২০২২ সালে জেডটিই ৬-জি গবেষণায় ১৬ বিলিয়ন ইউয়ান খরচ করেছে। এই অর্থ প্রতিষ্ঠানটির আয়ের প্রায় ১৭ শতাংশ বলে জানা গেছে। মোবাইল যোগাযোগের ক্ষেত্রে ৬-জি একটি বড় নেটওয়ার্ক তৈরি করবে। তবে এর পরীক্ষার কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এদিকে ২০২৮ সালনাগাদ বাণিজ্যিকভাবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রী লিম হাইসুক এ কথা জানান। সম্প্রতি এ ক্ষেত্রে সাফল্য পেয়েছে এলজি কোম্পানিও। দক্ষিণ কোরিয়ার
এই প্রযুক্তি জায়ান্টটি ৩২০ মিটার দূরত্বে ১৫৫ থেকে ১৭৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জে ৬-জি টেরা হার্টজ ডেটার ওয়্যারলেস ট্রান্সমিশন পরীক্ষা করেছে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
৫-জি মোবাইল নেটওয়ার্ক পরিষেবার সাক্ষী হয়েছে দেশ। বড় বড় শহরে এ সেবা ঠিকমতো পাওয়া গেলেও সারা দেশে এর সুবিধা পেতে সময় লাগবে আরও কয়েক বছর। এরই মধ্যে নতুন খবর দিল টেক সাইটগুলো। ২০৩০ সালের মধ্যে ৬-জি পরিষেবা চালু হবে বিশ্বে!
অভিজ্ঞরা বলছেন, ৬-জি পরিষেবা পরীক্ষা ও গবেষণা করছে ভারত, জাপান, আমেরিকা, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশ। কিন্তু অন্য সব দেশের তুলনায় এগিয়ে রয়েছে চীন। দেশটির টেক প্রতিষ্ঠান জেডটিই দাবি করেছে, তারা ১ মিলিয়ন গিগাবিট নেটওয়ার্ক গতির সন্ধানে ৬-জি নিয়ে গবেষণা শুরু করেছে। সংস্থাটি জানিয়েছে, তারা এই প্রযুক্তিতে নতুন কিছু উদ্ভাবনের সন্ধান করছে। রিপোর্ট বলছে, ২০২২ সালে জেডটিই ৬-জি গবেষণায় ১৬ বিলিয়ন ইউয়ান খরচ করেছে। এই অর্থ প্রতিষ্ঠানটির আয়ের প্রায় ১৭ শতাংশ বলে জানা গেছে। মোবাইল যোগাযোগের ক্ষেত্রে ৬-জি একটি বড় নেটওয়ার্ক তৈরি করবে। তবে এর পরীক্ষার কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
এদিকে ২০২৮ সালনাগাদ বাণিজ্যিকভাবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রী লিম হাইসুক এ কথা জানান। সম্প্রতি এ ক্ষেত্রে সাফল্য পেয়েছে এলজি কোম্পানিও। দক্ষিণ কোরিয়ার
এই প্রযুক্তি জায়ান্টটি ৩২০ মিটার দূরত্বে ১৫৫ থেকে ১৭৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জে ৬-জি টেরা হার্টজ ডেটার ওয়্যারলেস ট্রান্সমিশন পরীক্ষা করেছে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৬ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৮ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
২০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
২০ ঘণ্টা আগে