ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে রয়েছে চার চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১: ১৯
Thumbnail image

চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক। 

চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে। 

ভিভো হচ্ছে ইউরো ২০২০ এর অফিশিয়াল স্মার্টফোন স্পনসর

চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি। 

ইউরো ফুটবল ২০২০ এর নানারকম প্রচারণায় দেখা যাচ্ছে টিকটককেনানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে। 

ইউরো ২০২০ এর টপ স্কোরারের ট্রফিটি স্পনসর করেছে চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পেচীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত