অনলাইন ডেস্ক
অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আগামী সপ্তাহে উন্মোচন হতে পারে। এই এআই সার্ভারের ত্রুটি খুঁজে দিলে বা হ্যাক করতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল।
‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’–এর নিরাপত্তা পরীক্ষা করার জন্য গবেষকদের আহ্বান জানিয়েছে কোম্পানিটি। যখন আইফোন, আইপ্যাড বা ম্যাকের অন-ডিভাইস প্রক্রিয়াকরণ জটিল হবে, তখন অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহারকারীর অনুরোধ গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ করবে সার্ভারগুলো।
গোপনীয়তা রক্ষা করার জন্য অ্যাপল প্রাইভেট ক্লাউড কম্পিউট সার্ভারগুলো এমনভাবে ডিজাইন করেছে যে, ব্যবহারকারীর অনুরোধ পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা তাৎক্ষণিকভাবে মুছে যায়। এ ছাড়া এই সিস্টেমে এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে। তাই হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ অ্যাপলের হাতে থাকলেও ব্যবহারকারীর তথ্য জানতে পারবে না কোম্পানিটি। এরপরও প্রাইভেট ক্লাউড কম্পিউটের গোপনীয়তা দাবি যাচাই করার জন্য নিরাপত্তা সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছে অ্যাপল।
একটি নির্বাচিত গবেষক দলের সঙ্গে ত্রুটি যাচাইয়ের কাজ শুরু করেছিল কোম্পানিটি। তবে বৃহস্পতিবার সাধারণ জনগণের জন্যও এই সুযোগ উন্মুক্ত করেছে অ্যাপল।
প্রাইভেট ক্লাউড কম্পিউটের প্রধান উপাদানের সোর্স কোডে প্রবেশের সুযোগ প্রদান করছে অ্যাপল, যা গবেষকদের সফটওয়্যারের বিভিন্ন দিক বিশ্লেষণের প্রক্রিয়া সহজ করবে। একটি ‘ভার্চুয়াল গবেষণার পরিবেশ’–ও তৈরি করেছে কোম্পানিটি। এটি ম্যাকওএস প্রাইভেট ক্লাউড কম্পিউট সফটওয়্যার চালানো যাবে। আরও একটি সহায়ক টুল হলো—একটি নিরাপত্তা গাইড। এটি অ্যাপল ইন্টেলিজেন্সের সার্ভার সিস্টেম সম্পর্কে আরও প্রযুক্তিগত বিস্তারিত তথ্য দেয়।
কোম্পানিটি বলেছে, ‘প্রাইভেট ক্লাউড কম্পিউটে গবেষণাকে আরও উৎসাহিত করার জন্য সিকিউরিটি বাউন্টি প্রোগ্রাম সম্প্রসারিত করেছে অ্যাপল। যাতে পিসিসি (প্রাইভেট ক্লাউড কম্পিউটিং) এর মৌলিক নিরাপত্তা এবং গোপনীয়তার গ্যারান্টির দুর্বলতা প্রকাশের জন্য পুরস্কার অন্তর্ভুক্ত করা যায়।
যদি কেউ প্রাইভেট ক্লাউড কম্পিউটকে দূরবর্তীভাবে হ্যাক করে ব্যবহারকারীর ডেটা বা তথ্য প্রকাশের একটি উপায় খুঁজে বের করলে সেই ব্যক্তি ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার পাবে। আর যদি কেউ দূরবর্তীভাবে তাদের সার্ভারগুলোতে আক্রমণ করে সেই সার্ভারে বিশেষ অনুমতি নিয়ে বেআইনি বা ক্ষতিকারক কম্পিউটার কোড চালাতে সক্ষম হলে ১০ লাখ ডলার পুরস্কার পাবে।
এসব ছাড়াও অ্যাপলের এআই সার্ভারের কোনো ত্রুটি বের করে দিতে পারলেও মিলবে পুরস্কার।
অ্যাপলের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ আগামী সপ্তাহে উন্মোচন হতে পারে। এই এআই সার্ভারের ত্রুটি খুঁজে দিলে বা হ্যাক করতে পারলে ১০ লাখ ডলার পুরস্কার দেবে বলে ঘোষণা দিয়েছে অ্যাপল।
‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’–এর নিরাপত্তা পরীক্ষা করার জন্য গবেষকদের আহ্বান জানিয়েছে কোম্পানিটি। যখন আইফোন, আইপ্যাড বা ম্যাকের অন-ডিভাইস প্রক্রিয়াকরণ জটিল হবে, তখন অ্যাপল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহারকারীর অনুরোধ গ্রহণ ও প্রক্রিয়াকরণের কাজ করবে সার্ভারগুলো।
