অনলাইন ডেস্ক
প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
প্রেম কিংবা দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়া পরও প্রাক্তনের সঙ্গে নানা স্মৃতি সময়ে-অসময়ে মনে পড়ে। বিশেষ করে প্রাক্তনদের সঙ্গে তোলা ছবি সামনে এলে অনেকেরই মন খারাপ হয়ে যায়। ডিজিটাল যুগে এসব ছবি ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার করা হয়। এসব ছবিতে প্রাক্তন ছাড়াও অনেকেই থাকতে পারেন। আবার ছবিগুলোর সঙ্গে ভালো সময়ের স্মৃতিও জুড়ে থাকতে পারে। তাই এসব ছবি অনেকেই ডিলিট করতে চান না। এই সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এআই টুল ব্যবহার করা যায়।
‘এক্স–টার্মিনেটর’ নামের নতুন এআই টুলের মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলা যাবে। ডেটিং অ্যাপ ‘ওকেকিউপিড’ ও ছবি এডিটিং সফটওয়্যার কোম্পানি ‘ফটোরুম’ যৌথভাবে টুলটি তৈরি করেছে।
টুলটি অনলাইনে বিনামূল্যে ব্যবহার করা যাবে। ফটোরুমের ‘ম্যাজিক ব্রাশ’ টুল ব্যবহার করে ছবি থেকে যে কাউকে মুছে ফেলা যাবে ও ব্যাকগ্রাউন্ডটির শূন্যস্থান নিখুঁতভাবে পূরণ করা হবে। ফলে এডিটের পরে ছবি দেখে বোঝার উপায় নেই যে ছবিতে আরও একজন ছিল।
টুলটি বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করা যাবে। কারও গোপনীয়তা রক্ষা করতেও টুলটি ব্যবহার করা যাবে। যেমন: ছবিতে কোনো বন্ধুর মুখ অস্পষ্ট করতেও টুলটি কাজে দেবে।
ওকেকিউপিড ১ লাখ ৮৫ হাজার অংশগ্রহণকারীদের নিয়ে একটি জরিপ করে। জরিপের ফলাফলে দেখা যায়, মিলেনিয়াল (১৯৮১ থেকে ১৯৯৬ এর মধ্যে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫০ শতাংশ ও জেন জেড (১৯৯৭ সাল থেকে ২০১২ সালে জন্ম নেওয়া ব্যক্তি) প্রজন্মের ৫৪ শতাংশ ছবি থেকে প্রাক্তনদের মুছে ফেলতে চায়। আর ৬২ শতাংশ নারীরা ছবিতে প্রাক্তনদের দেখতে চান না।
ওকেকিউপিড ও ফটোরুম যৌথভাবে বলেছে, অতীত সম্পর্কের খপ্পর থেকে পছন্দের ছবি ও স্মৃতি উদ্ধার করবে তাদের টুল।
সুতরাং নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ছবি থেকে প্রাক্তনদের খুব সহজেই মুছে ফেলা যাবে।
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
২ মিনিট আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪১ মিনিট আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
২ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৩ ঘণ্টা আগে