অনলাইন ডেস্ক
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই তাঁদের চ্যাটবট গ্রোক–এর স্বতন্ত্র আইওএস অ্যাপ নিয়ে এসেছে। এক্সএআই–এর এই নতুন উদ্যোগটি গ্রোক চ্যাটবটকে আরও বিস্তৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
অস্ট্রেলিয়া এবং অন্যান্য কিছু দেশে পরীক্ষামূলকভাবে গ্রোক অ্যাপটি চালু করা রয়েছে। তবে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের জন্য প্রায় প্রস্তুত বলে জানা গেছে। এটি চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লদ–এর মতো চ্যাটবটগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে।
গ্রোকের চ্যাটবটের এর প্রধান ফিচারগুলো অ্যাপটিতে পাওয়া যাবে এবং একই গ্রোক–২ এআই মডেল এতে ব্যবহার করা হয়েছে। অ্যাপটি টেক্সট এডিট, সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া এবং টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করতে পারে।
গ্রোক অ্যাপটি ওয়েব এবং এক্স (সাবেক টুইটার) থেকে রিয়েল-টাইম ডেটাও অ্যাকসেস করতে পারে। পূর্বে শুধুমাত্র এক্স প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবাররা এই চ্যাটবটটি ব্যবহার করতে পারত। তবে নভেম্বরে এক্সএআই একটি ফ্রি সংস্করণ পরীক্ষা শুরু করে এবং এ মাসের শুরুর দিকে তা সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করে। কোম্পানি এখন একটি নির্দিষ্ট ওয়েবসাইট ‘গ্রোক ডট কম’ তৈরির কাজও করছে, এটি চ্যাটবটটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
গ্রোকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো–নির্দেশনার মাধ্যমে ছবি তৈরির ফিচার। এক্স এআই দাবি করে যে, গ্রোক বাস্তবধর্মী ছবি তৈরিতে দক্ষ। কিছু প্রতিদ্বন্দ্বী তুলনায় এর ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। গ্রোক ব্যবহারকারীদের আপলোড করা ছবি বিশ্লেষণও করতে সক্ষম। যেমন: ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা কোনো গাছের দিকে তাক করলে তার প্রজাতি বা স্বাস্থ্যের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেয়ে যাবে।
অপরদিকে ছবি তৈরির জন্য এক্সের চ্যাটবটের সঙ্গে কাজ করে ফ্লুক্স এআই ইমেজ ক্রিয়েটর। এই মডেলটি কপিরাইট এবং ট্রেডমার্কের বিষয়টি নিয়ে খুব কঠোর না। এর ফলে কিছু ব্যবহারকারী জনপ্রিয় চরিত্রের এআই ছবি তৈরি করেছেন। যেমন: এক্সের এআই ব্যবহার করে জনপ্রিয় গেমিং চরিত্র মেরিও এর ছবি বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে। এর ফলে নিনটেন্ডোর কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে। এই কারণে নিনটেন্ডোর কপিরাইট লঙ্ঘন অনুসন্ধানকারী এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে।
তবে গ্রোক অ্যাপে ভিন্ন ইমেজ মডেল ব্যবহার করা হতে পারে, যার নাম অরোরা। কিছুদিনের জন্য অরোরা মডেলটি খুবই সংক্ষেপে উন্মোচন করেছিল এক্সএআই।
তথ্যসূত্র: টেকরেডার
ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই তাঁদের চ্যাটবট গ্রোক–এর স্বতন্ত্র আইওএস অ্যাপ নিয়ে এসেছে। এক্সএআই–এর এই নতুন উদ্যোগটি গ্রোক চ্যাটবটকে আরও বিস্তৃত ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি করেছে।
