একবারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

অনলাইন ডেস্ক    
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৭: ৫৭
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১৮: ০১
ছবি: ফাইল ছবি

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্মগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। অ্যাপটির সঙ্গে সংশ্লিষ্ট নম্বর হারিয়ে গেলে বা কোনো ব্যক্তিগত কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করতে চান অনেকেই।

হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ থাকলেও অ্যাকাউন্ট ডিলিটের জন্য আপনাকে আইওএস বা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে হবে।

অ্যান্ড্রয়েড থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড ফোন থেকে হোয়াটসঅ্যাপ চালু করুন।

২. ওপরের ডান দিকে থাকা তিন ডট আইকোনে ট্যাপ করুন।

৩. এর ফলে একটি মেনু চালু হবে। মেনু থেকে সেটিংস অপশনে ট্যাপ করুন।

৪. এখন অ্যাকাউন্ট অপশনে ট্যাপ করুন।

৫. এরপর ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।

৬. পরের পেজে দেশের ফোন কোড ও ফোন নম্বর দিন। এরপর ‘ডিলিট অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।

আইওএস থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করবেন যেভাবে

১. আইফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলুন।

২. নিচের ডান দিকে থাকা ‘সেটিংস’ ট্যাবে ট্যাপ করুন।

৩. এখন ‘অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।

৪. এরপর ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।

৬. পরের পেজে দেশের ফোন কোড ও ফোন নম্বর দিন। আবার ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে ট্যাপ করুন।

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট মুছে ফেললে যা ঘটবে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একবার ডিলিট হয়ে গেলে এটি আর ফেরত পাওয়া যায় না। নতুন ব্যবহারকারী হিসেবে অ্যাকাউন্টে সাইন আপ করতে হবে। অ্যাকাউন্ট মুছে ফেলার আগে কিছু বিষয় মনে জেনে রাখা প্রয়োজন—

  • অ্যাকাউন্ট ডিলিট করলে হোয়াটসঅ্যাপের সব মেসেজ মুছে যাবে।
  • কোনো সক্রিয় হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও আপনার অ্যাকাউন্ট বের হয়ে যাবে।
  • হোয়াটসঅ্যাপ গুগল ড্রাইভের ব্যাকআপ ডেটাও মুছে দিতে পারে।
  • অ্যাকাউন্টের সঙ্গে থেকে সংশ্লিষ্ট ফোন নম্বরের লিংক মুছে ফেলবে।
  • পরিচিতদের হোয়াটসঅ্যাপ কন্টাক্ট তালিকা থেকে আপনার ফোন নম্বর মুছে ফেলবে।

হোয়াটসঅ্যাপ তথ্য মুছে ফেলতে যতটুকু সময় নেয়

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিটের পর আর এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তবে প্ল্যাটফর্মটি সব তথ্য মুছে ফেলতে ৯০ দিন পর্যন্ত সময় নিতে পারে। ৯০ দিন পরও এই তথ্যের কিছু কপি ব্যাকআপ স্টোরেজে রয়ে যেতে পারে।

তথ্যসূত্র: এক্সডিএ ডেভেলপারস

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত