অনলাইন ডেস্ক
বন্ধুদের লোকেশন ট্র্যাক করার জন্য নতুন ‘ফেন্ড্র ম্যাপ’ ফিচার নিয়ে আসছে ছবি শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। ফিচারটি নিয়ে আসার খবর নিশ্চিত করেন মেটার এক মুখপাত্র। এই ফিচার স্ন্যাপচ্যাটের ‘স্ন্যাপ ম্যাপ’ ফিচারের মতো কাজ করবে। ফিচারটির মাধ্যমে বন্ধুদের লাইভ লোকেশন ম্যাপে দেখা যাবে। তবে ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
ইনস্টাগ্রামের নতুন ফিচারটি প্রথম লক্ষ্য করেন প্রযুক্তি বিশ্লেষক আলেসান্দ্রো পালুজ্জি। যদি ফিচারটি আসলেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়, তাহলে এই ফিচার স্ন্যাপচ্যাটের নকল হবে। এর আগে ২০১৬ সালের স্ন্যাপচ্যাটের স্টোরির প্রধান ফিচারগুলোও নকল করে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারেরও নকল করবে। কারণ অ্যাপলের এই ফিচারের মাধ্যমেও পরিবার ও বন্ধুদের লাইভ লোকেশন দেখা যায়।
নতুন ফিচারটি মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের প্রতি আরও আকৃষ্ট হবে বলে আশা করছে মেটা। সেইসঙ্গে প্ল্যাটফর্মটিতে আরও সময় ব্যয় করবেন ব্যববহারকারীরা।
থ্রেডস প্ল্যাটফর্মের এক স্ক্রিনশট পোস্ট করেন পালুজ্জি। সেই স্ক্রিনশটে দেখা যায়, ইনস্টাগ্রামের ফেন্ড ম্যাপের মাধ্যমে বন্ধুদের লাইভ লোকেশন দেখা যাবে। আর এই লোকেশনের ডেটা এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ফলোয়ার, ক্লোজড ফ্রেন্ড তালিকার সঙ্গে ব্যবহারকারীরা পছন্দমতো লোকেশন শেয়ার করতে পারবে। আর এই ফিচার ব্যবহার না করারও অপশন থাকবে। ‘গোস্ট মোড’ নামের একটি সেটিংসও ইনস্টাগ্রামের ম্যাপে দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সর্বশেষ লোকেশন লুকানো যাবে।
ফেন্ড্র ম্যাপ ফিচারের মাধ্যমে ছোট ছোট মেসেজ বা ‘নোটস’ও দেয়া যাবে। ইনস্টাগ্রাম নোটস হল—এক ধরনের ছোট মেসেজ। এটি ডাইরেক্ট মেসেজের ওপরে পাওয়া যায়। তবে ফ্রেন্ডস ম্যাপে ব্যবহারকারীরা এই ছোট মেসেজ আপডেট হিসেবে দেখাতে পারবেন। এই নোটের মাধ্যমে আপনার আশেপাশে কোনো বন্ধু থাকলে তা জানা যাবে। যেমন: কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কোনো বন্ধুও সেইখানে খেতে গেলে তা আপনি জানতে পারবেন।
২০২২ সালে কোম্পানিটি একটি সার্চযোগ্য ম্যাপের ফিচার যুক্ত করে। এর মাধ্যমে ট্যাগ করা জনপ্রিয় লোকেশনগুলো দেখা যায়। সেই সঙ্গে রেস্তোরাঁ, ক্যাফে, পারলার ও উদ্যানের মতো বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে লোকেশন ফিল্টারও করা যায়।
গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন বলেন, তরুণ ব্যবহারকারীরা নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে গুগল সার্চ বা ম্যাপের পরিবর্তে ইনস্টাগ্রাম ও টিকটকের মতো অ্যাপ বেশি ব্যবহার করে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বন্ধুদের লোকেশন ট্র্যাক করার জন্য নতুন ‘ফেন্ড্র ম্যাপ’ ফিচার নিয়ে আসছে ছবি শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রাম। ফিচারটি নিয়ে আসার খবর নিশ্চিত করেন মেটার এক মুখপাত্র। এই ফিচার স্ন্যাপচ্যাটের ‘স্ন্যাপ ম্যাপ’ ফিচারের মতো কাজ করবে। ফিচারটির মাধ্যমে বন্ধুদের লাইভ লোকেশন ম্যাপে দেখা যাবে। তবে ফিচারটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