অস্ট্রেলিয়া এবং অন্যান্য কিছু দেশে পরীক্ষামূলকভাবে গ্রোক অ্যাপটি চালু করা রয়েছে। তবে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উন্মোচনের জন্য প্রায় প্রস্তুত বলে জানা গেছে। এটি চ্যাটজিপিটি, গুগলের জেমিনি ও অ্যানথ্রপিকের ক্লদ–এর মতো চ্যাটবটগুলো সঙ্গে প্রতিযোগিতা করবে।
গ্রোকের চ্যাটবটের এর প্রধান ফিচারগুলো অ্যাপটিতে পাওয়া যাবে এবং একই গ্রোক–২ এআই মডেল এতে ব্যবহার করা হয়েছে। অ্যাপটি টেক্সট এডিট, সারাংশ তৈরি, প্রশ্নের উত্তর দেওয়া এবং টেক্সট প্রম্পট থেকে ছবি তৈরি করতে পারে।
গ্রোক অ্যাপটি ওয়েব এবং এক্স (সাবেক টুইটার) থেকে রিয়েল-টাইম ডেটাও অ্যাকসেস করতে পারে। পূর্বে শুধুমাত্র এক্স প্ল্যাটফর্মের সাবস্ক্রাইবাররা এই চ্যাটবটটি ব্যবহার করতে পারত। তবে নভেম্বরে এক্সএআই একটি ফ্রি সংস্করণ পরীক্ষা শুরু করে এবং এ মাসের শুরুর দিকে তা সমস্ত ব্যবহারকারীদের জন্য চালু করে। কোম্পানি এখন একটি নির্দিষ্ট ওয়েবসাইট ‘গ্রোক ডট কম’ তৈরির কাজও করছে, এটি চ্যাটবটটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে।
গ্রোকের একটি প্রধান বৈশিষ্ট্য হলো–নির্দেশনার মাধ্যমে ছবি তৈরির ফিচার। এক্স এআই দাবি করে যে, গ্রোক বাস্তবধর্মী ছবি তৈরিতে দক্ষ। কিছু প্রতিদ্বন্দ্বী তুলনায় এর ওপর কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। গ্রোক ব্যবহারকারীদের আপলোড করা ছবি বিশ্লেষণও করতে সক্ষম। যেমন: ব্যবহারকারীরা ফোনের ক্যামেরা কোনো গাছের দিকে তাক করলে তার প্রজাতি বা স্বাস্থ্যের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পেয়ে যাবে।
অপরদিকে ছবি তৈরির জন্য এক্সের চ্যাটবটের সঙ্গে কাজ করে ফ্লুক্স এআই ইমেজ ক্রিয়েটর। এই মডেলটি কপিরাইট এবং ট্রেডমার্কের বিষয়টি নিয়ে খুব কঠোর না। এর ফলে কিছু ব্যবহারকারী জনপ্রিয় চরিত্রের এআই ছবি তৈরি করেছেন। যেমন: এক্সের এআই ব্যবহার করে জনপ্রিয় গেমিং চরিত্র মেরিও এর ছবি বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হচ্ছে। এর ফলে নিনটেন্ডোর কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে। এই কারণে নিনটেন্ডোর কপিরাইট লঙ্ঘন অনুসন্ধানকারী এর বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছে।
তবে গ্রোক অ্যাপে ভিন্ন ইমেজ মডেল ব্যবহার করা হতে পারে, যার নাম অরোরা। কিছুদিনের জন্য অরোরা মডেলটি খুবই সংক্ষেপে উন্মোচন করেছিল এক্সএআই।
তথ্যসূত্র: টেকরেডার
বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠান এক্সএআই নতুন করে ৬ বিলিয়ন বা ৬০০ কোটি ডলার বিনিয়োগ পেয়েছে। এর ফলে কোম্পানিটির মূলধন দাঁড়িয়েছে ১২ বিলিয়ন ডলার এবং বাজারমূল্য হয়েছে ৫০ বিলিয়ন ডলার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
২৬ মিনিট আগেহোয়াটসঅ্যাপের চ্যাটিংকে আকর্ষণীয় করতে স্টিকার শেয়ার করেন অনেকেই। তাই পছন্দের স্টিকার প্যাকগুলো বন্ধুদের সঙ্গে শেয়ারের জন্য প্ল্যাটফর্মটিতে স্টিকার শেয়ারিং ফিচার চালু করেছে মেটা।
১৭ ঘণ্টা আগেচীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তাহলে তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এব
১৮ ঘণ্টা আগেহিউম্যানয়েড বা মানবাকৃতি রোবট তৈরির পরিকল্পনা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানায়, হিউম্যানয়েড রোবট তৈরির জন্য গবেষণা চালিয়ে যাচ্ছে ওপেনএআই-এর কর্মীরা।
২১ ঘণ্টা আগে