অনলাইন ডেস্ক
আগামী বছর হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরি করবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। সেই সঙ্গে রোবটগুলো কোম্পানির বিভিন্ন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন ইলন মাস্ক। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মাস্ক বলেন, রোবটগুলো প্রথমে টেসলাতে ব্যবহার করা হবে ও ২০২৬ সালে বিক্রির জন্য এগুলো তৈরি হবে।
টেসলা গাড়ি বিক্রি কমে যাওয়ায় কোম্পানিটি ব্যয় কমানোর চেষ্টা করছে ইলন মাস্ক। আর এ সময়ই এমন ঘোষণা দিলেন এই বিলিনিয়র।
গত মঙ্গলবার টেসলার প্রতিবেদনে বলা হয়, গত ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) টেসলার লাভ ২৭০ কোটি ডলার থেকে ১৫০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির লাভ প্রায় অর্ধেক কমে গেছে।
কোম্পানিটি বলেছে, কোম্পানিটির সামগ্রিক ব্যয় কমানোই এখন টেসলার প্রধান লক্ষ্য।
গাড়িগুলো দাম কমানোর পাশাপাশি বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরও গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় এই বছর টেসলার আয় ৭ শতাংশ কমেছে।
এনার্জি স্টোরেজ ব্যবসার প্রসারের জন্য সামগ্রিকভাবে কোম্পানিটির আয় মাত্র ২ শতাংশ বেড়েছে। গত দিনের (২৩ জুলাই) লেনদেন শেষে টেসলার শেয়ারদরও প্রায় ৮ শতাংশ কমেছে।
বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় গাড়ি ও রোবটের ওপর গুরুত্ব দিচ্ছে মাস্কের কোম্পানিটি।
এর মাগে মাস্ক বলেছিলেন, হিউম্যানয়েড রোবটটির নাম ‘অপটিমাস’ রাখা হয়েছে। চলতি বছরের শেষের দিকে টেসলা কারখানায় রোবটটি ব্যবহার করা হবে।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) মাস্ক বলেন, আগামী বছরে কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য অল্পসংখ্যক হিউম্যানয়েড রোবট তৈরি করা হবে ও ২০২৬ সালে অন্য কোম্পানির ব্যবহারের জন্য বেশি সংখ্যক রোবট তৈরি করবে টেসলা।
হোন্ডা ও বসটন ডাইনামিকসের মতো কোম্পানিগুলোও হিউম্যানয়েড রোবট তৈরি চেষ্টা করছে।
টেসলা বলছে, ‘বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক ও একঘেয়েমি’ কাজগুলো করার জন্য ‘অটোমোনাস হিউম্যানয়েড রোবট’ তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি।
মাস্ক বলেন, রোবটগুলো বিপুল পরিমাণে উৎপাদন করবে টেসলা ও এগুলো ২০ হাজার ডলারের কম দামে বিক্রি হবে।
তবে মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী পূরণ হয় না। ২০১৯ সালে তিনি বলেন, ২০২০ সালের দিকে টেসলার স্বয়ংক্রিয় ট্যাক্সি রাস্তার চলবে।
এই বছরের শুরুর দিকে মাস্ক বলেন, আগামী ৮ আগস্ট রোবো–ট্যাক্সি উন্মোচন করা হবে। তবে রোবো ট্যাক্সি উন্মোচনে আরও সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে বিভিন্ন তথ্য সূত্র।
গত মঙ্গলবার টেসলা বলে, রোবো ট্যাক্সি নিয়ে নিরলসভাবে কাজ করছে কোম্পানিটি। তবে এটি চালুর বিষয়টি নিয়ন্ত্রকের অনুমোদনের ওপর নির্ভর করবে।
আগামী বছর হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট তৈরি করবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা। সেই সঙ্গে রোবটগুলো কোম্পানির বিভিন্ন কাজ করবে বলেও আশা প্রকাশ করেছেন ইলন মাস্ক। বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে মাস্ক বলেন, রোবটগুলো প্রথমে টেসলাতে ব্যবহার করা হবে ও ২০২৬ সালে বিক্রির জন্য এগুলো তৈরি হবে।
টেসলা গাড়ি বিক্রি কমে যাওয়ায় কোম্পানিটি ব্যয় কমানোর চেষ্টা করছে ইলন মাস্ক। আর এ সময়ই এমন ঘোষণা দিলেন এই বিলিনিয়র।
গত মঙ্গলবার টেসলার প্রতিবেদনে বলা হয়, গত ত্রৈমাসিকে (এপ্রিল–জুন) টেসলার লাভ ২৭০ কোটি ডলার থেকে ১৫০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ এ সময়ে কোম্পানিটির লাভ প্রায় অর্ধেক কমে গেছে।
কোম্পানিটি বলেছে, কোম্পানিটির সামগ্রিক ব্যয় কমানোই এখন টেসলার প্রধান লক্ষ্য।
গাড়িগুলো দাম কমানোর পাশাপাশি বিভিন্ন প্রণোদনা দেওয়ার পরও গত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় এই বছর টেসলার আয় ৭ শতাংশ কমেছে।
এনার্জি স্টোরেজ ব্যবসার প্রসারের জন্য সামগ্রিকভাবে কোম্পানিটির আয় মাত্র ২ শতাংশ বেড়েছে। গত দিনের (২৩ জুলাই) লেনদেন শেষে টেসলার শেয়ারদরও প্রায় ৮ শতাংশ কমেছে।
বৈদ্যুতিক গাড়ির চাহিদা কমে যাওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় গাড়ি ও রোবটের ওপর গুরুত্ব দিচ্ছে মাস্কের কোম্পানিটি।
এর মাগে মাস্ক বলেছিলেন, হিউম্যানয়েড রোবটটির নাম ‘অপটিমাস’ রাখা হয়েছে। চলতি বছরের শেষের দিকে টেসলা কারখানায় রোবটটি ব্যবহার করা হবে।
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) মাস্ক বলেন, আগামী বছরে কোম্পানির অভ্যন্তরে ব্যবহারের জন্য অল্পসংখ্যক হিউম্যানয়েড রোবট তৈরি করা হবে ও ২০২৬ সালে অন্য কোম্পানির ব্যবহারের জন্য বেশি সংখ্যক রোবট তৈরি করবে টেসলা।
হোন্ডা ও বসটন ডাইনামিকসের মতো কোম্পানিগুলোও হিউম্যানয়েড রোবট তৈরি চেষ্টা করছে।
টেসলা বলছে, ‘বিপজ্জনক, পুনরাবৃত্তিমূলক ও একঘেয়েমি’ কাজগুলো করার জন্য ‘অটোমোনাস হিউম্যানয়েড রোবট’ তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি।
মাস্ক বলেন, রোবটগুলো বিপুল পরিমাণে উৎপাদন করবে টেসলা ও এগুলো ২০ হাজার ডলারের কম দামে বিক্রি হবে।
তবে মাস্কের উচ্চাভিলাষী পরিকল্পনাগুলো নির্দিষ্ট সময়সীমা অনুযায়ী পূরণ হয় না। ২০১৯ সালে তিনি বলেন, ২০২০ সালের দিকে টেসলার স্বয়ংক্রিয় ট্যাক্সি রাস্তার চলবে।
এই বছরের শুরুর দিকে মাস্ক বলেন, আগামী ৮ আগস্ট রোবো–ট্যাক্সি উন্মোচন করা হবে। তবে রোবো ট্যাক্সি উন্মোচনে আরও সময় প্রয়োজন হবে বলে জানিয়েছে বিভিন্ন তথ্য সূত্র।
গত মঙ্গলবার টেসলা বলে, রোবো ট্যাক্সি নিয়ে নিরলসভাবে কাজ করছে কোম্পানিটি। তবে এটি চালুর বিষয়টি নিয়ন্ত্রকের অনুমোদনের ওপর নির্ভর করবে।
বিশ্বব্যাপী নতুন সিরিজ ফাইন্ড এক্স ৮ উন্মোচন করল চীনের স্মার্টফোন নির্মাতা অপো। এই সিরিজে অপো ফাইন্ড এক্স ও অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। মডেল দুটিতেই ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। তবে অপো ফাইন্ড এক্স ৮ প্রো মডেলে আইফোনের মতো ক্যামেরা বাটন যুক্ত করা হয়েছে। সিরিজটিতে মিডিয়াটেক
১১ ঘণ্টা আগেবৈদ্যুতিক গাড়ির জন্য সলিড স্টেট ব্যাটারি ব্যাপক পরিমাণে তৈরি করবে হোন্ডা। এ জন্য জাপানে একটি উৎপাদন কেন্দ্র তৈরি করেছে কোম্পানিটি। এখানে ব্যাটারিটি তৈরি পরিকল্পনাটি পরীক্ষা–নিরীক্ষা করা হবে। এই পরিকল্পনা কম খরচে ও টেকসই ব্যাটারি তৈরিতে সহায়ক হবে।
১৪ ঘণ্টা আগেম্যাসেজিং প্ল্যাটফর্ম মেসেঞ্জারে একযোগে বেশ কিছু ফিচার যুক্ত করেছে মেটা। ফিচারগুলো ভিডিও কল ও অডিও কলের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। নতুন আপডেটের মাধ্যমে মেসেঞ্জারে নয়েজ সারপ্রেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক ব্যাকগ্রাউন্ড, এইচডি ভিডিও কল এবং হ্যান্ডস ফ্রি কলিংয়ের মতো ফিচার পাওয়া যাবে। এক ব্লগ প
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকার যেন অ্যাপলের বিরুদ্ধে দায়ের করা অ্যান্টিট্রাস্ট বা প্রতিযোগিতা মামলা খারিজ করে, এ জন্য ফেডারেল বিচারককে অনুরোধ করেছে কোম্পানিটি। টেক জায়ান্টটি বলছে, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি কাল্পনিক এবং অ্যাপল একচেটিয়া আধিপত্য বিস্তার করে তা প্রমাণ করতে পারেনি যুক্তরাষ্ট্রের সরকার।
১৬ ঘণ্টা আগে