ইনস্টাগ্রামের নতুন ফিচারটি প্রথম লক্ষ্য করেন প্রযুক্তি বিশ্লেষক আলেসান্দ্রো পালুজ্জি। যদি ফিচারটি আসলেই আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়, তাহলে এই ফিচার স্ন্যাপচ্যাটের নকল হবে। এর আগে ২০১৬ সালের স্ন্যাপচ্যাটের স্টোরির প্রধান ফিচারগুলোও নকল করে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম নতুন ফিচারটির মাধ্যমে অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ফিচারেরও নকল করবে। কারণ অ্যাপলের এই ফিচারের মাধ্যমেও পরিবার ও বন্ধুদের লাইভ লোকেশন দেখা যায়।
নতুন ফিচারটি মাধ্যমে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামের প্রতি আরও আকৃষ্ট হবে বলে আশা করছে মেটা। সেইসঙ্গে প্ল্যাটফর্মটিতে আরও সময় ব্যয় করবেন ব্যববহারকারীরা।
থ্রেডস প্ল্যাটফর্মের এক স্ক্রিনশট পোস্ট করেন পালুজ্জি। সেই স্ক্রিনশটে দেখা যায়, ইনস্টাগ্রামের ফেন্ড ম্যাপের মাধ্যমে বন্ধুদের লাইভ লোকেশন দেখা যাবে। আর এই লোকেশনের ডেটা এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। ফলোয়ার, ক্লোজড ফ্রেন্ড তালিকার সঙ্গে ব্যবহারকারীরা পছন্দমতো লোকেশন শেয়ার করতে পারবে। আর এই ফিচার ব্যবহার না করারও অপশন থাকবে। ‘গোস্ট মোড’ নামের একটি সেটিংসও ইনস্টাগ্রামের ম্যাপে দেখা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সর্বশেষ লোকেশন লুকানো যাবে।
ফেন্ড্র ম্যাপ ফিচারের মাধ্যমে ছোট ছোট মেসেজ বা ‘নোটস’ও দেয়া যাবে। ইনস্টাগ্রাম নোটস হল—এক ধরনের ছোট মেসেজ। এটি ডাইরেক্ট মেসেজের ওপরে পাওয়া যায়। তবে ফ্রেন্ডস ম্যাপে ব্যবহারকারীরা এই ছোট মেসেজ আপডেট হিসেবে দেখাতে পারবেন। এই নোটের মাধ্যমে আপনার আশেপাশে কোনো বন্ধু থাকলে তা জানা যাবে। যেমন: কোনো রেস্টুরেন্টে খেতে গেলে কোনো বন্ধুও সেইখানে খেতে গেলে তা আপনি জানতে পারবেন।
২০২২ সালে কোম্পানিটি একটি সার্চযোগ্য ম্যাপের ফিচার যুক্ত করে। এর মাধ্যমে ট্যাগ করা জনপ্রিয় লোকেশনগুলো দেখা যায়। সেই সঙ্গে রেস্তোরাঁ, ক্যাফে, পারলার ও উদ্যানের মতো বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে লোকেশন ফিল্টারও করা যায়।
গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাকর রাঘবন বলেন, তরুণ ব্যবহারকারীরা নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে গুগল সার্চ বা ম্যাপের পরিবর্তে ইনস্টাগ্রাম ও টিকটকের মতো অ্যাপ বেশি ব্যবহার করে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৫ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৭ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে