অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে ‘ফ্লিপসাইড’ নামের নতুন ফিচার যুক্ত করবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি সেকেন্ডারি বা বিকল্প ফটো গ্রিড তৈরি করতে পারবে যা শুধুমাত্র নির্বাচিত বন্ধুরা দেখতে পারে। এই ফিচারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল খোলা যাবে। ফলে ফলোয়ার ও বন্ধুদের একটি নির্বাচিত গ্রুপের সঙ্গে ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করার সুযোগ দেবে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও ব্যক্তিকৃত বলে মনে হবে।
গত সোমবার থ্রেড প্ল্যাটফর্মের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ফিচারটি বর্তমানে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি প্ল্যাটফর্মে যুক্ত করা হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নয় কোম্পানিটি।
এছাড়া থ্রেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন বিশিষ্ট পরামর্শদাতা ফ্লিপসাইড টুলটি দেখানোর জন্য একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যায়, এই ফিচার ইনস্টাগ্রাম একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। এমনকি ফ্লিপসাইড প্রোফাইলের জন্য আলাদা ছবি, পরিচিত ও প্রোফাইল নামও ব্যবহার করতে দেবে এই ফিচার।
তরুণদের মধ্যে জনপ্রিয় শব্দ ‘ফিনটাস’ থেকে অনুপ্রাণিত করে এই ফিচার তৈরি করা হয়েছে। একটি পাবলিক অ্যাকাউন্ট ছাড়াও আরেকটি বিকল্প ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করলে সেগুলোকে ফিনটাস বলে।
গত বছরের ডিসেম্বরে ফ্লিপসাইড ফিচারটি প্রথম শনাক্ত করে ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জি। তিনি এই ফিচারের প্রতীকী ছবি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন। ছবি অনুসারে ফ্লিপসাইড ‘ব্যবহারকারী ও বন্ধুদের জন্য একটি নতুন জায়গা তৈরি করে’, যেখানে ‘নির্বাচিত বন্ধুদের সঙ্গেই এই প্রোফাইলের এই অংশের পোস্ট শেয়ার করা যাবে। প্রধান প্রোফাইলের ছবির নিচে একটি বাটনে ট্যাপ করে ফলোয়াররা ফ্লিপসাইড প্রোফাইলটি দেখতে পারবেন।
গত নভেম্বরে পোস্ট ও রিলস শেয়ারের ক্ষেত্রে ক্লোজড ফ্রেন্ডস ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে নির্দিষ্ট বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করে সেখানে পোস্ট ও রিলস শেয়ার করা যায়। ক্লোজড ফ্রেন্ডস তালিকায় অন্তর্ভুক্ত ফলোয়ারদের অ্যাকাউন্টের পাশে সবুজ রঙের তারকা চিহ্ন দেখা যাবে। এই ‘সবুজ তালিকা’ ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রেও প্রযোজ্য।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
ইনস্টাগ্রামে ‘ফ্লিপসাইড’ নামের নতুন ফিচার যুক্ত করবে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি সেকেন্ডারি বা বিকল্প ফটো গ্রিড তৈরি করতে পারবে যা শুধুমাত্র নির্বাচিত বন্ধুরা দেখতে পারে। এই ফিচারের মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে দুটো প্রোফাইল খোলা যাবে। ফলে ফলোয়ার ও বন্ধুদের একটি নির্বাচিত গ্রুপের সঙ্গে ব্যক্তিগত ছবি ও ভিডিও পোস্ট করার সুযোগ দেবে প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে প্ল্যাটফর্মটি আরও ব্যক্তিকৃত বলে মনে হবে।
গত সোমবার থ্রেড প্ল্যাটফর্মের এক পোস্টে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলেন, ফিচারটি বর্তমানে পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ফিচারটি প্ল্যাটফর্মে যুক্ত করা হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নয় কোম্পানিটি।
এছাড়া থ্রেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন বিশিষ্ট পরামর্শদাতা ফ্লিপসাইড টুলটি দেখানোর জন্য একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে দেখা যায়, এই ফিচার ইনস্টাগ্রাম একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি করতে দেয়। এমনকি ফ্লিপসাইড প্রোফাইলের জন্য আলাদা ছবি, পরিচিত ও প্রোফাইল নামও ব্যবহার করতে দেবে এই ফিচার।
তরুণদের মধ্যে জনপ্রিয় শব্দ ‘ফিনটাস’ থেকে অনুপ্রাণিত করে এই ফিচার তৈরি করা হয়েছে। একটি পাবলিক অ্যাকাউন্ট ছাড়াও আরেকটি বিকল্প ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করলে সেগুলোকে ফিনটাস বলে।
গত বছরের ডিসেম্বরে ফ্লিপসাইড ফিচারটি প্রথম শনাক্ত করে ডেভেলপার আলেসান্দ্রো পালুজ্জি। তিনি এই ফিচারের প্রতীকী ছবি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করেন। ছবি অনুসারে ফ্লিপসাইড ‘ব্যবহারকারী ও বন্ধুদের জন্য একটি নতুন জায়গা তৈরি করে’, যেখানে ‘নির্বাচিত বন্ধুদের সঙ্গেই এই প্রোফাইলের এই অংশের পোস্ট শেয়ার করা যাবে। প্রধান প্রোফাইলের ছবির নিচে একটি বাটনে ট্যাপ করে ফলোয়াররা ফ্লিপসাইড প্রোফাইলটি দেখতে পারবেন।
গত নভেম্বরে পোস্ট ও রিলস শেয়ারের ক্ষেত্রে ক্লোজড ফ্রেন্ডস ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এর মাধ্যমে নির্দিষ্ট বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করে সেখানে পোস্ট ও রিলস শেয়ার করা যায়। ক্লোজড ফ্রেন্ডস তালিকায় অন্তর্ভুক্ত ফলোয়ারদের অ্যাকাউন্টের পাশে সবুজ রঙের তারকা চিহ্ন দেখা যাবে। এই ‘সবুজ তালিকা’ ইনস্টাগ্রাম রিলসের ক্ষেত্রেও প্রযোজ্য।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৮ ঘণ্টা আগে