Ajker Patrika

আরও ২ বছর কোয়ালকমের সঙ্গে থাকছে অ্যাপল

আরও ২ বছর কোয়ালকমের সঙ্গে থাকছে অ্যাপল

৫জি চিপ তৈরিতে কোয়ালকমের সঙ্গে চুক্তির মেয়াদ ২ বছর বাড়িয়েছে অ্যাপল। ২০২৭ সালের মার্চ পর্যন্ত এই চুক্তি কার্যকর থাকবে। কোম্পনির চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, তাই পরবর্তী প্রজন্মের আইফোনগুলোয় কোয়ালকমের ৫জি মডেম থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাপলের বিভিন্ন তথ্য প্রদানকারী ওয়েবসাইট ম্যাকরিউমারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

গত কয়েক বছর ধরেই নিজস্ব ৫জি মডেম চিপ তৈরির চেষ্টা করছে অ্যাপল। এই প্রযুক্তি তৈরিতে সফল হলে,৫জি চিপ তৈরির জন্য অ্যাপলকে আর কোয়ালকমের ওপর নির্ভর করতে হবে না। তবে, নিজস্ব চিপ তৈরিতে অ্যাপলের আরও সময় প্রয়োজন। 

 ২০২৩ সালে নভেম্বরে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরমান বলেন, অ্যাপলের নিজস্ব মডেম চিপ তৈরির কাজ ২০২৫ বা ২০২৬ সাল পর্যন্ত স্থগিত হয়েছে এবং চিপ তৈরি শুরু হতে পারে এর চেয়ে আরও দেরি হতে পারে। 

প্রাথমিকভাবে ২০২৪ সালের মধ্যেই নিজস্ব চিপ তৈরি লক্ষ্য নির্ধারণ করেছিল অ্যাপল। আইফোনে এসই মডেলের মাধ্যমে এই চিপ উন্মোচন করতে চেয়েছিল এই কোম্পানি। আর ২০২৫ সালে মডেলটি উন্মোচন করা হবে। তবে এই মডেলে থাকবে না চিপটি বলে ধারণা করা হচ্ছে। 

সেই প্রতিবেদনে গুরমান আরও বলেন, কোয়ালকমের চিপগুলোর মতো বা এর চেয়ে ভালো একটি চিপ তৈরি করার ক্ষেত্রে ‘বহু বছর’ পিছিয়ে রয়েছে অ্যাপল। 

চিপের কোড চুরি করেছে বলে অ্যাপলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইন্টেল। তাই চিপ তৈরিতে অ্যাপলের দেরি হচ্ছে। কারণ নতুন করে কোড লেখা ও ফিচার যুক্ত করতে হচ্ছে আইফোন প্রস্তুতকারক কোম্পানটিকে। এছাড়া মডেম তৈরির ক্ষেত্রে কোয়ালকমের পেটেন্ট লঙ্ঘন যেন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে অ্যাপলকে। 

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৯ সালে অ্যাপল ও কোয়ালকম ৫জি চিপ তৈরির চুক্তিতে সই করে। 

ইউএসবিএসের বিশ্লেষকেরা এক গবেষণাপত্রে বলেন, ২০২২ সালে অ্যাপলের কাছে ৭২৬ কোটি ডলারের চিপ বিক্রি করেছে কোয়ালকম। 

এছাড়া ২০২৪ সালের আইফোন ১৬ প্রো মডেলে উন্নত নেটওয়ার্ক প্রযুক্তিসহ কোয়ালকমের স্ন্যাপড্রাগন এক্স ৭৫ মডেম ব্যবহার করা হবে বলে বিভিন্ন বিশ্লেষকেরা ধারণা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত