অনলাইন ডেস্ক
ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিকি মারা গেছেন। গত শুক্রবার (৯ আগস্ট) ৫৬ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজসিকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দর পিচাই। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নিজের গ্যারেজে গুগলকে দাঁড় করাতে সাহায্য করেন কোম্পানির দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা সুসান ওজসিকি। দীর্ঘ ২ বছর ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সুন্দর পিচাই বলেন, ‘তাঁকে হারিয়ে দুঃখ পেয়েছি আমরা। ওজসিকি গুগলের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন।’
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই খুদে ব্লগ সাইট এক্সে লিখেছেন, ‘ইউটিউবের প্রাক্তন সিইও সুসান ওজসিকি ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছর ভুগে মারা গেছেন।
সার্চ জায়ান্ট গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানিটির ‘বিজ্ঞাপন ব্যবসা’ পরিচালনা করার পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইও’র দায়িত্ব পালন করেছেন ওজসিকি।
গুগলের প্রতিষ্ঠার শুরু থেকেই কোম্পানির সঙ্গে ছিলেন ওজসিকি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের গ্যারেজ গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজকে ভাড়া দেন তিনি। ১৯৯৯ সালে তিনি গুগলের প্রথম বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। তার আগে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশনের বিপণন বিভাগে কাজ করেছেন তিনি। তিনি গুগলের ১৬ তম কর্মী হিসেবে নিয়োগ পান। গুগল ডুডলের ভাবনা ছিল তাঁর। গুগল ইমেজ সার্চ তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৩ সালে পণ্য ব্যবস্থাপক হিসেবে অ্যাডসেন্স চালু ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রযুক্তি শিল্পে প্রধান ভূমিকা পালনকারী নারীদের মধ্যে ওজসিকি অন্যতম। তিনি আরও বেশি নারীকে এই খাতে যুক্ত হতে উৎসাহিত করতে চেয়েছিলেন। করেন। ২০১৫ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সুসানকে অভিহিত করে।
২০১৩ সালে বিবিসিকে তিনি বলেন, ‘এই খাতে খুব কম নারী আছেন। সামগ্রিকভাবে প্রযুক্তি শিল্পে গড়ে প্রায় ২০ শতাংশ নারী রয়েছে এবং আমি প্রযুক্তিগত ডিগ্রি নেওয়ার মেয়েদের দিকে লক্ষ্য করে দেখেছি ও এই সংখ্যাও খুব কম।’
ওজসিকি ইউটিউবের প্রধান হিসেবে থাকারও সময় প্ল্যাটফর্মটি নিয়ে বিভিন্ন সমালোচনা শোনা যায়। করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য ইউটিউব সমালোচনার মুখোমুখি হয়েছিল।
২০২২ সালে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেকিং সংস্থা ইউটিউবকে ‘বিশ্বব্যাপী অনলাইন বিভ্রান্তি এবং ভুল তথ্যের অন্যতম প্রধান কারণ’ বলে অভিযুক্ত করে ওজসিকি চিঠি পাঠিয়েছিল। এর এক বছর পরেই ‘পরিবার, স্বাস্থ্য, ও ব্যক্তিগত কাজে’ সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওজসিকি।
ফেসবুকে তাঁর স্বামী ডেনিস ট্রপার শুক্রবার রাতে লিখেছেন, ‘আমার ২৬ বছরের দাম্পত্য সঙ্গী ও আমাদের পাঁচ সন্তানের মা নন-স্মল সেল ফুসফুস ক্যানসারে দুই বছর বেঁচে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছে।’
ভিডিও দেখার প্ল্যাটফর্ম ইউটিউবের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিকি মারা গেছেন। গত শুক্রবার (৯ আগস্ট) ৫৬ বছর বয়সে মারা যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজসিকির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার স্বামী ডেনিস ট্রপার ও গুগল সিইও সুন্দর পিচাই। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
নিজের গ্যারেজে গুগলকে দাঁড় করাতে সাহায্য করেন কোম্পানির দীর্ঘদিনের নির্বাহী কর্মকর্তা সুসান ওজসিকি। দীর্ঘ ২ বছর ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান তিনি।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে সুন্দর পিচাই বলেন, ‘তাঁকে হারিয়ে দুঃখ পেয়েছি আমরা। ওজসিকি গুগলের ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন।’
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই খুদে ব্লগ সাইট এক্সে লিখেছেন, ‘ইউটিউবের প্রাক্তন সিইও সুসান ওজসিকি ক্যানসারে আক্রান্ত হয়ে দুই বছর ভুগে মারা গেছেন।
সার্চ জায়ান্ট গুগলের অন্যতম আয়ের উৎস অর্থাৎ কোম্পানিটির ‘বিজ্ঞাপন ব্যবসা’ পরিচালনা করার পাশাপাশি এক দশকের বেশি সময় ধরে ইউটিউবের সিইও’র দায়িত্ব পালন করেছেন ওজসিকি।
গুগলের প্রতিষ্ঠার শুরু থেকেই কোম্পানির সঙ্গে ছিলেন ওজসিকি। ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের গ্যারেজ গুগলের প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন ও ল্যারি পেজকে ভাড়া দেন তিনি। ১৯৯৯ সালে তিনি গুগলের প্রথম বিপণন ব্যবস্থাপক হিসেবে যোগ দেন। তার আগে শীর্ষ প্রসেসর নির্মাতা ইনটেল করপোরেশনের বিপণন বিভাগে কাজ করেছেন তিনি। তিনি গুগলের ১৬ তম কর্মী হিসেবে নিয়োগ পান। গুগল ডুডলের ভাবনা ছিল তাঁর। গুগল ইমেজ সার্চ তৈরির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২০০৩ সালে পণ্য ব্যবস্থাপক হিসেবে অ্যাডসেন্স চালু ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইউটিউবের সিইও হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রযুক্তি শিল্পে প্রধান ভূমিকা পালনকারী নারীদের মধ্যে ওজসিকি অন্যতম। তিনি আরও বেশি নারীকে এই খাতে যুক্ত হতে উৎসাহিত করতে চেয়েছিলেন। করেন। ২০১৫ সালে বিশ্বখ্যাত টাইম সাময়িকী ইন্টারনেটের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে সুসানকে অভিহিত করে।
২০১৩ সালে বিবিসিকে তিনি বলেন, ‘এই খাতে খুব কম নারী আছেন। সামগ্রিকভাবে প্রযুক্তি শিল্পে গড়ে প্রায় ২০ শতাংশ নারী রয়েছে এবং আমি প্রযুক্তিগত ডিগ্রি নেওয়ার মেয়েদের দিকে লক্ষ্য করে দেখেছি ও এই সংখ্যাও খুব কম।’
ওজসিকি ইউটিউবের প্রধান হিসেবে থাকারও সময় প্ল্যাটফর্মটি নিয়ে বিভিন্ন সমালোচনা শোনা যায়। করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে অনলাইনে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের জন্য ইউটিউব সমালোচনার মুখোমুখি হয়েছিল।
২০২২ সালে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেকিং সংস্থা ইউটিউবকে ‘বিশ্বব্যাপী অনলাইন বিভ্রান্তি এবং ভুল তথ্যের অন্যতম প্রধান কারণ’ বলে অভিযুক্ত করে ওজসিকি চিঠি পাঠিয়েছিল। এর এক বছর পরেই ‘পরিবার, স্বাস্থ্য, ও ব্যক্তিগত কাজে’ সময় দেওয়াকে কারণ দেখিয়ে পদত্যাগ করেন ওজসিকি।
ফেসবুকে তাঁর স্বামী ডেনিস ট্রপার শুক্রবার রাতে লিখেছেন, ‘আমার ২৬ বছরের দাম্পত্য সঙ্গী ও আমাদের পাঁচ সন্তানের মা নন-স্মল সেল ফুসফুস ক্যানসারে দুই বছর বেঁচে থাকার পর আজ আমাদের ছেড়ে চলে গেছে।’
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগেইলন মাস্কের মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স–এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ফিচার নিয়ে পরীক্ষা নিয়ে করছে মেটার থ্রেডস। ফিচারটি এআই ব্যবহার করে ট্রেন্ডিং বিষয়গুলো সারসংক্ষেপ তৈরি করে দেবে।
১ দিন আগে