ফিচার ডেস্ক
জিহ্বা দেখে রোগ নির্ণয় করা প্রাচীন পদ্ধতি। আধুনিক যুগের চিকিৎসকেরাও প্রাচীন এই পদ্ধতি ব্যবহার করেন। এবার সেই কাজ করে দেবে এআই। মানুষের জিহ্বা দেখে রোগ নির্ণয় করার এমনই এক মেশিন লার্নিং মডেল আবিষ্কার করেছেন সম্প্রতি গবেষকেরা। এতে প্রমাণিত হয়েছে, এই কম্পিউটার অ্যালগরিদম মানুষের জিহ্বার রং বিশ্লেষণ করে বিভিন্ন রোগনির্ণয়ে ৯৮ শতাংশ নির্ভুল তথ্য দিয়ে থাকে। ইরাকি ও অস্ট্রেলিয়ান গবেষকদের তৈরি ইমেজিং সিস্টেম ডায়াবেটিস, স্ট্রোক, অ্যানিমিয়া, হাঁপানি, লিভার ও গলব্লাডারের অবস্থা, করোনা এবং বিভিন্ন ভাসকুলার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নির্ণয় করতে পারে।
মানুষের জিহ্বার রং রোগনির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দলটি। সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় ও ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটির (এমটিইউ) যৌথ প্রকৌশল গবেষকদের একটি দল টেকনোলজিস জার্নালে এ গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে জিহ্বা দেখে রোগ নির্ণয় করা সম্ভব। মডেলটিতে প্রথমে জিহ্বার বিভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন সময় ও পরিস্থিতির ৫ হাজার ২৬০টি ছবি দেওয়া হয়েছে।
গবেষক দলের সদস্যরা পুরো সিস্টেমটি পরীক্ষা করতে রোগীর কাছ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা ক্যামেরা দিয়ে তাদের জিহ্বার রং ধারণ করেন। কম্পিউটারের ওয়েব ক্যাম দিয়ে সুস্থ ও অসুস্থ—দুই ধরনের মানুষের জিহ্বা পরীক্ষা করা হয়েছে সে সময়। রোগ নির্ণয় করতে গবেষকেরা ৬০টি জিহ্বার চিত্র ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, সাদা জিভ রক্তস্বল্পতা নির্দেশ করতে পারে, কোভিড-১৯-এর ক্ষেত্রে আক্রান্ত হওয়া ব্যক্তিদের লাল জিহ্বা হওয়ার আশঙ্কা রয়েছে এবং নীল বা বেগুনি রঙের জিহ্বা রক্তনালি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা হাঁপানি নির্দেশ করে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন, এআই সিস্টেমটি ‘নিরাপদ, দক্ষ, ব্যবহারকারীবান্ধব রোগ নির্ণয় পদ্ধতি হতে পারে।’ এই সিস্টেম স্মার্টফোনের ক্যামেরার সাহায্যেও রোগ নির্ণয় করতে পারবে।
সূত্র: মেডিকেল এক্সপ্রেস
জিহ্বা দেখে রোগ নির্ণয় করা প্রাচীন পদ্ধতি। আধুনিক যুগের চিকিৎসকেরাও প্রাচীন এই পদ্ধতি ব্যবহার করেন। এবার সেই কাজ করে দেবে এআই। মানুষের জিহ্বা দেখে রোগ নির্ণয় করার এমনই এক মেশিন লার্নিং মডেল আবিষ্কার করেছেন সম্প্রতি গবেষকেরা। এতে প্রমাণিত হয়েছে, এই কম্পিউটার অ্যালগরিদম মানুষের জিহ্বার রং বিশ্লেষণ করে বিভিন্ন রোগনির্ণয়ে ৯৮ শতাংশ নির্ভুল তথ্য দিয়ে থাকে। ইরাকি ও অস্ট্রেলিয়ান গবেষকদের তৈরি ইমেজিং সিস্টেম ডায়াবেটিস, স্ট্রোক, অ্যানিমিয়া, হাঁপানি, লিভার ও গলব্লাডারের অবস্থা, করোনা এবং বিভিন্ন ভাসকুলার ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা নির্ণয় করতে পারে।
