নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে এসেছে অনার বাংলাদেশ। অনার এক্স৭সি নামে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে। ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
ফোনের স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি, সুপার-লার্জ স্টোরেজ ও আলট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির মতো দুর্দান্ত সব ফিচারসহ অনার এক্স৭সি নিয়ে আসা হয়েছে। প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির সঙ্গে একটি উইন্টার জ্যাকেট, দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ পাবেন।
পাশাপাশি দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ে ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও শূন্য শতাংশ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
অনার এক্স৭সি স্মার্টফোনে কুশনিং আর্কিটেকচার ব্যবহার করেছে অনার; টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেকশনের কারণে ডিভাইসটির সামগ্রিক ইমপ্যাক্ট রেজিসট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ডিভাইসটি ড্রপ রেজিসট্যান্স রেটিংয়ে অনবদ্য ৫-স্টার অর্জন করে স্মার্টফোনের দৃঢ়তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
মানসম্মত নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের জন্য মর্যাদাপূর্ণ এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করে ডিভাইসটি। শক্তিশালী এই ফোন ডিজাইনের জন্য আইপি ৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিত থাকবে।
অনার এক্স৭সি ডিভাইসটিতে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে। আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তি কারণে ব্যাটারি দ্রুত চার্জ হবে।
অনার এক্স৭সিতে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। র্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।
ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বিস্তৃত পরিসরে অনন্য মান নিশ্চিত করে। এতে ৬.৭৭ ইঞ্চির এইচডি+১২০ হার্জের ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও রাখা হয়েছে ৯০.৭৬ শতাংশ। নিখুঁত ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিতে এই ফোনের ডিসপ্লে ১৬.৭ মিলিয়ন রঙ এবং ১৬১০ X ৭২০ রেজল্যুশন পর্যন্ত সমর্থন করে।
অনেকক্ষণ ফোন ব্যবহারের ক্ষেত্রে চোখকে সুরক্ষিত রাখতে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে এতে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করা হয়েছে। মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৭সি।
দেশের বাজারে মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে এসেছে অনার বাংলাদেশ। অনার এক্স৭সি নামে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে। ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
ফোনের স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি, সুপার-লার্জ স্টোরেজ ও আলট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির মতো দুর্দান্ত সব ফিচারসহ অনার এক্স৭সি নিয়ে আসা হয়েছে। প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির সঙ্গে একটি উইন্টার জ্যাকেট, দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ পাবেন।
পাশাপাশি দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ে ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও শূন্য শতাংশ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
অনার এক্স৭সি স্মার্টফোনে কুশনিং আর্কিটেকচার ব্যবহার করেছে অনার; টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেকশনের কারণে ডিভাইসটির সামগ্রিক ইমপ্যাক্ট রেজিসট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ডিভাইসটি ড্রপ রেজিসট্যান্স রেটিংয়ে অনবদ্য ৫-স্টার অর্জন করে স্মার্টফোনের দৃঢ়তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।
মানসম্মত নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের জন্য মর্যাদাপূর্ণ এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করে ডিভাইসটি। শক্তিশালী এই ফোন ডিজাইনের জন্য আইপি ৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিত থাকবে।
অনার এক্স৭সি ডিভাইসটিতে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে। আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তি কারণে ব্যাটারি দ্রুত চার্জ হবে।
অনার এক্স৭সিতে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। র্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।
ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বিস্তৃত পরিসরে অনন্য মান নিশ্চিত করে। এতে ৬.৭৭ ইঞ্চির এইচডি+১২০ হার্জের ডিসপ্লে, ৮ জিবি র্যাম ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও রাখা হয়েছে ৯০.৭৬ শতাংশ। নিখুঁত ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিতে এই ফোনের ডিসপ্লে ১৬.৭ মিলিয়ন রঙ এবং ১৬১০ X ৭২০ রেজল্যুশন পর্যন্ত সমর্থন করে।
অনেকক্ষণ ফোন ব্যবহারের ক্ষেত্রে চোখকে সুরক্ষিত রাখতে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে এতে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করা হয়েছে। মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৭সি।
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
১৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১৪ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১৫ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৮ ঘণ্টা আগে