কুহেলী রহমান
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
ফিল্ম কিনে ছবি তোলার দিনগুলোয় ফুজি ফিল্ম ছিল বেশ জনপ্রিয় নাম। ডিজিটাল যুগে ছবি তোলা যেমন বদলেছে, তেমনি বদলে গেছে ক্যামেরা। এই বিবর্তনের ধারায় হারিয়ে যেতে বসেছিল ফুজি ফিল্ম। সম্প্রতি নতুন একটি ডিজিটাল ক্যামেরা নিয়ে হাজির হয়েছে প্রতিষ্ঠানটি।
ইনসটেকস সিরিজের নতুন সংস্করণ এ ক্যামেরার নাম ফুজি ফিল্ম ইনসটেকস পল। ফুজির এই ডিজিটাল ক্যামেরা অনেকটাই ছোট এবং দেখতে খেলনা ক্যামেরার মতো। এটি এতটাই ছোট যে হাতের তালুতে সহজে এঁটে যাবে। পাঁচটি রঙে বাজারে পাওয়া যাবে এ ক্যামেরা। এ ক্যামেরায় একাধিক বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে। ইনসটেকস পল ক্যামেরায় একটি রিমোট মুড দেওয়া হয়েছে, যা ব্লুটুথের মাধ্যমে ইনসটেকস পল অ্যাপের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা রিমোট শুটিং, সেলফি ক্যাপচার এবং ইমোজি, স্টিকার বা টেক্সট দিয়ে ছবি কাস্টমাইজ করতে পারবেন।
এই ক্যামেরায় ইন্টারভ্যাল মুড নামের একটি ফিচার রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তিন সেকেন্ডের ব্যবধানে একসঙ্গে একাধিক ছবি ক্লিক করতে পারবেন। পকেট আকারের এই ক্যামেরায় রয়েছে দেড় ইঞ্চির সিএমওএস সেন্সরসহ একটি প্রাইমারি কালার ফিল্টার, একটি ফ্ল্যাশ শাটার, শব্দের জন্য আছে ছোট্ট একটি স্পিকার, একটি মাইক্রো এডি কার্ড স্লট, পাওয়ার বাটন, ফটো মুড বাটন আর ইউএসবি-সি টাইপ চার্জিং পোর্ট।
এই ক্যামেরায় ব্যবহার করা হয়েছে আইএসও ১০০ থেকে ১৬০০, অ্যাপারচার এফ/ ২.২, শাটার স্পিড ১ / ৪ সেকেন্ড থেকে ১ / ৮০০০ সেকেন্ড এবং স্বয়ংক্রিয় সুইচ। ক্যামেরাটিতে থাকছে স্ট্যান্ডার্ড মুড ও রিমোট মুড। দুই থেকে তিন ঘণ্টায় ক্যামেরাটি ফুল চার্জ হয়ে যায়।
এই ক্যামেরা ইনসটেকস লিংক প্রিন্টার সিরিজ ও ইনসটেকসের অন্যান্য ক্যামেরার সঙ্গে ভালো কাজ করতে পারে। ব্যবহারকারীরা এই ক্যামেরার মাধ্যমে ছবি তুলে প্রিন্ট করতে পারবেন। এর দাম প্রায় ১৩ হাজার টাকা। ব্যবহারকারীরা এটি ফুজি ফিল্ম ইন্ডিয়ার অনলাইন বা অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
এক্সের (সাবেক টুইটার) প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডসের অ্যালগরিদম পরিবর্তন করল মেটা। এর ফলে যেসব অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফলো করেন সেগুলোর কনটেন্টই বেশি দেখানো হবে। গত বৃহস্পতিবার থেকে ফিচারটি চালু হয়।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা টাইম ম্যাগাজিন–এর কভারে ধনকুবের ইলন মাস্কের ‘টু ডু লিস্ট’ বা দিনের কাজের তালিকা প্রকাশ করেছে। তবে এটি মাস্কের ব্যক্তিগত চেকলিস্ট নয় বলে স্পষ্টভাবে জানিয়েছেন মাস্ক।
৪ ঘণ্টা আগেটাইপ করার চেয়ে ভয়েস মেসেজ পাঠানো বেশ সহজ। তবে অনেক সময় ভয়েস মেসেজ সবার সামনে শোনা যায় না। সে ক্ষেত্রে মেসেজ না শুনে রিপ্লাই–ও দেওয়া যায়না। এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য মেসেজ ট্রান্সক্রাইব ফিচার যুক্ত করল হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে ভয়েস মেসেজগুলো সহজে টেক্সটে রূপান্তর করা যাবে।
৬ ঘণ্টা আগেনিয়মিত নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দেওয়ার জন্য পরিচিত জাপান। এবার ‘মানুষ ধোয়ার মেশিন’ তৈরি করে তাক লাগিয়ে দিল দেশটি। এটি মানুষ গোসলের জন্য ব্যবহার করতে পারবে। যন্ত্রটির কার্যকারিতা ও ডিজাইন দেখে একে ‘মানুষ ধোয়ার ওয়াশিং মেশিন’ বলে আখ্যা দিয়েছে অনেকই।
৬ ঘণ্টা আগে