অপো ওয়াচ ৪ প্রো

প্রযুক্তি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৭: ৪৭

স্মার্টওয়াচ এখন দৈনন্দিন জীবনের অন্যতম অনুষঙ্গ। গত ২৯ আগস্ট চীনের বাজারে এল নতুন স্মার্টওয়াচ অপো ওয়াচ ৪ প্রো। ডিজিটাল এই হাতঘড়ি আনছে জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা অপো। এটি হার্ট রেট, রক্তে অক্সিজেনের পরিমাণ, শরীরের তাপমাত্রা কিংবা ঘুমের পরিমাণ জানানোসহ স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে।

অপো ওয়াচ ৪ প্রো স্মার্টওয়াচটিতে ৩১৬ স্টেইনলেস স্টিল আয়তক্ষেত্রাকার সিরামিক বেইসড ডায়াল রয়েছে। এলটিপিও অ্যামোলিড ১.৯১ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ঘড়িটিতে।

এ স্মার্টওয়াচ চলবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেনারেশন ১ এবং বিইএস ২৭০০সহ ডুয়েল চিপসেটে। এটির রেজল্যুশন ৩৭৮x৪৯৬ পিক্সেল। এর পিক্সেল ঘনত্ব ৩২৬ পিপিআই। এতে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ।

৫৭০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এতে রয়েছে অপটিক্যাল হার্ট রেট সেন্সর, এসপিও২, ইসিজি। পানি প্রতিরোধের জন্য এর একটি ৫ এটিএম রেটিং রয়েছে। এতে দুটোর ৫ এবং এএফসি কানেকশনও দেওয়া হয়েছে। এ ছাড়া থাকবে ব্লাড ও অক্সিজেন সেন্সর।

অপো ওয়াচ ৪ প্রো হাতে পরে থাকার সময় তাপমাত্রা সেন্সরের সাহায্যে এটি শরীরের তাপমাত্রা বলে দিতে পারবে। ইসিজি সেন্সরের সাহায্যে সঠিক হেলথ ট্র্যাকিং করবে এটি।

সূত্র: বাজেটকে, গিজমো চায়না

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত