অনিন্দ্য মজুমদার অর্ণব
চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ভারতের বাজারে ডিসেম্বরে আনছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক এসইউভি বিওয়াইডি অ্যাটো ৩। ভারতে এই সংস্থার এটি দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আগের মডেলটি ছিল ই সিক্স এমপিভি।
বিওয়াইডি অ্যাটো ৩ চীনের তৈরি ইলেকট্রিক কার হলেও এটি পুরোপুরি ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গাড়িটি এক চার্জে টানা ৫১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যবহৃত হয়েছে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। ২০১ ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারা এ গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেবে মাত্র ৭ দশমিক ৩ সেকেন্ড। অন্যদিকে, শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫০ মিনিট। চার্জিংয়ের ক্ষেত্রে থাকছে একটি ৭ কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি ৩ কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। এ ছাড়া মিলবে তিন বছরের বিনা মূল্যে ৪জি ডেটার সাবস্ক্রিপশন, ছয় বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং বিনা মূল্যে ছয়টি লেবার-কস্ট মেইনটেন্যান্স।
এই ইলেকট্রিক এসইউভি গাড়ি লম্বায় ৪ দশমিক ৪৫৫ মিটার। চওড়ায় ১ দশমিক ৮৭৫ মিটার। উচ্চতায় ১ দশমিক ৬৭৫ মিটার। ১ হাজার ৭৫০ কেজি
কার্ব ওজন। সার্ফ ব্লু, বউল্ডার গ্রে, স্কি হোয়াইট ও পার্কার রেড—এ চার রঙে পাওয়া যাবে বিওয়াইডি অ্যাটো ৩।
ফিচার
বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটিতে আছে ১২.৮ ইঞ্চির ঘুরন্ত টাচ স্ক্রিন ইনফটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আছে অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এ ছাড়া প্যানারোমিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমসহ একাধিক আধুনিক ফিচারে সজ্জিত এই গাড়ি। বিওয়াইডি অ্যাটো ৩-এ আরও আছে একটি ৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল।
দাম
বিওয়াইডির পক্ষ থেকে নতুন এই গাড়ির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এর দাম ২৫ লাখ রুপির কাছাকাছি হবে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, জি নিউজ
চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ভারতের বাজারে ডিসেম্বরে আনছে উচ্চ ক্ষমতাসম্পন্ন নতুন ইলেকট্রিক এসইউভি বিওয়াইডি অ্যাটো ৩। ভারতে এই সংস্থার এটি দ্বিতীয় ইলেকট্রিক গাড়ি। আগের মডেলটি ছিল ই সিক্স এমপিভি।
বিওয়াইডি অ্যাটো ৩ চীনের তৈরি ইলেকট্রিক কার হলেও এটি পুরোপুরি ভারতে অ্যাসেম্বল করা হয়েছে। গাড়িটি এক চার্জে টানা ৫১২ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এতে ব্যবহৃত হয়েছে ৬০ কিলোওয়াট আওয়ারের ব্লেড ব্যাটারি, যা দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম। ২০১ ব্রেক হর্সপাওয়ার তৈরি করতে পারা এ গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতি তুলতে সময় নেবে মাত্র ৭ দশমিক ৩ সেকেন্ড। অন্যদিকে, শূন্য থেকে ৮০ শতাংশ চার্জ হতে গাড়িটি সময় নেবে মাত্র ৫০ মিনিট। চার্জিংয়ের ক্ষেত্রে থাকছে একটি ৭ কিলোওয়াট ওয়াল চার্জার এবং একটি ৩ কিলোওয়াট পোর্টেবল চার্জিং বক্স। এ ছাড়া মিলবে তিন বছরের বিনা মূল্যে ৪জি ডেটার সাবস্ক্রিপশন, ছয় বছরের রোড সাইড অ্যাসিস্ট্যান্ট এবং বিনা মূল্যে ছয়টি লেবার-কস্ট মেইনটেন্যান্স।
এই ইলেকট্রিক এসইউভি গাড়ি লম্বায় ৪ দশমিক ৪৫৫ মিটার। চওড়ায় ১ দশমিক ৮৭৫ মিটার। উচ্চতায় ১ দশমিক ৬৭৫ মিটার। ১ হাজার ৭৫০ কেজি
কার্ব ওজন। সার্ফ ব্লু, বউল্ডার গ্রে, স্কি হোয়াইট ও পার্কার রেড—এ চার রঙে পাওয়া যাবে বিওয়াইডি অ্যাটো ৩।
ফিচার
বিওয়াইডি অ্যাটো ৩ গাড়িটিতে আছে ১২.৮ ইঞ্চির ঘুরন্ত টাচ স্ক্রিন ইনফটেইনমেন্ট সিস্টেম। এই সিস্টেমে আছে অ্যাপেল কার প্লে ও অ্যান্ড্রয়েড অটোর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার। এ ছাড়া প্যানারোমিক সানরুফ, স্বয়ংক্রিয় জলবায়ু নিয়ন্ত্রণ, সাতটি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমসহ একাধিক আধুনিক ফিচারে সজ্জিত এই গাড়ি। বিওয়াইডি অ্যাটো ৩-এ আরও আছে একটি ৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং এবং ফ্ল্যাট বটম স্টিয়ারিং হুইল।
দাম
বিওয়াইডির পক্ষ থেকে নতুন এই গাড়ির দাম ঘোষণা না করা হলেও মনে করা হচ্ছে, এর দাম ২৫ লাখ রুপির কাছাকাছি হবে।
সূত্র: ইন্ডিয়ান টাইমস, হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ, ইন্ডিয়া টুডে, জি নিউজ
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
৫ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৩ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
১৪ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১৯ ঘণ্টা আগে