অনলাইন ডেস্ক
স্মার্টফোন, ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসের সামনে না থেকেও নিদির্ষ্ট সময়ে ইনস্টাগ্রামে পোস্ট করা যায়। কোনো ছবি বা রিলস (স্টোরি বাদে) টুলটির মাধ্যমে শিডিউল বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্ল্যাটফর্মটিতে পোস্ট করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সময় বাঁচবে ও পোস্টের ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টগুলোর জন্য এই ফিচার বেশি কাজে লাগে।
দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যাবে। প্রথম উপায়টি হল—ইনস্টাগ্রামের নিজস্ব টুল ব্যবহার করে। এই টুল ব্যবহারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন এবং পোস্ট বা রিল তৈলরি করতে প্লাস (+) আইকোনে ট্যাপ করুন।
২. যে ভিডিও বা ছবি শেয়ার করতে চান, তা নির্বাচন করুন ও প্রয়োজন অনুসারে এডিট করুন।
৩. এডিট করা শেষ হলে ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন।
৪. শেয়ার করার পেজ চালু হলে ‘শিডিউল দিস পোস্ট’ খুঁজে বের করুন।
৫. পোস্ট ও রিলস শিডিউলের জন্য পছন্দমত তারিখ ও সময় নির্বাচন করুন। ৭৫ দিন পর্যন্ত পোস্ট শিডিউল করা যাবে।
৬. এরপর ‘শিডিউল’ অপশনে ট্যাপ করুন।
থার্ড পার্ট অ্যাপ ব্যবহার করে
লেটার, হুটসুইট বা প্ল্যানওলির মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইনস্টাগ্রামে পোস্ট শিডিউল করা যাবে।
১. এসব অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যুক্ত করুন।
২. অ্যাপের মধ্যে ছবি ও ভিডিও আপলোড করুন ও এডিট করুন।
৩. কাঙ্ক্ষিত তারিখ ও সময় অনুযায়ী পোস্ট বা ভিডিওটি শিডিউল করুন।
পোস্ট রিভিউ, হ্যাশট্যাগ সাজেশন ও অ্যানালিটিকসের মতো বেশ কিছু অতিরিক্ত ফিচার থার্ড পার্টি অ্যাপে পাওয়া যাবে।
ইনস্টাগ্রাম পোস্ট শিডিউলের জন্য কিছু টিপস
১. কনটেন্ট আপলোডের জন্য আগে থেকেই পরিকল্পনা করুন। তাহলে শেষ সময়ে এসে তাড়াহুড়ো কোনো পোস্ট শেয়ার করতে হবে না।
২. নিজের ব্র্যান্ডের ওপর ফলোয়ারদের দৃষ্টিআর্কষণ করতে নিজস্ব স্টাইল পোস্ট করতে থাকুন।
৩. কমেন্ট ও মেসেজের রিপ্লাই দিয়ে অডিয়েন্সের সঙ্গে যুক্ত থাকুন।
৪. ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়াতে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করা জরুরি। তবে দিনে খুব বেশি পোস্ট না করলে ফলোয়াররা বিরক্তও হতে পারে।
৫. কোনো পোস্টগুলো ফলোয়াররা পছন্দ করছে তা পর্যবেক্ষণ করুন।
স্মার্টফোন, ডেস্কটপ বা অন্য কোনো ডিভাইসের সামনে না থেকেও নিদির্ষ্ট সময়ে ইনস্টাগ্রামে পোস্ট করা যায়। কোনো ছবি বা রিলস (স্টোরি বাদে) টুলটির মাধ্যমে শিডিউল বা নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্ল্যাটফর্মটিতে পোস্ট করা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীদের সময় বাঁচবে ও পোস্টের ধারাবাহিকতা বজায় থাকবে। বিশেষ করে পাবলিক অ্যাকাউন্টগুলোর জন্য এই ফিচার বেশি কাজে লাগে।
দুই উপায়ে ইনস্টাগ্রামের পোস্ট শিডিউল করা যাবে। প্রথম উপায়টি হল—ইনস্টাগ্রামের নিজস্ব টুল ব্যবহার করে। এই টুল ব্যবহারের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন এবং পোস্ট বা রিল তৈলরি করতে প্লাস (+) আইকোনে ট্যাপ করুন।
২. যে ভিডিও বা ছবি শেয়ার করতে চান, তা নির্বাচন করুন ও প্রয়োজন অনুসারে এডিট করুন।
৩. এডিট করা শেষ হলে ‘নেক্সট’ অপশনে ট্যাপ করুন।
৪. শেয়ার করার পেজ চালু হলে ‘শিডিউল দিস পোস্ট’ খুঁজে বের করুন।
৫. পোস্ট ও রিলস শিডিউলের জন্য পছন্দমত তারিখ ও সময় নির্বাচন করুন। ৭৫ দিন পর্যন্ত পোস্ট শিডিউল করা যাবে।
৬. এরপর ‘শিডিউল’ অপশনে ট্যাপ করুন।
থার্ড পার্ট অ্যাপ ব্যবহার করে
লেটার, হুটসুইট বা প্ল্যানওলির মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে ইনস্টাগ্রামে পোস্ট শিডিউল করা যাবে।
১. এসব অ্যাপের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি যুক্ত করুন।
২. অ্যাপের মধ্যে ছবি ও ভিডিও আপলোড করুন ও এডিট করুন।
৩. কাঙ্ক্ষিত তারিখ ও সময় অনুযায়ী পোস্ট বা ভিডিওটি শিডিউল করুন।
পোস্ট রিভিউ, হ্যাশট্যাগ সাজেশন ও অ্যানালিটিকসের মতো বেশ কিছু অতিরিক্ত ফিচার থার্ড পার্টি অ্যাপে পাওয়া যাবে।
ইনস্টাগ্রাম পোস্ট শিডিউলের জন্য কিছু টিপস
১. কনটেন্ট আপলোডের জন্য আগে থেকেই পরিকল্পনা করুন। তাহলে শেষ সময়ে এসে তাড়াহুড়ো কোনো পোস্ট শেয়ার করতে হবে না।
২. নিজের ব্র্যান্ডের ওপর ফলোয়ারদের দৃষ্টিআর্কষণ করতে নিজস্ব স্টাইল পোস্ট করতে থাকুন।
৩. কমেন্ট ও মেসেজের রিপ্লাই দিয়ে অডিয়েন্সের সঙ্গে যুক্ত থাকুন।
৪. ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়াতে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করা জরুরি। তবে দিনে খুব বেশি পোস্ট না করলে ফলোয়াররা বিরক্তও হতে পারে।
৫. কোনো পোস্টগুলো ফলোয়াররা পছন্দ করছে তা পর্যবেক্ষণ করুন।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আগামী কয়েক মাসের মধ্যেই চালু হতে যাচ্ছে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা। যুক্তরাষ্ট্রের নির্মাতাপ্রতিষ্ঠান আর্চার ঘোষণা করেছে, তারা শিগগির আবুধাবিতে তাদের ‘মিডনাইট’ উড়োজাহাজ উড্ডয়ন করবে এবং এ বছরই যাত্রী পরিবহন শুরু করবে।
৫ ঘণ্টা আগেকোম্পানির গোপন তথ্য বাইরে ফাঁস করায় সম্প্রতি প্রায় ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ তথ্য নিশ্চিত করেছেন মেটার একজন মুখপাত্র ডেভ আর্নল্ড।
১ দিন আগেরমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের প্রিয়জনদের রমজানের শুভেচ্ছা জানান অনেকেই। এই বার্তা জানাতে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ। আর এসব বার্তার সঙ্গে রমজানের জন্য বিশেষ স্টিকার বা জিআইফ পাঠিয়ে সেগুলো আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন।
২ দিন আগেনতুন পথচলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। কারণ চলতি বছরে দ্বিতীয় ত্রৈমাসিকে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনবিসি।
২ দিন আগে