প্রযুক্তি ডেস্ক
অনলাইনে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে চীন সরকার। গতকাল শুক্রবার চীনের নিয়ন্ত্রক সংস্থা ভিডিও গেমের পেছনে ব্যয় এবং রিওয়ার্ড নিরুৎসাহিত করতে নতুন নীতি ঘোষণা করেছে। যেখানে কম্পিউটার গেমের বৃহত্তম বাজার চীন। সরকারের এই ঘোষণায় করোনা ও চলমান কঠোর বিধিনিষেধের ধাক্কা সামলে নেওয়া বাজারটিতে নতুন করে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
নতুন নিয়মে অনলাইন গেমে ব্যয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনলাইন গেমে এখন খেলোয়াড়দের রিওয়ার্ড দেওয়া নিষিদ্ধ হবে।
এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে শেয়ারবাজারে চীনের দুটি বৃহৎ গেমিং কোম্পানির বাজারমূল্য প্রায় ৮০ বিলিয়ন বা ৮ হাজার কোটি মার্কিন ডলার কমে গেছে।
ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের নতুন খসড়া নিয়ম প্রকাশের পর বিশ্বের বৃহত্তম গেমিং কোম্পানি টেনসেন্ট হোল্ডিংসের শেয়ার এক ধাক্কায় প্রায় ১৬ শতাংশ কমে গেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নেটইজের শেয়ারের দাম কমেছে ২৫ শতাংশ।
প্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা প্রসাসের শেয়ারও টেনসেন্টের কাছাকাছি কমে গেছে। গতকাল শুক্রবার দিনের প্রথম ভাগের লেনদেনে এটি ১৪ দশমিক ২ শতাংশ দর হারায়। প্যান–ইউরোপীয় স্টক সূচকের সবচেয়ে বড় পতন ছিল এটি। প্রসাস টেনসেন্টের ২৬ শতাংশ শেয়ারের মালিক।
বেইজিং কয়েক বছর ধরেই ভিডিও গেমের বাজারের প্রতি ক্রমশ কঠোর হয়ে উঠছে। ২০২১ সালে চীন ১৮ বছরের কম বয়সীদের জন্য গেম খেলার সময়সীমা কঠোরভাবে নির্ধারণ করে দিয়েছে। গেমিং আসক্তি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে প্রায় আট মাসের জন্য নতুন ভিডিও গেমের অনুমোদন স্থগিত করা হয়েছিল।
নতুন নিয়মে অবশ্য এমন একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে যা এ শিল্পখাত সংশ্লিষ্টরা ব্যাপকভাবে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। সেটি হলো—নিয়ন্ত্রকদের ৬০ দিনের মধ্যে নতুন গেমের অনুমোদন প্রক্রিয়া শেষ করতে হবে।
চীনা প্রশাসন নতুন নিয়মের বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার জন্য ২০২৪ সালের ২২ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখবে।
এর আগে ২০২১ সালে বেইজিংয়ের গেমিং শিল্পের ওপর কঠোর বিধিনিষেধের ফলস্বরূপ ২০২২ সালে দেশীয় গেমিং শিল্প সবচেয়ে কঠিন বছর পার করেছে। ওই সময় প্রথমবারের মতো মোট রাজস্ব সংকুচিত হয়েছিল।
ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সিজিআইজিসির তথ্য অনুসারে, চীনের ভিডিও গেমের বাজার এ বছর প্রবৃদ্ধিতে ফিরে এসেছে। কারণ দেশীয় আয় ১৩ শতাংশ বেড়ে ৩০৩ বিলিয়ন ইউয়ান হয়েছে।
এদিকে চীনের কঠোর খসড়া নীতি বিশ্বব্যাপী গেমিং স্টকগুলোতেও ছায়া ফেলেছে। ইউএস গেমিং স্টক রোবলক্স, ইলেকট্রনিক আর্টস এবং ইউনিটি সফটওয়্যারের শেয়ারদর গতকাল শুক্রবার ১ দশমিক ৭ শতাংশ থেকে ৩ দশমিক ১ শতাংশের মধ্যে কমেছে। যেখানে ইউরোপে ফরাসি ভিডিও গেম প্রস্তুতকারী সংস্থা ইউবিসফটের শেয়ারদর ৩ শতাংশেরও বেশি নেমেছে।
অনলাইনে সাধারণ মানুষের অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে চীন সরকার। গতকাল শুক্রবার চীনের নিয়ন্ত্রক সংস্থা ভিডিও গেমের পেছনে ব্যয় এবং রিওয়ার্ড নিরুৎসাহিত করতে নতুন নীতি ঘোষণা করেছে। যেখানে কম্পিউটার গেমের বৃহত্তম বাজার চীন। সরকারের এই ঘোষণায় করোনা ও চলমান কঠোর বিধিনিষেধের ধাক্কা সামলে নেওয়া বাজারটিতে নতুন করে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।
নতুন নিয়মে অনলাইন গেমে ব্যয়ের সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। অনলাইন গেমে এখন খেলোয়াড়দের রিওয়ার্ড দেওয়া নিষিদ্ধ হবে।
এ সিদ্ধান্ত বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে শেয়ারবাজারে চীনের দুটি বৃহৎ গেমিং কোম্পানির বাজারমূল্য প্রায় ৮০ বিলিয়ন বা ৮ হাজার কোটি মার্কিন ডলার কমে গেছে।
ন্যাশনাল প্রেস অ্যান্ড পাবলিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের নতুন খসড়া নিয়ম প্রকাশের পর বিশ্বের বৃহত্তম গেমিং কোম্পানি টেনসেন্ট হোল্ডিংসের শেয়ার এক ধাক্কায় প্রায় ১৬ শতাংশ কমে গেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নেটইজের শেয়ারের দাম কমেছে ২৫ শতাংশ।
প্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা প্রসাসের শেয়ারও টেনসেন্টের কাছাকাছি কমে গেছে। গতকাল শুক্রবার দিনের প্রথম ভাগের লেনদেনে এটি ১৪ দশমিক ২ শতাংশ দর হারায়। প্যান–ইউরোপীয় স্টক সূচকের সবচেয়ে বড় পতন ছিল এটি। প্রসাস টেনসেন্টের ২৬ শতাংশ শেয়ারের মালিক।
বেইজিং কয়েক বছর ধরেই ভিডিও গেমের বাজারের প্রতি ক্রমশ কঠোর হয়ে উঠছে। ২০২১ সালে চীন ১৮ বছরের কম বয়সীদের জন্য গেম খেলার সময়সীমা কঠোরভাবে নির্ধারণ করে দিয়েছে। গেমিং আসক্তি নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করে প্রায় আট মাসের জন্য নতুন ভিডিও গেমের অনুমোদন স্থগিত করা হয়েছিল।
নতুন নিয়মে অবশ্য এমন একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে যা এ শিল্পখাত সংশ্লিষ্টরা ব্যাপকভাবে স্বাগত জানাবেন বলে আশা করা হচ্ছে। সেটি হলো—নিয়ন্ত্রকদের ৬০ দিনের মধ্যে নতুন গেমের অনুমোদন প্রক্রিয়া শেষ করতে হবে।
চীনা প্রশাসন নতুন নিয়মের বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার জন্য ২০২৪ সালের ২২ জানুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখবে।
এর আগে ২০২১ সালে বেইজিংয়ের গেমিং শিল্পের ওপর কঠোর বিধিনিষেধের ফলস্বরূপ ২০২২ সালে দেশীয় গেমিং শিল্প সবচেয়ে কঠিন বছর পার করেছে। ওই সময় প্রথমবারের মতো মোট রাজস্ব সংকুচিত হয়েছিল।
ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন সিজিআইজিসির তথ্য অনুসারে, চীনের ভিডিও গেমের বাজার এ বছর প্রবৃদ্ধিতে ফিরে এসেছে। কারণ দেশীয় আয় ১৩ শতাংশ বেড়ে ৩০৩ বিলিয়ন ইউয়ান হয়েছে।
এদিকে চীনের কঠোর খসড়া নীতি বিশ্বব্যাপী গেমিং স্টকগুলোতেও ছায়া ফেলেছে। ইউএস গেমিং স্টক রোবলক্স, ইলেকট্রনিক আর্টস এবং ইউনিটি সফটওয়্যারের শেয়ারদর গতকাল শুক্রবার ১ দশমিক ৭ শতাংশ থেকে ৩ দশমিক ১ শতাংশের মধ্যে কমেছে। যেখানে ইউরোপে ফরাসি ভিডিও গেম প্রস্তুতকারী সংস্থা ইউবিসফটের শেয়ারদর ৩ শতাংশেরও বেশি নেমেছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৩ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৫ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ ঘণ্টা আগে