অনলাইন ডেস্ক
পছন্দের স্টোরিগুলো সাধারণ ২৪ ঘণ্টার সীমার বাইরেও প্রোফাইলে দেখানোর জন্য ইনস্টাগ্রামের হাইলাইটস ফিচার ব্যবহার করা যায়। এর মাধ্যমে নিজের আগ্রহ, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফলোয়ারদের কাছে তুলে ধরা যায়। এটি প্রোফাইলে সব সময় থাকবে, ফলে ফলোয়াররা মূল স্টোরিগুলো যেকোনো সময় দেখতে পারবেন। ইনস্টাগ্রামে হাইলাইটস খুব সহজেই তৈরি করা যায়।
ইনস্টাগ্রাম হাইলাইটসের গুরুত্ব
ইনস্টাগ্রাম হাইলাইটস প্রোফাইলের একটি ভার্চুয়াল বিলবোর্ডের মতো কাজ করে, যা সম্ভাব্য ফলোয়ারদের আপনার ব্র্যান্ড বা ব্যক্তিগত পরিচয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়। সেরা কনটেন্টকে হাইলাইটস হিসেবে সাজিয়ে নিজের দক্ষতা ও অনন্য দৃষ্টিভঙ্গি ফলায়ারদের সামনে তুলে ধরা যায়।
ইনস্টাগ্রাম প্রোফাইলে কোন ধরনের কনটেন্ট পোস্ট করা হয় তা হাইলাইটস দেখে সহজেই বুঝতে পারবেন ফলোয়াররা।
এটি আপনার ফলোয়ারদের নতুন ট্রেন্ডস সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এর ফলে আপনার প্রোফাইলের প্রতি বেশ আগ্রহী হবেন ফলোয়াররা। নিয়মিত আপডেট ও নতুন হাইলাইটস যোগ করার মাধ্যমে ফলোয়ারদের আগ্রহ ধরে রাখা যায় এবং তারা বারবার আপনার প্রোফাইলে ফিরে আসতে উৎসাহ পাবেন।
ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি ব্যবসায়িক প্রোফাইলের জন্য এটি বেশ সাহায্যকারী ফিচার। হাইলাইটস ব্যবহার করে নতুন পণ্য, বিশেষ অফার এবং সার্ভিসগুলো গ্রাহকদের সামনে তুলে ধরা যায়। অর্থ্যাৎ ফিচারটিকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবেন।
আইওএস, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ইনস্টাগ্রামে হাইলাইটস তৈরি করা যায়। তবে ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণে এই ফিচার ব্যবহার করা যায় না।
স্মার্টফোন থেকে হাইলাইটস তৈরি করবেন যেভাবে
আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম হাইলাইটস তৈরি করার প্রক্রিয়াটি প্রায় একই। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। ফলে নিজের প্রোফাইল পেজ চালু হবে।
৩. এরপর ওপরের বাঁ পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘স্টোরি হাইলাইট’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন আর্কাইভে থাকা ইনস্টাগ্রাম স্টোরিসের তালিকা দেখা যাবে।
৬. যে স্টোরি হাইলাইটসে যুক্ত করতে চান তা স্ক্রল করে খুঁজে বের করুন এবং স্টোরিটির পাশে টিক চিহ্নে ট্যাপ করুন। একই সঙ্গে একাধিক স্টোরি নির্বাচনও করা যাবে।
৭. স্টোরিগুলো নির্বাচন শেষে হলে ‘নেক্সট’ বা ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
৮. হাইলাইটসটির জন্য পছন্দের মতো নাম টাইপ করুন ও একটি কভার ছবি নির্বাচন করুন। কভার ছবির জন্য হাইলাইটসটির স্টোরিগুলো থেকে বা গ্যালারি থেকে যেকোনো একটি ছবি যুক্ত করা যাবে।
৯. এরপর ‘অ্যাড’ বা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। এখন প্রোফাইলে হাইলাইটসটি দেখা যাবে।
কম্পিউটার ব্যবহার করে ইনস্টাগ্রাম হাইলাইটস তৈরি করা যায় না। তবে হাইলাইটসগুলো কম্পিউটার থেকে দেখা যাবে ও গুছিয়ে রাখা যাবে।
পছন্দের স্টোরিগুলো সাধারণ ২৪ ঘণ্টার সীমার বাইরেও প্রোফাইলে দেখানোর জন্য ইনস্টাগ্রামের হাইলাইটস ফিচার ব্যবহার করা যায়। এর মাধ্যমে নিজের আগ্রহ, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফলোয়ারদের কাছে তুলে ধরা যায়। এটি প্রোফাইলে সব সময় থাকবে, ফলে ফলোয়াররা মূল স্টোরিগুলো যেকোনো সময় দেখতে পারবেন। ইনস্টাগ্রামে হাইলাইটস খুব সহজেই তৈরি করা যায়।
ইনস্টাগ্রাম হাইলাইটসের গুরুত্ব
ইনস্টাগ্রাম হাইলাইটস প্রোফাইলের একটি ভার্চুয়াল বিলবোর্ডের মতো কাজ করে, যা সম্ভাব্য ফলোয়ারদের আপনার ব্র্যান্ড বা ব্যক্তিগত পরিচয় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা দেয়। সেরা কনটেন্টকে হাইলাইটস হিসেবে সাজিয়ে নিজের দক্ষতা ও অনন্য দৃষ্টিভঙ্গি ফলায়ারদের সামনে তুলে ধরা যায়।
ইনস্টাগ্রাম প্রোফাইলে কোন ধরনের কনটেন্ট পোস্ট করা হয় তা হাইলাইটস দেখে সহজেই বুঝতে পারবেন ফলোয়াররা।
এটি আপনার ফলোয়ারদের নতুন ট্রেন্ডস সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এর ফলে আপনার প্রোফাইলের প্রতি বেশ আগ্রহী হবেন ফলোয়াররা। নিয়মিত আপডেট ও নতুন হাইলাইটস যোগ করার মাধ্যমে ফলোয়ারদের আগ্রহ ধরে রাখা যায় এবং তারা বারবার আপনার প্রোফাইলে ফিরে আসতে উৎসাহ পাবেন।
ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি ব্যবসায়িক প্রোফাইলের জন্য এটি বেশ সাহায্যকারী ফিচার। হাইলাইটস ব্যবহার করে নতুন পণ্য, বিশেষ অফার এবং সার্ভিসগুলো গ্রাহকদের সামনে তুলে ধরা যায়। অর্থ্যাৎ ফিচারটিকে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করতে পারবেন।
আইওএস, অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে ইনস্টাগ্রামে হাইলাইটস তৈরি করা যায়। তবে ইনস্টাগ্রামের ওয়েব সংস্করণে এই ফিচার ব্যবহার করা যায় না।
স্মার্টফোন থেকে হাইলাইটস তৈরি করবেন যেভাবে
আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টাগ্রাম হাইলাইটস তৈরি করার প্রক্রিয়াটি প্রায় একই। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।
২. নিচের ডান দিকে থাকা নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। ফলে নিজের প্রোফাইল পেজ চালু হবে।
৩. এরপর ওপরের বাঁ পাশে থাকা ‘+’ আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘স্টোরি হাইলাইট’ অপশনে ট্যাপ করুন।
৫. এখন আর্কাইভে থাকা ইনস্টাগ্রাম স্টোরিসের তালিকা দেখা যাবে।
৬. যে স্টোরি হাইলাইটসে যুক্ত করতে চান তা স্ক্রল করে খুঁজে বের করুন এবং স্টোরিটির পাশে টিক চিহ্নে ট্যাপ করুন। একই সঙ্গে একাধিক স্টোরি নির্বাচনও করা যাবে।
৭. স্টোরিগুলো নির্বাচন শেষে হলে ‘নেক্সট’ বা ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
৮. হাইলাইটসটির জন্য পছন্দের মতো নাম টাইপ করুন ও একটি কভার ছবি নির্বাচন করুন। কভার ছবির জন্য হাইলাইটসটির স্টোরিগুলো থেকে বা গ্যালারি থেকে যেকোনো একটি ছবি যুক্ত করা যাবে।
৯. এরপর ‘অ্যাড’ বা ‘সেভ’ বাটনে ট্যাপ করুন। এখন প্রোফাইলে হাইলাইটসটি দেখা যাবে।
কম্পিউটার ব্যবহার করে ইনস্টাগ্রাম হাইলাইটস তৈরি করা যায় না। তবে হাইলাইটসগুলো কম্পিউটার থেকে দেখা যাবে ও গুছিয়ে রাখা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
১ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১৯ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
২১ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১ দিন আগে