নতুন আইফোনের চিপে এআরএমের প্রযুক্তি ব্যবহার করবে অ্যাপল

অনলাইন ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৩৫
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২: ২৫

নতুন আইফোন ১৬ আগামী সোমবার উন্মোচন করতে পারে অ্যাপল। স্মার্টফোনটিতে এ১৮ চিপ ব্যবহার করা হবে, যা সফটব্যাংকের মালিকানাধীন এআরএমের ভি৯ চিপের নকশা ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই নতুন প্রযুক্তি আইফোনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার যুক্ত করার লক্ষ্যে ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে গত শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। 

আইফোনে ভি৯ প্রযুক্তি ব্যবহার শুরু করেছে অ্যাপল। আর কোম্পানিটির মোট আয়ের প্রায় অর্ধেকেরও বেশি অ্যাপল থেকেই আসে। অ্যাপলের সঙ্গে এআরএমের কয়েক বছরের লাইসেন্স চুক্তিও রয়েছে। এর আগে এআরএমের প্রধান নির্বাহী রেনে হাস বলেন, ভি৯ প্রযুক্তি পূর্ববর্তী প্রজন্মের ভি৮-এর তুলনায় দ্বিগুণ রয়্যালটি আয় করছে। 

এআরএমের চিপ আর্কিটেকচার বা নকশা একটি নির্দেশনা সেটকে বোঝায়, যা চিপের ভিত্তি তৈরি করে। যুক্তরাজ্যভিত্তিক ও মার্কিন যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত কোম্পানিটি লাইসেন্স এবং রয়েলটির মাধ্যমে আয় করে। ২০২১ সালে ভি৯ চিপ আর্কিটেকচার উন্মোচন করে এআরএম। 

গত মে মাসে অ্যাপল জানায়, নতুন এম৪ চিপের ম্যাকবুকের জন্য ভি৯ আর্কিটেকচার ব্যবহার করছে কোম্পানিটি। এম৪ চিপের মাধ্যমে তার পরবর্তী প্রজন্মের পিসির পারফরম্যান্সে ‘বিশাল উন্নতি’ ঘটেছে। ম্যাকবুকটি আগামী মাসগুলোতে উন্মোচিত হতে পারে। 

 তবে বিষয়টি নিয়ে অ্যাপল ও এআরএমের কেউ মন্তব্য করেননি। অ্যাপল বর্তমানে নিজেকে একটি কৃত্রিম বুদ্ধিমত্তামুখী (এআই) কোম্পানিতে রূপান্তরিত করার প্রক্রিয়ায় রয়েছে। জুন মাসে কোম্পানিটি ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে নতুন ফিচারের ঘোষণা দিয়েছে। এটি এআইভিত্তিক বিভিন্ন সুবিধা ও প্রযুক্তির একটি সমন্বিত প্যাকেজ। 

এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আরও উন্নত সংস্করণের সিরি, কাস্টম ইমোজি তৈরির সুবিধা এবং ছবি এডিটের নতুন টুল। এতে অ্যাপলের নিজস্ব এআই মডেল ব্যবহার করা হবে। এ ছাড়া ওপেনএআইয়ের চ্যাটজিপিটি বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন আইফোনে ব্যবহারকারীরা। সেই সঙ্গে একটি নতুন ‘প্রাইভেট ক্লাউড কম্পিউট’ অবকাঠামো চালু করা হবে, যা ব্যবহারকারীর ডেটা নিরাপদ রাখবে। 

তবে, পকেট আকারের ডিভাইসে এআই মডেল চালানোর জন্য যে বাড়তি কম্পিউটিং ক্ষমতার প্রয়োজন, তা নিশ্চিত করতে চিপ প্রযুক্তির উন্নতি অপরিহার্য। অ্যাপল ইন্টেলিজেন্স বর্তমানের কোম্পানির সবচেয়ে উন্নত আইফোন ১৫ প্রো এবং প্রো ম্যাক্স ডিভাইসে কাজ করে। এগুলো এ১৭ প্রো চিপ রয়েছে। এই চিপ এআরএমের পূর্ববর্তী প্রজন্মের ভি৮ আর্কিটেকচার ব্যবহার করে তৈরি করা হয়েছে। 

গত বছরের সেপ্টেম্বরে শেয়ারবাজারে তালিকাভুক্তির পর থেকে ২০২৪ সালের শুরু থেকে এরআরএমের শেয়ার প্রায় ৭০ শতাংশ বেড়েছে। পিসি, অটোমোটিভ (গাড়ি ও পরিবহন ব্যবস্থার) এবং বিভিন্ন শিল্পের চিপসের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে শুরু করার পাশাপাশি কোম্পানিটি এআই চিপসের প্রতি বিনিয়োগ বাড়াচ্ছে। 

বিনিয়োগকারীরা আইফোন-১৬-এর দিকে গভীরভাবে নজর রাখবেন। বিশেষ করে অ্যাপলের নতুন এআই ফিচারগুলো ব্যবহারকারীদের কোনো অতিরিক্ত সুবিধা দেয় কি না, তা পর্যবেক্ষণ করবেন। এআই ফিচারগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ডিভাইসে চালু করবে বলে ইঙ্গিত দিয়েছে অ্যাপল। 

আইওএসের ১৮-এর আপডেট হিসেবে আইওএস ১৮.১ -এর ডেভেলপার বেটা পরীক্ষা বর্তমানে চলমান, যার মাধ্যমে আইফোনে পরবর্তীতে অ্যাপল ইন্টেলিজেন্স চালু করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত