অনলাইন ডেস্ক
স্মার্টফোন, ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসের সামনে না থেকেও নিদির্ষ্ট সময়ে ইনস্টাগ্রামে পোস্ট করা যায়। কোনো ছবি বা রিলস (স্টোরি বাদে) টুলটির মাধ্যমে শিডিউল বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্ল্যাটফর্মটিতে পোস্ট করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সময় বাঁচবে ও পোস্টের ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টগুলোর জন্য এই ফিচার বেশি কাজে লাগে।
দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যাবে। প্রথম উপায়টি হল—ইনস্টাগ্রামের নিজস্ব টুল ব্যবহার করে। এই টুল ব্যবহারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন এবং পোস্ট বা রিল তৈলরি করতে প্লাস (+) আইকোনে ট্যাপ করুন।
২. যে ভিডিও বা ছবি শেয়ার করতে চান, তা নির্বাচন করুন ও প্রয়োজন অনুসারে এডিট করুন।
৩. এডিট করা শেষ হলে ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন।
৪. শেয়ার করার পেজ চালু হলে ‘শিডিউল দিস পোস্ট’ খুঁজে বের করুন।
৫. পোস্ট ও রিলস শিডিউলের জন্য পছন্দমত তারিখ ও সময় নির্বাচন করুন। ৭৫ দিন পর্যন্ত পোস্ট শিডিউল করা যাবে।
৬. এরপর ‘শিডিউল’ অপশনে ট্যাপ করুন।
থার্ড পার্ট অ্যাপ ব্যবহার করে
লেটার, হুটসুইট বা প্ল্যানওলির মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইনস্টাগ্রামে পোস্ট শিডিউল করা যাবে।
১. এসব অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যুক্ত করুন।
২. অ্যাপের মধ্যে ছবি ও ভিডিও আপলোড করুন ও এডিট করুন।
৩. কাঙ্ক্ষিত তারিখ ও সময় অনুযায়ী পোস্ট বা ভিডিওটি শিডিউল করুন।
পোস্ট রিভিউ, হ্যাশট্যাগ সাজেশন ও অ্যানালিটিকসের মতো বেশ কিছু অতিরিক্ত ফিচার থার্ড পার্টি অ্যাপে পাওয়া যাবে।
ইনস্টাগ্রাম পোস্ট শিডিউলের জন্য কিছু টিপস
১. কনটেন্ট আপলোডের জন্য আগে থেকেই পরিকল্পনা করুন। তাহলে শেষ সময়ে এসে তাড়াহুড়ো কোনো পোস্ট শেয়ার করতে হবে না।
২. নিজের ব্র্যান্ডের ওপর ফলোয়ারদের দৃষ্টিআর্কষণ করতে নিজস্ব স্টাইল পোস্ট করতে থাকুন।
৩. কমেন্ট ও মেসেজের রিপ্লাই দিয়ে অডিয়েন্সের সঙ্গে যুক্ত থাকুন।
৪. ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়াতে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করা জরুরি। তবে দিনে খুব বেশি পোস্ট না করলে ফলোয়াররা বিরক্তও হতে পারে।
৫. কোনো পোস্টগুলো ফলোয়াররা পছন্দ করছে তা পর্যবেক্ষণ করুন।
স্মার্টফোন, ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসের সামনে না থেকেও নিদির্ষ্ট সময়ে ইনস্টাগ্রামে পোস্ট করা যায়। কোনো ছবি বা রিলস (স্টোরি বাদে) টুলটির মাধ্যমে শিডিউল বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্ল্যাটফর্মটিতে পোস্ট করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সময় বাঁচবে ও পোস্টের ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টগুলোর জন্য এই ফিচার বেশি কাজে লাগে।
দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যাবে। প্রথম উপায়টি হল—ইনস্টাগ্রামের নিজস্ব টুল ব্যবহার করে। এই টুল ব্যবহারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন এবং পোস্ট বা রিল তৈলরি করতে প্লাস (+) আইকোনে ট্যাপ করুন।
২. যে ভিডিও বা ছবি শেয়ার করতে চান, তা নির্বাচন করুন ও প্রয়োজন অনুসারে এডিট করুন।
৩. এডিট করা শেষ হলে ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন।
৪. শেয়ার করার পেজ চালু হলে ‘শিডিউল দিস পোস্ট’ খুঁজে বের করুন।
৫. পোস্ট ও রিলস শিডিউলের জন্য পছন্দমত তারিখ ও সময় নির্বাচন করুন। ৭৫ দিন পর্যন্ত পোস্ট শিডিউল করা যাবে।
৬. এরপর ‘শিডিউল’ অপশনে ট্যাপ করুন।
থার্ড পার্ট অ্যাপ ব্যবহার করে
লেটার, হুটসুইট বা প্ল্যানওলির মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইনস্টাগ্রামে পোস্ট শিডিউল করা যাবে।
১. এসব অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যুক্ত করুন।
২. অ্যাপের মধ্যে ছবি ও ভিডিও আপলোড করুন ও এডিট করুন।
৩. কাঙ্ক্ষিত তারিখ ও সময় অনুযায়ী পোস্ট বা ভিডিওটি শিডিউল করুন।
পোস্ট রিভিউ, হ্যাশট্যাগ সাজেশন ও অ্যানালিটিকসের মতো বেশ কিছু অতিরিক্ত ফিচার থার্ড পার্টি অ্যাপে পাওয়া যাবে।
ইনস্টাগ্রাম পোস্ট শিডিউলের জন্য কিছু টিপস
১. কনটেন্ট আপলোডের জন্য আগে থেকেই পরিকল্পনা করুন। তাহলে শেষ সময়ে এসে তাড়াহুড়ো কোনো পোস্ট শেয়ার করতে হবে না।
২. নিজের ব্র্যান্ডের ওপর ফলোয়ারদের দৃষ্টিআর্কষণ করতে নিজস্ব স্টাইল পোস্ট করতে থাকুন।
৩. কমেন্ট ও মেসেজের রিপ্লাই দিয়ে অডিয়েন্সের সঙ্গে যুক্ত থাকুন।
৪. ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়াতে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করা জরুরি। তবে দিনে খুব বেশি পোস্ট না করলে ফলোয়াররা বিরক্তও হতে পারে।
৫. কোনো পোস্টগুলো ফলোয়াররা পছন্দ করছে তা পর্যবেক্ষণ করুন।
মার্কেট ইন্টেলিজেন্স ফার্ম সিমিলার ওয়েবের মতে, প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীদের দিক থেকে থ্রেডসের সঙ্গে প্রতিযোগিতা করছে ব্লুস্কাই। বর্তমানে ব্লুস্কাইয়ের অ্যাপটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অ্যাপল অ্যাপ স্টোরে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এরপরেই রয়েছে থ্রেডস।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানি ভ্যালে শহরে অত্যাধুনিক ও পরিবেশবান্ধব পাঁচতলা অফিস ভবন তৈরি করেছে টেক জায়ান্ট গুগল। এই ভবনের বিশেষত্ব হলো—এটি তৈরিতে প্রথমবারের মতো ‘মাস টিম্বার’ ব্যবহার করেছে কোম্পানিটি। কাঠ বিভিন্নভাবে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাস টিম্বার তৈরি করা হয়। তাই ভবনটি...
১ দিন আগেপাশ্চাত্যে উৎসবের মৌসুমে বা নতুন বছর আসার আগে প্রায় সবাই ছুটি উপভোগ করেন। এই সময়টিতে পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানো, বিশ্রাম নেওয়া এবং গত বছরের কঠিন কাজের চাপ থেকে মুক্তি পাওয়া একটি সাধারণ বিষয়। অনেক কোম্পানি এসময় কর্মীদের ছুটি দেয়, যাতে তারা শারীরিক এবং মানসিকভাবে পুনরুজ্জীবিত হতে পারে। তবে এ
১ দিন আগেদৈনন্দিন জীবনে ব্যবহারে জন্য টেকসই স্মার্টফোনের চাহিদা অনেক বেশি। এজন্য মিড রেঞ্জের টেকসই স্মার্টফোন ‘অনার এক্স ৯ সি’ উন্মোচন করেছে অনার। এই মডেল গত অক্টোবর মাসে লঞ্চ হওয়া এক্স ৯ বি–এর উত্তরসূরি। ফোনটি হাত থেকে পড়ে গেলেও অক্ষত থাকবে বলে কোম্পানিটি দাবি করছে। ফোনটির ব্যাটারি চার্জ ২ শতাংশে নেমে আসে ত
১ দিন আগে