মানুষের জিহ্বার রং রোগনির্ণয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে গবেষক দলটি। সম্প্রতি দক্ষিণ অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয় ও ইরাকের মিডল টেকনিক্যাল ইউনিভার্সিটির (এমটিইউ) যৌথ প্রকৌশল গবেষকদের একটি দল টেকনোলজিস জার্নালে এ গবেষণাপত্র প্রকাশ করে। সেখানে ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে জিহ্বা দেখে রোগ নির্ণয় করা সম্ভব। মডেলটিতে প্রথমে জিহ্বার বিভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন সময় ও পরিস্থিতির ৫ হাজার ২৬০টি ছবি দেওয়া হয়েছে।
গবেষক দলের সদস্যরা পুরো সিস্টেমটি পরীক্ষা করতে রোগীর কাছ থেকে ২০ সেন্টিমিটার দূরে রাখা ক্যামেরা দিয়ে তাদের জিহ্বার রং ধারণ করেন। কম্পিউটারের ওয়েব ক্যাম দিয়ে সুস্থ ও অসুস্থ—দুই ধরনের মানুষের জিহ্বা পরীক্ষা করা হয়েছে সে সময়। রোগ নির্ণয় করতে গবেষকেরা ৬০টি জিহ্বার চিত্র ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ, সাদা জিভ রক্তস্বল্পতা নির্দেশ করতে পারে, কোভিড-১৯-এর ক্ষেত্রে আক্রান্ত হওয়া ব্যক্তিদের লাল জিহ্বা হওয়ার আশঙ্কা রয়েছে এবং নীল বা বেগুনি রঙের জিহ্বা রক্তনালি ও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা বা হাঁপানি নির্দেশ করে।
গবেষকেরা জানিয়েছেন, তাঁরা বিশ্বাস করেন, এআই সিস্টেমটি ‘নিরাপদ, দক্ষ, ব্যবহারকারীবান্ধব রোগ নির্ণয় পদ্ধতি হতে পারে।’ এই সিস্টেম স্মার্টফোনের ক্যামেরার সাহায্যেও রোগ নির্ণয় করতে পারবে।
সূত্র: মেডিকেল এক্সপ্রেস
প্রতিনিয়তই আসছে নতুন নতুন প্রযুক্তি। আর নতুন বছর মানে নতুন মডেলের ইলেকট্রনিক পণ্যের সমাহার। ২০২৫ সালও এর ব্যতিক্রম হবে না। বছর জুড়ে নিত্যনতুন পণ্য উন্মোচন হলেও বিশ্বের নামীদামি প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি তুলে ধরে এক বিশেষ ইভেন্টে।
১ দিন আগেদৈনন্দিন সাধারণ কাজের জন্য হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবটের ব্যাপক উৎপাদন শুরু করেছে চীনের রোবোটিকস প্রতিষ্ঠান অ্যাগিবট। এর মাধ্যমে ইলন মাস্কের টেসলার মতো যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোতে টেক্কা দেবে চীন। ২০২৬ সালের মধ্যে অপটিমাস রোবট বাজারে নিয়ে আনার পরিকল্পনা করছেন মাস্ক। তবে এর আগেই
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি আরও ব্যাপকভাবে ব্যবহারের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআই। এবার নির্দিষ্ট ফোন নম্বরে কল করেই চ্যাটজিপিটির সঙ্গে সরাসরি কথা বলা যাবে। অর্থাৎ স্মার্টফোন ছাড়াও টেলিফোন থেকে চ্যাটজিপিটির সাহায্য নেওয়া যাবে। এ ছাড়া হোয়াটসঅ্যাপ থেকেও এখন চ্যাটবটটিত
১ দিন আগেশিশুর সুন্দর ভবিষ্যতের জন্য আনন্দময় শৈশব অত্যন্ত জরুরি। তবে শৈশবে স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকলে বিলিয়নয়ের হতে পারতেন না বলে মনে করেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। সাম্প্রতিক এক ব্লগ পোস্টে এসব কথা বলেন তিনি। সেই সঙ্গে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি কমানোর জন্য অভিভ
১ দিন আগে