অনলাইন ডেস্ক
অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অডিও ও ভিডিও কলের সুবিধা আনল এক্স (টুইটার)। এখন অ্যান্ড্রয়েডের এক্স অ্যাপ ব্যবহারের করে খুবই সহজে অডিও ও ভিডিও কল করা যাবে। গত বছরের অক্টোবরে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহারের সুবিধা দেয় কোম্পানিটি। ফলে কয়েকমাস ধরেই আইফোন ও আইপ্যাডের গ্রাহকদের ফিচারটি ব্যবহার করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জকে এক্সের ডেভেলপার এনরিক ব্যারাগান বলেন, ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড গ্রাহকদের অ্যাপটি আপডেট করতে হতে পারে। এই ফিচারের মাধ্যমে যেকেউ ফোন রিসিভ করতে পারবে। কিন্তু কল করার সুবিধাটি এক্স প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সংরক্ষিত।
সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আউটগোয়িং কল ও এক্সেটেন্টেড পোস্টের মতো ফিচারগুলো এক্স প্রিমিয়ামের জন্য সীমিত করা হয়েছে। এক্স প্রিমিয়ামের জন্য গ্রাহককে প্রতি মাসে ৮ ডলার ও প্রতিবছরে ৮৪ ডলার খরচ করতে হবে। তবে বিজ্ঞাপনসহ এক্স প্রিমিয়ামের বেসিক প্ল্যানের দাম ৩ ডলার। তবে কোন প্ল্যানের ক্ষেত্রে বর্হিগামী বা আউটগোর্য়িং কল করা যাবে তা এক্সের ওয়েবসাইটে জানানো হয়নি।
ফিচারটি ধীরে ধীরে সকল অ্যান্ড্রয়েড গ্রাহকের ফোনে পাওয়া যাবে। অডিও ও ভিডিও কলের অনুমতি দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যাপটির সেটিংসে যান।
২. প্রাইভেসি ও সেফটি খুঁজে বের করুন।
৩. এরপর ডাইরেক্ট মেসেজে যান।
৪. অডিও ও ভিডিও কল অপশনটি চালু করুন।
ফিচারটি চালু করলে কারা আপনাকে কল করতে পারবে তা নির্বাচন করার সুযোগও দেবে।
২০২৩ সালের আগস্টে অডিও ও ভিডিও কলের ফিচারটির ঘোষণা দেয় এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। এসব প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ বানানোর ইলন মাস্কের পরিকল্পনার অংশ। এছাড়া এক্সের মাধ্যমে গ্রাহকেরা অর্থ আদান প্রদান করার ফিচারও নিয়ে আসা হচ্ছে। এজন্য কোম্পানিটি প্রয়োজনীয় ১৫ তম লাইসেন্সও পেয়েছে।
অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অডিও ও ভিডিও কলের সুবিধা আনল এক্স (টুইটার)। এখন অ্যান্ড্রয়েডের এক্স অ্যাপ ব্যবহারের করে খুবই সহজে অডিও ও ভিডিও কল করা যাবে। গত বছরের অক্টোবরে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহারের সুবিধা দেয় কোম্পানিটি। ফলে কয়েকমাস ধরেই আইফোন ও আইপ্যাডের গ্রাহকদের ফিচারটি ব্যবহার করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জকে এক্সের ডেভেলপার এনরিক ব্যারাগান বলেন, ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড গ্রাহকদের অ্যাপটি আপডেট করতে হতে পারে। এই ফিচারের মাধ্যমে যেকেউ ফোন রিসিভ করতে পারবে। কিন্তু কল করার সুবিধাটি এক্স প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সংরক্ষিত।
সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আউটগোয়িং কল ও এক্সেটেন্টেড পোস্টের মতো ফিচারগুলো এক্স প্রিমিয়ামের জন্য সীমিত করা হয়েছে। এক্স প্রিমিয়ামের জন্য গ্রাহককে প্রতি মাসে ৮ ডলার ও প্রতিবছরে ৮৪ ডলার খরচ করতে হবে। তবে বিজ্ঞাপনসহ এক্স প্রিমিয়ামের বেসিক প্ল্যানের দাম ৩ ডলার। তবে কোন প্ল্যানের ক্ষেত্রে বর্হিগামী বা আউটগোর্য়িং কল করা যাবে তা এক্সের ওয়েবসাইটে জানানো হয়নি।
ফিচারটি ধীরে ধীরে সকল অ্যান্ড্রয়েড গ্রাহকের ফোনে পাওয়া যাবে। অডিও ও ভিডিও কলের অনুমতি দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যাপটির সেটিংসে যান।
২. প্রাইভেসি ও সেফটি খুঁজে বের করুন।
৩. এরপর ডাইরেক্ট মেসেজে যান।
৪. অডিও ও ভিডিও কল অপশনটি চালু করুন।
ফিচারটি চালু করলে কারা আপনাকে কল করতে পারবে তা নির্বাচন করার সুযোগও দেবে।
২০২৩ সালের আগস্টে অডিও ও ভিডিও কলের ফিচারটির ঘোষণা দেয় এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। এসব প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ বানানোর ইলন মাস্কের পরিকল্পনার অংশ। এছাড়া এক্সের মাধ্যমে গ্রাহকেরা অর্থ আদান প্রদান করার ফিচারও নিয়ে আসা হচ্ছে। এজন্য কোম্পানিটি প্রয়োজনীয় ১৫ তম লাইসেন্সও পেয়েছে।
টাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
১ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রক্রিয়ার জন্য ‘প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট’ হবে কানাডার টরন্টো ওয়েস্
৫ ঘণ্টা আগেবিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১ দিন আগে