অনলাইন ডেস্ক
ইসরায়েলে চিপ তৈরির কারখানা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের ইনটেল করপোরেশনকে ৩২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে তেল আবিব সরকার। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেতানিয়াহু সরকার এ ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে কারখানা নির্মাণের পরিকল্পনা করছে শীর্ষস্থানীয় কম্পিউটার প্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ কারণে ইসরায়েল ও এর সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ইনটেলের সঙ্গে ইসরায়েলের এ চুক্তি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনকেই নির্দেশ করে। গাজায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ক্রমাগত তেল আবিবের ওপর চাপ দিয়ে যাচ্ছে। এরপরও ইনটেলকে এত বড় অঙ্কের অর্থ দেওয়া দুই দেশের ঘনিষ্ঠতার প্রমাণ।
এই অর্থ ওই চিপ কারখানায় মোট বিনিয়োগের ১২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ইসরায়েলি সরবরাহকারীদের কাছ থেকে আগামী এক দশকে ৬ হাজার শেকেল (এক হাজার ৬৬০ কোটি ডলার) মূল্যের পণ্য ও সেবা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এ কারখানা নির্মাণের ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনেই এ চুক্তির কথা জানিয়েছিলেন। কিন্তু তখন তা ইনটেলের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। এমন নতুন চিপ তৈরির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নজিরবিহীন এবং ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিনিয়োগ বলে উল্লেখ করেছে ইনটেল।
বর্তমানে ইসরায়েলের চারটি প্রস্তুত ও উৎপাদন কেন্দ্রে কাজ করছে ইনটেল। এ ছাড়া গাজা উপত্যকা থেকে ৪২ কিলোমিটার থেকে দূরে কিরিয়াত গাতে একটি কারখানা সম্প্রসারণ করছে ইনটেল।
এক বিবৃতিতে ইনটেল বলেছে, ‘কিরিয়াত গাতের সম্প্রসারণ পরিকল্পনা হলো ইনটেলের টেকসই বিশ্বব্যাপী সরবরাহ চেইন তৈরির প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ছাড়া কোম্পানির ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চলমান ও পরিকল্পিত উৎপাদন বিনিয়োগের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’
এ কারখানায় ইনটেল ৭ টেকনোলজি বা ১০ ন্যানোমিটার চিপ এবং ১২ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। এর পাশাপাশি এতে পরোক্ষভাবে আরও ৪২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
ইসরায়েলে চিপ তৈরির কারখানা নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের ইনটেল করপোরেশনকে ৩২০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে তেল আবিব সরকার। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নেতানিয়াহু সরকার এ ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ২ হাজার ৫০০ কোটি ডলার ব্যয়ে কারখানা নির্মাণের পরিকল্পনা করছে শীর্ষস্থানীয় কম্পিউটার প্রসেসর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনটেল।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এ কারণে ইসরায়েল ও এর সঙ্গে জড়িত সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ।
সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রতিষ্ঠান হিসেবে ইনটেলের সঙ্গে ইসরায়েলের এ চুক্তি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনকেই নির্দেশ করে। গাজায় বেসামরিক নাগরিক হত্যা বন্ধে যুক্তরাষ্ট্র ক্রমাগত তেল আবিবের ওপর চাপ দিয়ে যাচ্ছে। এরপরও ইনটেলকে এত বড় অঙ্কের অর্থ দেওয়া দুই দেশের ঘনিষ্ঠতার প্রমাণ।
এই অর্থ ওই চিপ কারখানায় মোট বিনিয়োগের ১২ দশমিক ৮ শতাংশ। এ ছাড়া চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি ইসরায়েলি সরবরাহকারীদের কাছ থেকে আগামী এক দশকে ৬ হাজার শেকেল (এক হাজার ৬৬০ কোটি ডলার) মূল্যের পণ্য ও সেবা কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এ কারখানা নির্মাণের ফলে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত জুনেই এ চুক্তির কথা জানিয়েছিলেন। কিন্তু তখন তা ইনটেলের তরফ থেকে নিশ্চিত করা হয়নি। এমন নতুন চিপ তৈরির কারখানা নির্মাণের সিদ্ধান্ত নজিরবিহীন এবং ইসরায়েলে এটিই সবচেয়ে বড় বিনিয়োগ বলে উল্লেখ করেছে ইনটেল।
বর্তমানে ইসরায়েলের চারটি প্রস্তুত ও উৎপাদন কেন্দ্রে কাজ করছে ইনটেল। এ ছাড়া গাজা উপত্যকা থেকে ৪২ কিলোমিটার থেকে দূরে কিরিয়াত গাতে একটি কারখানা সম্প্রসারণ করছে ইনটেল।
এক বিবৃতিতে ইনটেল বলেছে, ‘কিরিয়াত গাতের সম্প্রসারণ পরিকল্পনা হলো ইনটেলের টেকসই বিশ্বব্যাপী সরবরাহ চেইন তৈরির প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ছাড়া কোম্পানির ইউরোপ ও যুক্তরাষ্ট্রে চলমান ও পরিকল্পিত উৎপাদন বিনিয়োগের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’
এ কারখানায় ইনটেল ৭ টেকনোলজি বা ১০ ন্যানোমিটার চিপ এবং ১২ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে। এর পাশাপাশি এতে পরোক্ষভাবে আরও ৪২ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৭ ঘণ্টা আগে