Ajker Patrika

যুক্তরাজ্যের নাইটক্লাবে ফোন ক্যামেরায় লাগাতে হবে স্টিকার

অনলাইন ডেস্ক    
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১: ১৫
স্মার্টফোনের ব্যবহার ক্লাবের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ছবি: মিক্স ম্যাগ
স্মার্টফোনের ব্যবহার ক্লাবের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ছবি: মিক্স ম্যাগ

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের নতুন নাইটক্লাব ‘আম্বারস’ সম্প্রতি এক কঠোর নীতি ঘোষণা করছে। এই নীতিতে ক্লাবে প্রবেশের সময় সবার স্মার্টফোনের ক্যামেরা একটি স্টিকার দিয়ে ঢেকে দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নীতির লক্ষ্য হলো—মানুষের মনোযোগ মিউজিক এবং নাইটক্লাবের অভিজ্ঞতার ওপর কেন্দ্রীভূত করা। যুক্তরাজ্যের কয়েকটি ক্লাবের জন্য এটি নতুন ধারণা হলেও অনেক আগে থেকেই জার্মানির বার্লিনের মতো শহরগুলোতে এমন নীতির প্রচলন রয়েছে।

আম্বারসের এর পরিচালক জেরেমি অ্যাবট বিবিসিকে জানান, ‘আমরা চাই মিউজিক এবং ক্লাবের পরিবেশে সবার মনোযোগ কেন্দ্রীভূত হোক। সেই সঙ্গে ক্লাবের অভ্যন্তরীণ পরিবেশ উন্নত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তর্কের জন্ম দিয়েছে। অনেকে ইনস্টাগ্রামে এই নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ নাইট ক্লাবের ভিডিওগুলো সামাজিক মিডিয়ায় বিনা মূল্যের প্রচারণা হয়েছে কাজ করে।

অন্যদিকে নিয়মটিকে ‘গোপনীয়তার সঙ্গে পার্টি’ করার একটি সুযোগ বলে মনে করছেন অনেকেই। নির্বিঘ্নে পার্টি করতে চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওর কারণে তাদের ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হতে পারে। এক নারী বিবিসিকে বলেন, ‘পাবলিক প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে আমার মাতাল অবস্থায় ছবি চলে যাওয়ার ভয় থাকে।’

অন্য একজন বলেন, ‘এটি নাইটক্লাবের পরিবেশকে আরও ভালো করতে সাহায্য করে, কারণ যখন মানুষ ফোনে কম সময় ব্যয় করে, তখন তারা ডিজে এবং মিউজিকের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হতে পারে।’

বিশেষজ্ঞরা বলছেন, স্মার্টফোনের ব্যবহার ক্লাবের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছে। গ্রেটার ম্যানচেস্টারের নাইট টাইম ইকোনমি পরামর্শক সাচা লর্ড বলেন, ‘এই ফোনগুলো ডান্সফ্লোর এবং ক্লাবের পরিবেশের জন্য ক্ষতিকর। যখন ডিজেরা ফোনের ভিড় দেখতে পান, তখন তাদের মনের মধ্যে হতাশা সৃষ্টি হয়।

এদিকে সাইকোবাইলোজিস্ট ড. লি হাডলিংটন বলেন, ‘নাইটক্লাবে অনেকের জন্য তাদের রাতের স্মৃতি ছবি বা ভিডিও আকারে ধারণ করা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

আম্বারসের এর নীতি অনুযায়ী, ফোন ব্যবহার নিষিদ্ধ নয়। তবে ক্যামেরা লেন্স স্টিকার দিয়ে আবৃত করতে হবে। ক্লাবে একটি কনটেন্ট টিম থাকবে যারা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। যারা এই নিয়ম ভঙ্গ করবেন, তাদের প্রথমে বন্ধ করার জন্য বলা হবে এবং পুনরায় ভুল করলে তাদের ক্লাব থেকে বের করে দেওয়া হবে।

কোভিড-১৯ মহামারির কারণে ক্লাব শিল্পে সৃষ্ট সংকটের মধ্যে এসেছে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত, যুক্তরাজ্যে ক্লাবের সংখ্যা ১ হাজার ২৬৬ থেকে কমে ৭৮৬-এ নেমে এসেছে। তবে অ্যাবট বলছেন, আম্বারস-এর এই নতুন নীতির জন্য তারা ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন।

ব্রিটেনের বিখ্যাত ডি. জে. গ্রেইম পার্ক মনে করেন, ‘স্মার্টফোন না থাকার নীতি খুব ভালো ধারণা। তবে, আমাদের প্রজন্মের জন্য এটি কিছুটা অদ্ভুত হতে পারে, কারণ তারা স্মার্টফোনের মাধ্যমে নিজেদের জীবন প্রদর্শন করতে পছন্দ করে। "

স্মার্টফোনের ব্যবহার মিউজিক এবং বিনোদন থেকে মনোযোগ সরিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে করেন অনেকই। যদিও এ নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সমাধান নেই। তবে এই নীতির মাধ্যমে একটি সাংস্কৃতিক পরিবর্তন সৃষ্টি হতে পারে, যা ক্লাবিং এবং পার্টি সংস্কৃতির নতুন দিগন্ত খুলে দিতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত