অনলাইন ডেস্ক
আইফোনে চার্জিং পোর্টের ক্ষেত্রে গত বছরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অ্যাপল। আইফোনের ১৫ সিরিজে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়। তাই অনেকেই যারা নতুন আইফোন কিনতে চান তারা এই দুটি পোর্টের সুবিধা জানতে চান।
এ ছাড়া ২০১২ সালে আইফোন ৫ এর মাধ্যমে লাইটনিং পোর্টের যাত্রা শুরু হয়েছিল এবং এর পর থেকে প্রতিটি আইফোনে একই পোর্ট ব্যবহৃত হয়েছে। তাই ইউএসবি সি এর জন্য এখন নিজেদের আইফোন আপগ্রেড করবে কি না সেটি নিয়ে অনেকেই সংশয়ে রয়েছে।
ডিজাইন ও নির্মাণ
ইউএসবি সি ও লাইটনিং উভয়ই রিভার্সিবল পোর্টের সুবিধা প্রদান দেয়। অর্থাৎ আপনি আপনার কেবলটি যেকোনো দিকে প্লাগ করতে পারবেন, বারবার কেবলটি ঘোরানোর প্রয়োজন হবে না।
২০১২ সালে আইফোন ৫ এর সঙ্গে প্রথম লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়। এটি তার পূর্বসূরি ৩০-পিন কনেক্টরের তুলনায় অনেক ছোট ছিল। এটি প্রতিটি পাশে আটটি পিন নিয়ে তৈরি, মোট পিন সংখ্যা ১৬। এর স্লিম বা পাতলা ডিজাইনটি অ্যাপলকে তাদের ডিভাইসগুলোকে আরও পাতলা এবং অন্যান্য উপাদানগুলোর জন্য অতিরিক্ত জায়গা তৈরি করতে সাহায্য করেছে।
অন্যদিকে, ২০১৪ সালে বাজারে আসে ইউএসবি সি এবং এটি ২৪ পিনের নিয়ে তৈরি। লাইটনিং–এর তুলনায় ইউএসবি সি-এর ডিজাইনটি অনেক বেশি দৃঢ় এবং এটি একটি টেকসই কানেক্টর হিসেবে পরিচিত। এটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। ২৪ পিনের ডিজাইনটি ইউএসবি সি–এর মাধ্যমে উচ্চতর ডেটা ট্রান্সফার স্পিড এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এটি লাইটনিং এর তুলনায় অনেক বেশি শক্তিশালী।
ডেটা ট্রান্সফার গতি
ইউএসবি সি পোর্ট লাইটনিং এর তুলনায় অনেক বেশি দ্রুত ডেটা স্থানান্তর করতে সক্ষম। আইফোন ১৫ প্রো এবং ১৬ প্রো মডেলগুলোতে ইউএসবি সি পোর্টের ডেটা স্থানান্তরের গতি ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত হতে পারে, যা বৃহৎ ভিডিও ফাইল ট্রান্সফারের জন্য উপযুক্ত। তবে, সাধারণ আইফোন মডেলগুলোর ইউএসবি সি পোর্ট শুধুমাত্র ইউএসবি ২.০ গতিতে সীমাবদ্ধ, যার ডেটা স্থানান্তরের গতি ৪৮০ এমবিপিএস পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ, বড় ভিডিও ফাইল স্থানান্তর করলে এটি লক্ষণীয় হতে পারে।
চার্জিং স্পিড
ইউএসবি সি পোর্টের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো তার দ্রুত চার্জিং স্পিড। ইউএসবি পাওয়ার ডেলিভারি প্রযুক্তির মাধ্যমে ২৪০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড পাওয়া সম্ভব। তবে, আইফোনের ক্ষেত্রে যদিও বেশ কিছু গুজব রয়েছে যে, আইফোন ১৬ এ ৪৫ ওয়াট চার্জিংয়ের সুবিধা দেবে ইউএসবি সি, প্রকৃতপক্ষে আইফোন ১৫ সিরিজের চার্জিং স্পিড বেশির ভাগ ক্ষেত্রে ৩০ ওয়াট পর্যন্ত সীমাবদ্ধ। অ্যাপল এখনো লাইটনিং এবং ইউএসবি সি আইফোনের চার্জিং সময় নির্ধারণে ২০ ওয়াট অ্যাডাপ্টরের ওপর ভিত্তি করে তথ্য প্রকাশ করছে।
ইউএসবি সি এর অন্যান্য সুবিধা
যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যাপল ব্যবহারকারী হয়ে থাকেন, তবে সম্ভবত আপনার কাছে অনেক লাইটনিং কেবল রয়েছে, কিছু ভাঙা এবং কিছু সচল। ইউএসবি সি এ পরিবর্তন আসা কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি আপনার এয়ারপডস বা অন্যান্য এক্সেসরিজ থাকে। এগুলোতে এখনো লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়।
অপরদিকে তবে ইউএসবি সি এর একটি বড় সুবিধা হল এর ব্যাপক সহজলভ্যতা—যা শুধু স্মার্টফোন নয়, হেডফোন, বৈদ্যুতিক ট্রিমার এবং এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসেও ব্যবহৃত হয়। ফলে, একক একটি পিডি-সংগত ইউএসবি সি কেবল দিয়ে ল্যাপটপ, ফোন, হেডফোন এবং অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবেন। এ ছাড়া, ইউএসবি সি–এর মাধ্যমে ভিডিও আউটপুটের সুবিধাও পাওয়া যায়, যা লাইটনিং পোর্টে ছিল না।
লাইটনিং পোর্টের তুলনায় অনেক বেশি দ্রুত চার্জিং, ডেটা স্থানান্তর গতি, সামঞ্জস্য এবং টেকসইতার ক্ষেত্রে এগিয়ে ইউএসবি–সি। যদিও বর্তমানে আইফোনে ইউএসবি–সি পোর্টে বিশাল কোনো চার্জিং স্পিডের পার্থক্য নেই। ফাইল ট্রান্সফার এবং ভিডিওয়ের মতো বড় ভিডিও ফাইল স্থানান্তর করার ক্ষেত্রে ইউএসবি–সি পোর্ট আরও কার্যকর। ফলে, নতুন আইফোনে ইউএসবি–সি পোর্ট যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীদের জন্য সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশের জন্যও এটি একটি ইতিবাচক পরিবর্তন হতে পারে।
আইফোনে চার্জিং পোর্টের ক্ষেত্রে গত বছরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে অ্যাপল। আইফোনের ১৫ সিরিজে লাইটনিং পোর্টের পরিবর্তে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়। তাই অনেকেই যারা নতুন আইফোন কিনতে চান তারা এই দুটি পোর্টের সুবিধা জানতে চান।
এ ছাড়া ২০১২ সালে আইফোন ৫ এর মাধ্যমে লাইটনিং পোর্টের যাত্রা শুরু হয়েছিল এবং এর পর থেকে প্রতিটি আইফোনে একই পোর্ট ব্যবহৃত হয়েছে। তাই ইউএসবি সি এর জন্য এখন নিজেদের আইফোন আপগ্রেড করবে কি না সেটি নিয়ে অনেকেই সংশয়ে রয়েছে।
ডিজাইন ও নির্মাণ
ইউএসবি সি ও লাইটনিং উভয়ই রিভার্সিবল পোর্টের সুবিধা প্রদান দেয়। অর্থাৎ আপনি আপনার কেবলটি যেকোনো দিকে প্লাগ করতে পারবেন, বারবার কেবলটি ঘোরানোর প্রয়োজন হবে না।
২০১২ সালে আইফোন ৫ এর সঙ্গে প্রথম লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়। এটি তার পূর্বসূরি ৩০-পিন কনেক্টরের তুলনায় অনেক ছোট ছিল। এটি প্রতিটি পাশে আটটি পিন নিয়ে তৈরি, মোট পিন সংখ্যা ১৬। এর স্লিম বা পাতলা ডিজাইনটি অ্যাপলকে তাদের ডিভাইসগুলোকে আরও পাতলা এবং অন্যান্য উপাদানগুলোর জন্য অতিরিক্ত জায়গা তৈরি করতে সাহায্য করেছে।
অন্যদিকে, ২০১৪ সালে বাজারে আসে ইউএসবি সি এবং এটি ২৪ পিনের নিয়ে তৈরি। লাইটনিং–এর তুলনায় ইউএসবি সি-এর ডিজাইনটি অনেক বেশি দৃঢ় এবং এটি একটি টেকসই কানেক্টর হিসেবে পরিচিত। এটি দীর্ঘদিন ব্যবহার করা যায়। ২৪ পিনের ডিজাইনটি ইউএসবি সি–এর মাধ্যমে উচ্চতর ডেটা ট্রান্সফার স্পিড এবং দ্রুত বিদ্যুৎ সরবরাহ করতে পারে। এটি লাইটনিং এর তুলনায় অনেক বেশি শক্তিশালী।
ডেটা ট্রান্সফার গতি
ইউএসবি সি পোর্ট লাইটনিং এর তুলনায় অনেক বেশি দ্রুত ডেটা স্থানান্তর করতে সক্ষম। আইফোন ১৫ প্রো এবং ১৬ প্রো মডেলগুলোতে ইউএসবি সি পোর্টের ডেটা স্থানান্তরের গতি ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) পর্যন্ত হতে পারে, যা বৃহৎ ভিডিও ফাইল ট্রান্সফারের জন্য উপযুক্ত। তবে, সাধারণ আইফোন মডেলগুলোর ইউএসবি সি পোর্ট শুধুমাত্র ইউএসবি ২.০ গতিতে সীমাবদ্ধ, যার ডেটা স্থানান্তরের গতি ৪৮০ এমবিপিএস পর্যন্ত পৌঁছাতে পারে। অর্থাৎ, বড় ভিডিও ফাইল স্থানান্তর করলে এটি লক্ষণীয় হতে পারে।
চার্জিং স্পিড
ইউএসবি সি পোর্টের একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো তার দ্রুত চার্জিং স্পিড। ইউএসবি পাওয়ার ডেলিভারি প্রযুক্তির মাধ্যমে ২৪০ ওয়াট পর্যন্ত চার্জিং স্পিড পাওয়া সম্ভব। তবে, আইফোনের ক্ষেত্রে যদিও বেশ কিছু গুজব রয়েছে যে, আইফোন ১৬ এ ৪৫ ওয়াট চার্জিংয়ের সুবিধা দেবে ইউএসবি সি, প্রকৃতপক্ষে আইফোন ১৫ সিরিজের চার্জিং স্পিড বেশির ভাগ ক্ষেত্রে ৩০ ওয়াট পর্যন্ত সীমাবদ্ধ। অ্যাপল এখনো লাইটনিং এবং ইউএসবি সি আইফোনের চার্জিং সময় নির্ধারণে ২০ ওয়াট অ্যাডাপ্টরের ওপর ভিত্তি করে তথ্য প্রকাশ করছে।
ইউএসবি সি এর অন্যান্য সুবিধা
যদি আপনি দীর্ঘদিন ধরে অ্যাপল ব্যবহারকারী হয়ে থাকেন, তবে সম্ভবত আপনার কাছে অনেক লাইটনিং কেবল রয়েছে, কিছু ভাঙা এবং কিছু সচল। ইউএসবি সি এ পরিবর্তন আসা কিছুটা অস্বস্তি সৃষ্টি করতে পারে, বিশেষ করে যদি আপনার এয়ারপডস বা অন্যান্য এক্সেসরিজ থাকে। এগুলোতে এখনো লাইটনিং পোর্ট ব্যবহার করা হয়।
অপরদিকে তবে ইউএসবি সি এর একটি বড় সুবিধা হল এর ব্যাপক সহজলভ্যতা—যা শুধু স্মার্টফোন নয়, হেডফোন, বৈদ্যুতিক ট্রিমার এবং এক্সটার্নাল স্টোরেজ ডিভাইসেও ব্যবহৃত হয়। ফলে, একক একটি পিডি-সংগত ইউএসবি সি কেবল দিয়ে ল্যাপটপ, ফোন, হেডফোন এবং অন্যান্য ডিভাইস চার্জ করতে পারবেন। এ ছাড়া, ইউএসবি সি–এর মাধ্যমে ভিডিও আউটপুটের সুবিধাও পাওয়া যায়, যা লাইটনিং পোর্টে ছিল না।
লাইটনিং পোর্টের তুলনায় অনেক বেশি দ্রুত চার্জিং, ডেটা স্থানান্তর গতি, সামঞ্জস্য এবং টেকসইতার ক্ষেত্রে এগিয়ে ইউএসবি–সি। যদিও বর্তমানে আইফোনে ইউএসবি–সি পোর্টে বিশাল কোনো চার্জিং স্পিডের পার্থক্য নেই। ফাইল ট্রান্সফার এবং ভিডিওয়ের মতো বড় ভিডিও ফাইল স্থানান্তর করার ক্ষেত্রে ইউএসবি–সি পোর্ট আরও কার্যকর। ফলে, নতুন আইফোনে ইউএসবি–সি পোর্ট যুক্ত হওয়ার ফলে ব্যবহারকারীদের জন্য সুবিধা বৃদ্ধি পেয়েছে এবং পরিবেশের জন্যও এটি একটি ইতিবাচক পরিবর্তন হতে পারে।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক নিষিদ্ধ সংক্রান্ত আইন স্থগিত রাখতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর এই বিষয়টি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চান। এ জন্য পর্যাপ্ত সময় চাচ্ছেন ট্রাম্প।
৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে নতুন বিনিয়োগের মাধ্যমে বাজারমূল্যের দৌড়ে এগিয়ে চলছে টেক জায়ান্ট অ্যাপল। আইফোনে এআই-চালিত আপগ্রেডের প্রতিশ্রুতিতে শেয়ারমূল্যের ঊর্ধ্বগতির ফলে কোম্পানিটি চার ট্রিলিয়ন ডলারের মাইলফলকের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
৭ ঘণ্টা আগেচলতি মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া সাইবার হামলার মাধ্যমে হ্যাকিংয়ের শিকার হয়েছে ক্রোম ব্রাউজারের বিভিন্ন এক্সটেনশন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাইবারহেভেন নামে একটি ডেটা প্রোটেকশন কোম্পানিসহ কয়েকটি কোম্পানির এক্সেটশন এই হামলার শিকার হয়েছে। এই হামলার ফলে ব্যবহারকারীদের ডেটা চুরি হওয়ার সম্ভাবনা রয়
৯ ঘণ্টা আগেআগামী তিন দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার অপ্রতিরোধ্য উন্নয়ন মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছেন এআই ‘গডফাদার’ খ্যাত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন।
১৯ ঘণ্টা আগে