কুহেলী রহমান, ঢাকা
ডাইসনের বাতাস বিশুদ্ধকারী হেডফোন কিংবা গারমিনের সৌরচালিত স্মার্টওয়াচ, পরিধানযোগ্য প্রযুক্তি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। হুয়াওয়ের ওয়াচ বাডস পরিধানযোগ্য প্রযুক্তিতে আরেকটি নতুন সংযোজন। এটি বিল্ট-ইন টিডব্লিউএস ইয়ারফোনসহ একটি স্মার্টওয়াচ।
আপনি যদি স্বাস্থ্যসচেতন হয়ে থাকেন, তাহলে হুয়াওয়ের এই নতুন ওয়াচ বাডস আপনার জন্যই। এতে আছে এসপিও ২ সেন্সর ও হার্টরেট সেন্সর। এ ছাড়া এটি থেকে ইসিজি করতে পারবেন। মোট ৮০টি ওয়ার্ক আউট মুড ও ২০০টি হেলথ কোর্স ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
হুয়াওয়ে ওয়াচ বাডসে আছে ম্যাগনেটিক লিড। এই লিড খুললে ভেতরে এক জোড়া ইয়ারফোন পাবেন। এতে রয়েছে থ্রিডি কার্ভড ডিসপ্লে। সঙ্গে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ৪৭ এমএম ব্যাসের ডায়াল আছে এই ডিভাইসে। আরও আছে ১ দশমিক ৪৭ ইঞ্চি বৃত্তাকার অ্যামোলেড ডিসপ্লে। ঘড়ির ভেতরে থাকছে বুলেট ডিজাইনের ওয়্যারলেস ইয়ারবাড। প্রতিটি ইয়ারবাডের দৈর্ঘ্য ২১ মিমি ও প্রস্থ ১০ মিমি, ওজন ৪ গ্রাম। এই ইয়ারবাড ট্যাপ করে সাউন্ড ও প্লে-ব্যাক কন্ট্রোল করা যাবে।
এআই নয়েজ ক্যানসেলিং ফিচার ও ট্রান্সপারেন্সি মুড পাবেন ইয়ারবাডটিতে। পানি ও ধুলা থেকে রক্ষার জন্য এতে রয়েছে আইপি ৫৪ রেটিং। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্টওয়াচের ভেতরে যেন পানি না ঢোকে ব্যবহারের সময়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ ছাড়া ইয়ারফোন যখন স্মার্টওয়াচের ভেতরে চার্জে বসানো হবে, তখন সঠিক অ্যালাইনমেন্টের জন্য থাকছে বিশেষ ম্যাগনেট।
স্মার্টওয়াচ ও ইয়ারবাড সচল রাখতে এই ফিচার প্যাকড ডিভাইসে ৪১০ এমএএইচ ব্যাটারি দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, এক চার্জে তিন দিন চলবে এই স্মার্টওয়াচ। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি। এক চার্জে টানা ৪ ঘণ্টা গান শোনা যাবে। হুয়াওয়ে ওয়াচ বাডসের দাম ৪৬ হাজার ৩৭৩ টাকা।
ডাইসনের বাতাস বিশুদ্ধকারী হেডফোন কিংবা গারমিনের সৌরচালিত স্মার্টওয়াচ, পরিধানযোগ্য প্রযুক্তি গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। হুয়াওয়ের ওয়াচ বাডস পরিধানযোগ্য প্রযুক্তিতে আরেকটি নতুন সংযোজন। এটি বিল্ট-ইন টিডব্লিউএস ইয়ারফোনসহ একটি স্মার্টওয়াচ।
আপনি যদি স্বাস্থ্যসচেতন হয়ে থাকেন, তাহলে হুয়াওয়ের এই নতুন ওয়াচ বাডস আপনার জন্যই। এতে আছে এসপিও ২ সেন্সর ও হার্টরেট সেন্সর। এ ছাড়া এটি থেকে ইসিজি করতে পারবেন। মোট ৮০টি ওয়ার্ক আউট মুড ও ২০০টি হেলথ কোর্স ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
হুয়াওয়ে ওয়াচ বাডসে আছে ম্যাগনেটিক লিড। এই লিড খুললে ভেতরে এক জোড়া ইয়ারফোন পাবেন। এতে রয়েছে থ্রিডি কার্ভড ডিসপ্লে। সঙ্গে স্টেইনলেস স্টিল ফ্রেম ব্যবহার করা হয়েছে। ৪৭ এমএম ব্যাসের ডায়াল আছে এই ডিভাইসে। আরও আছে ১ দশমিক ৪৭ ইঞ্চি বৃত্তাকার অ্যামোলেড ডিসপ্লে। ঘড়ির ভেতরে থাকছে বুলেট ডিজাইনের ওয়্যারলেস ইয়ারবাড। প্রতিটি ইয়ারবাডের দৈর্ঘ্য ২১ মিমি ও প্রস্থ ১০ মিমি, ওজন ৪ গ্রাম। এই ইয়ারবাড ট্যাপ করে সাউন্ড ও প্লে-ব্যাক কন্ট্রোল করা যাবে।
এআই নয়েজ ক্যানসেলিং ফিচার ও ট্রান্সপারেন্সি মুড পাবেন ইয়ারবাডটিতে। পানি ও ধুলা থেকে রক্ষার জন্য এতে রয়েছে আইপি ৫৪ রেটিং। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই স্মার্টওয়াচের ভেতরে যেন পানি না ঢোকে ব্যবহারের সময়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এ ছাড়া ইয়ারফোন যখন স্মার্টওয়াচের ভেতরে চার্জে বসানো হবে, তখন সঠিক অ্যালাইনমেন্টের জন্য থাকছে বিশেষ ম্যাগনেট।
স্মার্টওয়াচ ও ইয়ারবাড সচল রাখতে এই ফিচার প্যাকড ডিভাইসে ৪১০ এমএএইচ ব্যাটারি দিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, এক চার্জে তিন দিন চলবে এই স্মার্টওয়াচ। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৩০ এমএএইচ ব্যাটারি। এক চার্জে টানা ৪ ঘণ্টা গান শোনা যাবে। হুয়াওয়ে ওয়াচ বাডসের দাম ৪৬ হাজার ৩৭৩ টাকা।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৫ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ ঘণ্টা আগে