মাইক্রোসফট টিমস আসছে প্রিমিয়াম সংস্করণে

শামীম সৈকত
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৩: ০১
Thumbnail image

মাইক্রোসফট তাদের মাইক্রোসফট টিমসকে আরও ব্যয়বহুল প্রিমিয়াম সংস্করণে নিয়ে যাচ্ছে।

মাইক্রোসফট টিমস সফটওয়্যার ব্যবহারকারীরা শুরু থেকে যেসব সুবিধা পেতেন, এখন তা আর বিনা মূল্যে পাবেন না। কেননা, কিছু সুবিধা শুধু প্রিমিয়াম সংস্করণের জন্য ব্যবহারযোগ্য করে দিচ্ছে মাইক্রোসফট। গত মাস থেকে ৩০ দিন মেয়াদে ‘ফ্রি ট্রায়াল’ কার্যক্রম শুরু করেছে মাইক্রোসফট টিমস প্রিমিয়াম। যেখানে থাকবে ক্যাপশনের অনুবাদ, কাস্টম টুগেদার মুড, ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্টসহ আকর্ষণীয় কিছু সুবিধা।

এ ছাড়া মাইক্রোসফট টিমস গত মাসে লাইসেন্স নির্দেশনায়ও কিছু পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে,  টিমস লাইসেন্স থেকে টিমস প্রিমিয়াম লাইসেন্সে সরিয়ে নেওয়া হবে এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রিমিয়াম সংস্করণটি চালু হবে।

৩০ দিনের গ্রেস পিরিয়ডের পরে সেটি না কিনলে ব্যবহারকারীরা টিম প্রিমিয়াম অ্যাড-অন ছাড়া সংস্করণের অন্যান্য ফিচার ব্যবহারের সুবিধা পাবেন না। ফ্রি ট্রায়াল শেষে ব্যবহারকারীরা লাইসেন্স কিনে নিতে পারবেন, নতুন ফিচারগুলোও উপভোগ করতে পারবেন।

টিমস প্রিমিয়াম সংস্করণের সুবিধা

  • সরাসরি ক্যাপশনের অনুবাদ-সুবিধা।
  • মিটিং চলাকালে ব্যবহারকারীর সভা ত্যাগ ও যুক্ত হওয়ার সময় রেকর্ডে দেখা যাবে। 
  • নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে টুগেদার মুড।
  • ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে দেওয়া হবে এসএমএস বার্তা।
  • টিমস অ্যাডমিন সেন্টারে গিয়ে ভার্চুয়াল অ্যাপয়েন্টমেন্টের বিশ্লেষণ করা যাবে।

এই সুবিধাগুলো ছাড়া কাস্টম মিটিং ব্র্যান্ডিং, অ্যাডভান্সড মিটিং প্রটেকশনের কিছু সুবিধাও যুক্ত হবে প্রিমিয়াম সংস্করণে।

সূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত