বাজারে এল নতুন স্মার্টফোন অনার এক্স৭সি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯: ৪৫
Thumbnail image
ছবি: সংগৃহীত

দেশের বাজারে মিডরেঞ্জের স্মার্টফোন নিয়ে এসেছে অনার বাংলাদেশ। অনার এক্স৭সি নামে সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে। ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।

ফোনের স্থায়িত্ব, শক্তিশালী ব্যাটারি, সুপার-লার্জ স্টোরেজ ও আলট্রা-ক্লিয়ার ফটোগ্রাফির মতো দুর্দান্ত সব ফিচারসহ অনার এক্স৭সি নিয়ে আসা হয়েছে। প্রি-বুক করা ক্রেতারা ডিভাইসটির সঙ্গে একটি উইন্টার জ্যাকেট, দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ ইন্টারনেট অফার উপভোগ করার সুযোগ পাবেন। এ ছাড়া, সৌভাগ্যবান বিজয়ীরা সারপ্রাইজ গিফট হিসেবে অনার এক্স৭সি বিনামূল্যে জিতে নেওয়ার সুযোগ পাবেন।

পাশাপাশি দারাজের ১১.১১ ক্যাম্পাইনেও অংশ নিচ্ছে অনার। ক্রেতারা দারাজ ১১.১১ ক্যাম্পেইন চলাকালীন অনার এক্স৭সি ক্রয়ে ১,০০০ টাকার ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি ও শূন্য শতাংশ ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

অনার এক্স৭সি স্মার্টফোনে কুশনিং আর্কিটেকচার ব্যবহার করেছে অনার; টেম্পার্ড গ্লাস স্ক্রিন প্রোটেকশনের কারণে ডিভাইসটির সামগ্রিক ইমপ্যাক্ট রেজিসট্যান্স উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ডিভাইসটি ড্রপ রেজিসট্যান্স রেটিংয়ে অনবদ্য ৫-স্টার অর্জন করে স্মার্টফোনের দৃঢ়তার ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

মানসম্মত নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্রপ অ্যান্ড ক্রাশ রেজিসট্যান্সের জন্য মর্যাদাপূর্ণ এসজিএস প্রিমিয়াম পারফরম্যান্স সার্টিফিকেশন অর্জন করে ডিভাইসটি। শক্তিশালী এই ফোন ডিজাইনের জন্য আইপি ৬৪ রেটিংও অর্জন করেছে; ফলে, এটি ধুলোবালি ও পানি থেকেও সুরক্ষিত থাকবে।

অনার এক্স৭সি ডিভাইসটিতে ৬,০০০ মিলি অ্যাম্পিয়ার সুপার ডিউরেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। উচ্চমান-সম্পন্ন এই ব্যাটারির কারণে এখন ২৮.৫ ঘণ্টা পর্যন্ত অনলাইন স্ট্রিমিং ও ২১.৫ ঘণ্টা পর্যন্ত ইউটিউবে ভিডিও গান শোনা যাবে। আলট্রা পাওয়ার-সেভিংস মোডের কারণে ফোনে মাত্র ২ শতাংশ চার্জ থাকলেও ৫৫ মিনিট টানা কথা বলা যাবে। হ্যান্ডসেটটির ৩৫ ওয়াট অনার সুপারচার্জ প্রযুক্তি কারণে ব্যাটারি দ্রুত চার্জ হবে।

অনার এক্স৭সিতে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা রয়েছে। র‍্যাম টার্বো টেকনোলজি ব্যবহার করায় মাল্টিটাস্কিং ও অ্যাপ সুইচের মতো কাজ করার ক্ষেত্রে ১৬ জিবির (৮ জিবি ফিজিক্যাল ও ৮ জিবি ভার্চুয়াল) মতো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

ডিভাইসটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা বিস্তৃত পরিসরে অনন্য মান নিশ্চিত করে। এতে ৬.৭৭ ইঞ্চির এইচডি+১২০ হার্জের ডিসপ্লে, ৮ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডিভাইসটির স্ক্রিন-টু-বডি রেশিও রাখা হয়েছে ৯০.৭৬ শতাংশ। নিখুঁত ও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিতে এই ফোনের ডিসপ্লে ১৬.৭ মিলিয়ন রঙ এবং ১৬১০ X ৭২০ রেজল্যুশন পর্যন্ত সমর্থন করে।

অনেকক্ষণ ফোন ব্যবহারের ক্ষেত্রে চোখকে সুরক্ষিত রাখতে এবং ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে এতে টিইউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট সার্টিফিকেশন নিশ্চিত করা হয়েছে। মিডনাইট ব্ল্যাক, ফরেস্ট গ্রিন ও মুনলাইট হোয়াইট—এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে অনার এক্স৭সি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত