Ajker Patrika

অবশেষে ইউরোপে চালু হচ্ছে মেটা এআই

অনলাইন ডেস্ক
ইউরোপীয় ব্যবহারকারীরা শুধু মেটার টেক্সটভিত্তিক চ্যাটবট সহকারী ব্যবহার করতে পারবেন। ছবি: এএফপি
ইউরোপীয় ব্যবহারকারীরা শুধু মেটার টেক্সটভিত্তিক চ্যাটবট সহকারী ব্যবহার করতে পারবেন। ছবি: এএফপি

ইউরোপে অবশেষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চালু করছে মেটা। যুক্তরাষ্ট্রে ফিচারটি চালুর প্রায় এক বছর পর ইউরোপের ৪১টি দেশে ও ২১টি বিদেশি অঞ্চলে মেটা এআই চালু হবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের মাধ্যমে ইউরোপর নাগরিকেরা ফিচারটি ব্যবহার করতে পারবেন। তবে এতে আপাতত টেক্সটভিত্তিক চ্যাট ফিচার থাকবে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে চালু হয়েছিল মেটা এআই। তবে আয়ারল্যান্ডের প্রাইভেসি ওয়াচডগের নির্দেশনায় ইউরোপে ফিচারটির পরীক্ষা–নিরীক্ষা বন্ধ করে দেয় মেটা। এদিকে নিয়ন্ত্রকদের উদ্বেগের কারণে ইউরোপীয় ইউনিয়নে মাল্টিমোডাল এআই মডেল লামার উন্মোচন স্থগিত করেছে মেটা।

এখন মেটা জানাচ্ছে, ইউরোপীয় ব্যবহারকারীরা শুধু টেক্সটভিত্তিক চ্যাটবট সহকারী ব্যবহার করতে পারবেন। এটি বিভিন্ন আইডিয়া তুলে ধরতে, ভ্রমণ পরিকল্পনা করতে বা নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করবে। সেই সঙ্গে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে দেবে। ইউরোপের ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে কিছু বিশেষ কনটেন্ট দেখতে পারবেন। তবে কোনো ছবির বিষয়বস্তু সম্পর্কে উত্তর দিতে পারবেন না বা ছবি তৈরি ও এডিট করার মতো কিছু কাজ করতে পারবেন না। এ ছাড়া ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটায় প্রশিক্ষিত নয় মেটা এআই।

মেটার একজন মুখপাত্র এলি হিট্রিক বলেন, ‘আমরা প্রায় এক বছর ধরে ইউরোপীয় নিয়ন্ত্রকদের সঙ্গে নানা আলোচনা শেষে একটি সীমিত সেবা নিয়ে আসছি। এটি ইউরোপীয় ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করে প্রশিক্ষিত হয়নি।’

এলি হিট্রিক আরও বলেন, ‘আমরা নিয়ন্ত্রকদের সঙ্গে যৌথভাবে কাজ করতে থাকব, যাতে ইউরোপের ব্যবহারকারীরা মেটার এআই উদ্ভাবনগুলোর সঙ্গে সঠিকভাবে পরিচিত হতে পারে।’

গত নভেম্বরে মেটা তার রে-ব্যান স্মার্ট চশমাগুলোর মাধ্যমে ইউরোপে কিছু এআই ফিচার চালু করে। তবে এই চশমাগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা এখনো মেটা এআইয়ের যেকোনো ছবি সম্পর্কে প্রশ্ন করতে পারেন না। ইউরোপের বাজারে মেটার অন্যান্য এআই ফিচারের ব্যাপারে কোম্পানিটি জানিয়েছে, তারা ভবিষ্যতে এই সুবিধাগুলো উন্নত করবে এবং ইউরোপে পূর্ণ সংস্করণ আনবে।

এদিকে ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) সম্পর্কিত উদ্বেগের কারণে এবং ইন্টারঅপারেবিলিটি (পারস্পরিক সংগতি)–সংক্রান্ত বিধির প্রতি সম্মান জানাতে অ্যাপলও কিছু এআই ফিচার ইউরোপীয় ইউনিয়নে চালু করেনি। আবার ব্রাজিলেও এআই ফিচার চালু করেনি মেটা। কারণ, ব্যবহারকারীদের ডেটা দিয়ে মডেল প্রশিক্ষণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। ব্রাজিলের সরকার মনে করে, এর মাধ্যমে দেশটির নাগরিকদের গোপনীয়তা বিঘ্ন হবে।

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত