কোনো অনুষ্ঠান বা বিশেষ দিন সম্পর্কে অন্যদের জানাতে ফেসবুকের ইভেন্ট একটি প্রয়োজনীয় ফিচার। কোনো জন্মদিনের অনুষ্ঠান, মিলনমেলা বা যেকোনো বিষয় নিয়ে ইভেন্ট তৈরি করা যায়। এর মাধ্যমে নির্বাচিত বন্ধু বা আগ্রহী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
শুধু ফেসবুক ইভেন্ট খুললেই হয় না, অনুষ্ঠানটি সফল করার জন্য এটি সঠিকভাবে পরিচালনা করাও প্রয়োজন। কোনো অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে ইভেন্ট ফিচারে। কবে, কোথায়, কখন ইভেন্টটি অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে যাবতীয় তথ্য ফিচারটির মাধ্যমে যুক্ত করা যাবে।
ইভেন্ট তৈরির চারটি প্রাইভেসি সেটিংস রয়েছে। ইভেন্ট তৈরির আগে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রাইভেট: এ ধরনের প্রাইভেট ইভেন্টে শুধু ইভেন্ট ক্রিয়েটররাই অন্য ফেসবুক ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাতে পারবেন। যাঁরা আমন্ত্রণ পাবেন, তাঁরাই অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণকারীদের তালিকা দেখতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তিরা তাঁদের ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ করতে পারবেন কি না, তা ক্রিয়েটরই নির্ধারণ করে দেবেন।
পাবলিক: ইভেন্ট ক্রিয়েটরের বন্ধু তালিকায় না থাকলেও এ ধরনের ইভেন্ট সবাই দেখতে পাবেন। এ ছাড়া কারা কারা অনুষ্ঠান নিয়ে আগ্রহী, তা জানাতে পারবেন।
ফ্রেন্ডস: এ ধরনের ইভেন্ট শুধু ফেসবুক বন্ধুদের জন্য তৈরি করা হয়। এটি পাবলিক ইভেন্টের মতো হলেও এটি শুধু ফেসবুক বন্ধু তালিকার জন্য সীমাবদ্ধ।
গ্রুপ: কোনো ফেসবুক গ্রুপের সদস্যদের জন্য এই ইভেন্ট তৈরি করা যাবে।
ফেসবুকে ইভেন্ট তৈরি করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডান দিকের ওপরে হ্যামবার্গার আইকোন (তিনটি আনুভূমিক লাইন) ট্যাপ করুন বা আইওএসের ক্ষেত্রে এটি নিচের দিকে থাকবে।
৩. এরপর ইভেন্ট অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. পেজটির ডান পাশে ওপরে ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৫. ইভেন্ট তৈরির একটি নতুন পেজ চালু হলে এতে ইভেন্টের নাম, তারিখ ও সময় দিন।
৬. এর ‘is it in person or virtual’ এই অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে অনলাইনে নাকি অফলাইনে ইভেন্টটি অনুষ্ঠিত হবে, তা নির্বাচন করতে হবে। অফলাইনে হলে লোকেশন দিন এবং ভার্চুয়াল হলে ‘ফেসবুক লাইভ’, ‘এক্সটার্নাল লিংক’ বা ‘আদার’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর ‘who can see it?’ অপশন থেকে ইভেন্টটি পাবলিক, প্রাইভেট না ফেসবুক বন্ধুদের জন্য হবে, তা নির্বাচন করুন।
৮.‘What are the details’ অপশন থেকে ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত লিখুন।
৯. এরপর নিচের দিকে ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
ইভেন্ট তৈরি করেই বসে থাকলে চলবে না। অন্যদের আমন্ত্রণ জানাতে হবে, তা না হলে কেউ ইভেন্টটি সম্পর্কে জানবে না। আমন্ত্রণ জানানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডান দিকের ওপরে হ্যামবার্গার আইকোন (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন বা আইওএসের ক্ষেত্রে এটি নিচের দিকে থাকবে।
৩. এরপর ইভেন্ট অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. ‘ইওর ইভেন্ট’ থেকে নিজের তৈরি ইভেন্টে ট্যাপ করুন। এরপর ম্যানেজ অপশনে ট্যাপ করুন।’
৫. ফলে একটি পপআপ মেনু দেখা যাবে। মেনু থেকে ‘ইনভাইট’ অপশনে ট্যাপ করুন।
৬. বন্ধুতালিকা দেখা গেলে সেখান থেকে বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য ‘ইনভাইট’ অপশনে ট্যাপ করুন। আর ফেসবুক বন্ধু ছাড়াও অন্যদের আমন্ত্রণ জানানোর জন্য সার্চ করে অতিথিদের অ্যাকাউন্ট খুঁজে বের করুন এবং ‘ইনভাইট’ অপশনে ট্যাপ করুন।
ইভেন্ট বাতিল করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডান দিকের ওপরে হ্যামবার্গার আইকোন (তিনটি আনুভূমিক লাইন) ট্যাপ করুন বা আইওএসের ক্ষেত্রে এটি নিচের দিকে থাকবে।
৩. এরপর ইভেন্ট অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. ‘ইওর ইভেন্ট’ থেকে যে ইভেন্ট বাতিল করতে চান, তাতে ট্যাপ করুন। এরপর ম্যানেজ অপশনে ট্যাপ করুন।
৫. ফলে একটি পপআপ মেনু দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন।
৬. বাঁ পাশের ‘ডিলিট’ আইকোনে ট্যাপ করুন।
৭. ‘ক্যান্সেল ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে ইভেন্টটি বাতিল হয়ে যাবে। যাঁদের আমন্ত্রণ দেওয়া হয়েছিল, বাতিল হওয়ার তথ্যটি নোটিফিকেশনের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছে যাবে।
সঠিকভাবে ফেসবুক ইভেন্ট পরিচালনার জন্য কিছু টিপস
অতিথিদের আগ্রহ ধরে রাখতে এবং ভালোভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন—
১. ইভেন্টের জন্য একটি আকর্ষণীয় ও তথ্যপূর্ণ শিরোনাম এবং বিস্তারিত তথ্য দিন।
২. ঝাপসা নয়, উঁচু মানের ছবি ও ভিডিও ব্যবহার করুন।
৩. ইভেন্ট প্রচারণার জন্য বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিন।
৪. অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।
৫. ইভেন্ট সম্পর্কে নতুন তথ্য বা পরিবর্তনগুলো শেয়ার করার জন্য ইভেন্টটি আপডেট করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও বিবম
কোনো অনুষ্ঠান বা বিশেষ দিন সম্পর্কে অন্যদের জানাতে ফেসবুকের ইভেন্ট একটি প্রয়োজনীয় ফিচার। কোনো জন্মদিনের অনুষ্ঠান, মিলনমেলা বা যেকোনো বিষয় নিয়ে ইভেন্ট তৈরি করা যায়। এর মাধ্যমে নির্বাচিত বন্ধু বা আগ্রহী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।
শুধু ফেসবুক ইভেন্ট খুললেই হয় না, অনুষ্ঠানটি সফল করার জন্য এটি সঠিকভাবে পরিচালনা করাও প্রয়োজন। কোনো অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে ইভেন্ট ফিচারে। কবে, কোথায়, কখন ইভেন্টটি অনুষ্ঠিত হবে, সে সম্পর্কে যাবতীয় তথ্য ফিচারটির মাধ্যমে যুক্ত করা যাবে।
ইভেন্ট তৈরির চারটি প্রাইভেসি সেটিংস রয়েছে। ইভেন্ট তৈরির আগে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
প্রাইভেট: এ ধরনের প্রাইভেট ইভেন্টে শুধু ইভেন্ট ক্রিয়েটররাই অন্য ফেসবুক ব্যবহারকারীদের আমন্ত্রণ জানাতে পারবেন। যাঁরা আমন্ত্রণ পাবেন, তাঁরাই অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণকারীদের তালিকা দেখতে পারবেন। আমন্ত্রিত ব্যক্তিরা তাঁদের ফেসবুক বন্ধুদের আমন্ত্রণ করতে পারবেন কি না, তা ক্রিয়েটরই নির্ধারণ করে দেবেন।
পাবলিক: ইভেন্ট ক্রিয়েটরের বন্ধু তালিকায় না থাকলেও এ ধরনের ইভেন্ট সবাই দেখতে পাবেন। এ ছাড়া কারা কারা অনুষ্ঠান নিয়ে আগ্রহী, তা জানাতে পারবেন।
ফ্রেন্ডস: এ ধরনের ইভেন্ট শুধু ফেসবুক বন্ধুদের জন্য তৈরি করা হয়। এটি পাবলিক ইভেন্টের মতো হলেও এটি শুধু ফেসবুক বন্ধু তালিকার জন্য সীমাবদ্ধ।
গ্রুপ: কোনো ফেসবুক গ্রুপের সদস্যদের জন্য এই ইভেন্ট তৈরি করা যাবে।
ফেসবুকে ইভেন্ট তৈরি করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডান দিকের ওপরে হ্যামবার্গার আইকোন (তিনটি আনুভূমিক লাইন) ট্যাপ করুন বা আইওএসের ক্ষেত্রে এটি নিচের দিকে থাকবে।
৩. এরপর ইভেন্ট অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. পেজটির ডান পাশে ওপরে ‘+’ আইকোনে ট্যাপ করুন।
৫. ইভেন্ট তৈরির একটি নতুন পেজ চালু হলে এতে ইভেন্টের নাম, তারিখ ও সময় দিন।
৬. এর ‘is it in person or virtual’ এই অপশনে ট্যাপ করুন। এর মাধ্যমে অনলাইনে নাকি অফলাইনে ইভেন্টটি অনুষ্ঠিত হবে, তা নির্বাচন করতে হবে। অফলাইনে হলে লোকেশন দিন এবং ভার্চুয়াল হলে ‘ফেসবুক লাইভ’, ‘এক্সটার্নাল লিংক’ বা ‘আদার’ অপশন নির্বাচন করুন।
৭. এরপর ‘who can see it?’ অপশন থেকে ইভেন্টটি পাবলিক, প্রাইভেট না ফেসবুক বন্ধুদের জন্য হবে, তা নির্বাচন করুন।
৮.‘What are the details’ অপশন থেকে ইভেন্টটি সম্পর্কে বিস্তারিত লিখুন।
৯. এরপর নিচের দিকে ‘ক্রিয়েট ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
ইভেন্ট তৈরি করেই বসে থাকলে চলবে না। অন্যদের আমন্ত্রণ জানাতে হবে, তা না হলে কেউ ইভেন্টটি সম্পর্কে জানবে না। আমন্ত্রণ জানানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডান দিকের ওপরে হ্যামবার্গার আইকোন (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন বা আইওএসের ক্ষেত্রে এটি নিচের দিকে থাকবে।
৩. এরপর ইভেন্ট অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. ‘ইওর ইভেন্ট’ থেকে নিজের তৈরি ইভেন্টে ট্যাপ করুন। এরপর ম্যানেজ অপশনে ট্যাপ করুন।’
৫. ফলে একটি পপআপ মেনু দেখা যাবে। মেনু থেকে ‘ইনভাইট’ অপশনে ট্যাপ করুন।
৬. বন্ধুতালিকা দেখা গেলে সেখান থেকে বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য ‘ইনভাইট’ অপশনে ট্যাপ করুন। আর ফেসবুক বন্ধু ছাড়াও অন্যদের আমন্ত্রণ জানানোর জন্য সার্চ করে অতিথিদের অ্যাকাউন্ট খুঁজে বের করুন এবং ‘ইনভাইট’ অপশনে ট্যাপ করুন।
ইভেন্ট বাতিল করবেন যেভাবে
১. ফেসবুক অ্যাপ চালু করুন।
২. অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডান দিকের ওপরে হ্যামবার্গার আইকোন (তিনটি আনুভূমিক লাইন) ট্যাপ করুন বা আইওএসের ক্ষেত্রে এটি নিচের দিকে থাকবে।
৩. এরপর ইভেন্ট অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন। ফলে নতুন একটি পেজ চালু হবে।
৪. ‘ইওর ইভেন্ট’ থেকে যে ইভেন্ট বাতিল করতে চান, তাতে ট্যাপ করুন। এরপর ম্যানেজ অপশনে ট্যাপ করুন।
৫. ফলে একটি পপআপ মেনু দেখা যাবে। মেনু থেকে ‘এডিট’ অপশনে ট্যাপ করুন।
৬. বাঁ পাশের ‘ডিলিট’ আইকোনে ট্যাপ করুন।
৭. ‘ক্যান্সেল ইভেন্ট’ অপশনে ট্যাপ করুন।
এর ফলে ইভেন্টটি বাতিল হয়ে যাবে। যাঁদের আমন্ত্রণ দেওয়া হয়েছিল, বাতিল হওয়ার তথ্যটি নোটিফিকেশনের মাধ্যমে তাঁদের কাছে পৌঁছে যাবে।
সঠিকভাবে ফেসবুক ইভেন্ট পরিচালনার জন্য কিছু টিপস
অতিথিদের আগ্রহ ধরে রাখতে এবং ভালোভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন—
১. ইভেন্টের জন্য একটি আকর্ষণীয় ও তথ্যপূর্ণ শিরোনাম এবং বিস্তারিত তথ্য দিন।
২. ঝাপসা নয়, উঁচু মানের ছবি ও ভিডিও ব্যবহার করুন।
৩. ইভেন্ট প্রচারণার জন্য বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিন।
৪. অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিন।
৫. ইভেন্ট সম্পর্কে নতুন তথ্য বা পরিবর্তনগুলো শেয়ার করার জন্য ইভেন্টটি আপডেট করুন।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি ও বিবম
চলতি বছরের শুরুতে বেশ কিছু আইপ্যাড ও ম্যাকের আপডেট নিয়ে এলেও ২০২৫ সালে আরও কিছু ডিভাইস নিয়ে আসতে পারে অ্যাপল। এর বেশির ভাগই সেপ্টেম্বর বা অক্টোবরে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেও বেশ কিছু চমক দিতে পারে এই টেক জায়ান্ট।
৯ ঘণ্টা আগেবিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হলো একাধিক নতুন ও আকর্ষণীয় ফিচার। সম্প্রতি এক ব্লগ পোস্টে নতুন ফিচারগুলোর বিস্তারিত প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। চ্যাট, কল ও চ্যানেলের জন্য এসব নতুন ফিচার যুক্ত করেছে মেটা।
১০ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট চ্যাটজিপিটির সঙ্গে যত কথাই হোক না কেন, তা এখন সব মনে রাখতে পারবে। ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান ঘোষণা দিয়েছেন, চ্যাটজিপিটি এখন থেকে ব্যবহারকারীর সঙ্গে হওয়া প্রতিটি কথোপকথন মনে রাখতে পারবে। এতে করে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর এই সহকারী...
১২ ঘণ্টা আগেবহুল প্রতীক্ষিত ওয়ানইউআই ৭ আপডেট রোলআউট করা শুরু করেছে স্যামসাং। গত ৭ এপ্রিল প্রথমে দক্ষিণ কোরিয়ায় চালু হয়েছিল আপডেটটি এবং এখন এটি ইউরোপ, উত্তর আমেরিকা হয়ে ধীরে ধীরে বাংলাদেশী ব্যবহারকারীদের কাছেও পৌঁছাবে। এআই-ভিত্তিক আধুনিক ফিচার, নতুনভাবে ডিজাইন করা ইন্টারফেস এবং উন্নত প্যারফরমেন্স এই আপডেট...
১৪ ঘণ্টা আগে