গোপনীয়তা রক্ষা করার জন্য অ্যাপল প্রাইভেট ক্লাউড কম্পিউট সার্ভারগুলো এমনভাবে ডিজাইন করেছে যে, ব্যবহারকারীর অনুরোধ পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে তা তাৎক্ষণিকভাবে মুছে যায়। এ ছাড়া এই সিস্টেমে এন্ড টু এন্ড এনক্রিপশন রয়েছে। তাই হার্ডওয়্যারের নিয়ন্ত্রণ অ্যাপলের হাতে থাকলেও ব্যবহারকারীর তথ্য জানতে পারবে না কোম্পানিটি। এরপরও প্রাইভেট ক্লাউড কম্পিউটের গোপনীয়তা দাবি যাচাই করার জন্য নিরাপত্তা সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়েছে অ্যাপল।
একটি নির্বাচিত গবেষক দলের সঙ্গে ত্রুটি যাচাইয়ের কাজ শুরু করেছিল কোম্পানিটি। তবে বৃহস্পতিবার সাধারণ জনগণের জন্যও এই সুযোগ উন্মুক্ত করেছে অ্যাপল।
প্রাইভেট ক্লাউড কম্পিউটের প্রধান উপাদানের সোর্স কোডে প্রবেশের সুযোগ প্রদান করছে অ্যাপল, যা গবেষকদের সফটওয়্যারের বিভিন্ন দিক বিশ্লেষণের প্রক্রিয়া সহজ করবে। একটি ‘ভার্চুয়াল গবেষণার পরিবেশ’–ও তৈরি করেছে কোম্পানিটি। এটি ম্যাকওএস প্রাইভেট ক্লাউড কম্পিউট সফটওয়্যার চালানো যাবে। আরও একটি সহায়ক টুল হলো—একটি নিরাপত্তা গাইড। এটি অ্যাপল ইন্টেলিজেন্সের সার্ভার সিস্টেম সম্পর্কে আরও প্রযুক্তিগত বিস্তারিত তথ্য দেয়।
কোম্পানিটি বলেছে, ‘প্রাইভেট ক্লাউড কম্পিউটে গবেষণাকে আরও উৎসাহিত করার জন্য সিকিউরিটি বাউন্টি প্রোগ্রাম সম্প্রসারিত করেছে অ্যাপল। যাতে পিসিসি (প্রাইভেট ক্লাউড কম্পিউটিং) এর মৌলিক নিরাপত্তা এবং গোপনীয়তার গ্যারান্টির দুর্বলতা প্রকাশের জন্য পুরস্কার অন্তর্ভুক্ত করা যায়।
যদি কেউ প্রাইভেট ক্লাউড কম্পিউটকে দূরবর্তীভাবে হ্যাক করে ব্যবহারকারীর ডেটা বা তথ্য প্রকাশের একটি উপায় খুঁজে বের করলে সেই ব্যক্তি ২ লাখ ৫০ হাজার ডলার পুরস্কার পাবে। আর যদি কেউ দূরবর্তীভাবে তাদের সার্ভারগুলোতে আক্রমণ করে সেই সার্ভারে বিশেষ অনুমতি নিয়ে বেআইনি বা ক্ষতিকারক কম্পিউটার কোড চালাতে সক্ষম হলে ১০ লাখ ডলার পুরস্কার পাবে।
এসব ছাড়াও অ্যাপলের এআই সার্ভারের কোনো ত্রুটি বের করে দিতে পারলেও মিলবে পুরস্কার।
২০৩০ সালের মধ্যে ৬ থেকে ৮ মিলিয়ন দক্ষ আইটি পেশাদার তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘বাংলাদেশ: দ্য ইমার্জিং আইসিটি পাওয়ার হাউস’ শীর্ষক এক সেমিনারে তথ্য ও যোগাযোগ...
১১ ঘণ্টা আগেচলতি বছরে স্মার্টফোন শিল্প অত্যন্ত উদ্ভাবনমুখী হবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসগুলোতে উন্নত ক্যামেরা, বিশেষ এআই ফিচারের পাশাপাশি শক্তিশালী ও বড় আকারের ব্যাটারি দেখতে পাওয়া যাবে। ফ্ল্যাগশিপ ফোন থেকে বাজেট স্মার্টফোনেও এই ধরনের শক্তিশালী ব্যাটারি থাকবে।
১৯ ঘণ্টা আগেগরম খাবার খেতে গিয়ে জিভ পুড়ে যাওয়ার অভিজ্ঞতা কম বেশি সবারই রয়েছে। আবার ব্যস্ততার সময় ফুঁ দিয়ে খাবার বা পানীয় ঠান্ডা করাও একটি বিরক্তির বিষয়। তবে এ ধরনের সমস্যা সমাধানের জন্য ‘নেকোজিতা ক্যাট ফুফু’ নামের ছোট একটি বিড়াল রোবট তৈরি করেছে জাপানের ইয়ুকাই ইঞ্জিনিয়ারিং স্টার্টআপ। কফি, স্যুপ বা অন্য কোনো গরম
২০ ঘণ্টা আগেচলমান তদন্তের অংশ হিসেবে সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স (সাবেক টুইটার)–এর কাছে অ্যাপটির অ্যালগরিদম সিস্টেমের কার্যকারিতা সম্পর্কিত তথ্য চেয়েছে ইউরোপীয় কমিশন। বিশেষত, অ্যালগরিদমের মধ্যে সম্প্রতি যে কোনো পরিবর্তনের বিষয়ে জানতে চেয়েছে কমিশন।
১ দিন আগে