মা দিবসে প্রযুক্তি উপহার

সৈকত দে
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৮: ৫৯

নিয়ম অনুযায়ী মে মাসের দ্বিতীয় রোববার, ১২ মে বিশ্বজুড়ে পালিত হবে মা দিবস। মায়ের জন্য ধার্য করা দিনটিতে তাঁকে উপহার দেওয়ার কথা কে না ভাবেন! শুধু মায়েদের কথা ভেবে, তাঁদের স্বস্তি দেওয়ার জন্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কেউ কেউ উপহার নির্বাচন করতে চান। মা দিবসের সেরা কয়েকটি প্রযুক্তি উপহারের হদিস দিয়েছেন সৈকত দে

আমাজন কিন্ডল পেপারহোয়াইট
পড়ুয়া মায়েদের জন্য আমাজনের কিন্ডল পেপারহোয়াইট একটি সুন্দর উপহার। যেখানে খুশি, সেখানেই ব্যাগে বহন করা যায়। এক জায়গায় প্রচুর পরিমাণে বই রাখা যায়। যখন যে বই পড়তে ইচ্ছে হয়, পড়া যাবে এই ডিভাইস থেকে। এটি বাড়তি ওজন বা জায়গা নেবে না ভ্রমণে বা যাত্রাপথে। কিন্ডলের নিজস্ব আলোয় পড়া যায় বলে ঘরে থাকা অন্য কারও রাতের ঘুমে ব্যাঘাত ঘটে না। এমন একটি ই-বুক রিডার উপহার পেলে খুশিই হবেন পড়ুয়া মায়েরা।

ring-battery-doorbell-plus-card-cnnuরিং ব্যাটারি ডোরবেল প্লাস
মোশন ডিটেকশনের মাধ্যমে যন্ত্রটি ঘরের চারপাশের নিরাপত্তা নিশ্চিত করে। কে কখন আসছে-যাচ্ছে, সেসব সোফা থেকে না উঠেই মায়েরা গ্যাজেটের মাধ্যমে টের পেয়ে যাবেন। এই উপহার তাঁর শ্রম কমাবে।

hoverbarproduct1টুয়েলভ সাউথ হুভারবার টাওয়ার 
এটি আইপ্যাড রাখার স্ট্যান্ড। মায়েদের দৃষ্টিরেখার সঙ্গে সামঞ্জস্য রেখে এই স্ট্যান্ড আইপ্যাড ধরে রাখে। দেখতে তাঁদের অসুবিধা হয় না। হালকা ওজন হওয়ায় সর্বত্র নিয়ে যাওয়া যায় এটি।

অরা অলডেন ফ্রেম
অরা ফ্রেম আধুনিক প্রযুক্তি ও পুরোনো আবেগের একটা চমৎকার মিশ্রণ। এখানে পারিবারিক সব ছবি তার স্মৃতি এবং আনন্দসহ একত্রে সংরক্ষণ করা যায়। ছবি তোলার সঙ্গে সঙ্গে ফ্রেমে যুক্ত করে দেওয়া যায়, যাতে ঘরে থাকা বয়স্ক ব্যক্তিরা তাঁদের ছেলেমেয়েদের দেখতে পারেন। মাকে উপহার দেওয়ার আগে পুরোনো কিছু ছবি যুক্ত করে দিতে হবে, যাতে তিনি সহজে দেখতে পান ফেলে আসা স্মৃতির ঝলক। অরা অলডেন ফ্রেমে ছবি যুক্ত করে দিলে এর অন্তর্গত প্রযুক্তিই ছবি সাজিয়ে তোলে। বয়স্ক যাঁরা প্রযুক্তিতে দক্ষ নন, তাঁদের জন্য এটি খুবই কার্যকরী উপহার হতে পারে। 

new-project-90অ্যাপল এয়ারপডস প্রো (সেকেন্ড জেন) উইদ ইউএসবি-সি
যে মায়েরা প্রযুক্তিবান্ধব নন, তারযুক্ত এয়ারবাড ব্যবহারে বিরক্তি বোধ করেন, অন্যদিকে অবসরে প্রচুর গান, পডকাস্ট ও অডিওবুক শোনেন, তাঁদের জন্য অ্যাপলের এয়ারপডস প্রো ভালো নির্বাচন হতে পারে। তারের ঝামেলা না থাকায় মায়েরাও পাবেন শান্তি। 

beats-fit-pro-20240313145451277বিটস ফিট প্রো
যেসব মা গান শুনতে শুনতে ব্যায়াম করতে পছন্দ করেন, তাঁদের জন্য বিটস ফিট প্রো সুন্দর নির্বাচন। এটি কানের সঙ্গে লেগে থাকে এবং খুলে পড়ে না। নতুন ধরনের কালো রঙের বিশেষ সংস্করণটি খুবই সুন্দর। 

ওয়্যারলেস কম্পিউটার মাউস
মাকে উপহার দেওয়ার ক্ষেত্রে তারহীন স্বল্পমূল্যের কম্পিউটার মাউস পছন্দসই পণ্য। যেসব মা কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে কাজ করেন, তাঁরা লজিটেক্স এম ফাইভ টেন ওয়্যারলেস কম্পিউটার মাউস উপহার পেলে বেশ খুশি হবেন। এতে তার টানাটানির ঝামেলা নেই এবং এর ব্যাটারি দীর্ঘদিন সচল থাকে। এটি সাশ্রয়ী পণ্যও বটে।

আমাজন ইকো শো ফিফটিন
ধরুন, একটা টিভি যার ভেতরে ফুড ডেলিভারি অপশন আর রেসিপি দেখার ব্যবস্থা আছে। মা রান্না করতে করতে ছোট্ট টিভি দেখছেন। বারবার ফোনে রেসিপির খোঁজ করতে হচ্ছে না। ভাবতেই কত ভালো লাগে! এতে বিল্ট ইন আছে আমাজনের ফায়ার টিভি স্মার্ট। রান্নাঘরের জন্য মায়ের পছন্দ হবেই এমন একটি উপহার। 

polaroid-now-2nd-gen-cnnuপোলারয়েড নাও গ্লাস
ছবি খানিকটা আউট ফোকাস আর ধূসর হওয়ায় নস্টালজিয়ার অনুভূতি দেয়। তবে চটজলদি প্রিয়জনদের ছবি তুলে হাতে হাতে বিতরণের আনন্দ অন্য রকম। একই রকম শত শত ছবি জমিয়ে রাখার চেয়ে একটা ছবি প্রিয়জনের হাতে তুলে দেওয়া নিশ্চয়ই অধিকতর আনন্দময় স্মৃতি তৈরি করে। এ জন্য উপহারের তালিকায় রাখা যেতে পারে দ্বিতীয় প্রজন্মের পোলারয়েড নাও গ্লাস। 

google-nest-audio-cnnuগুগল নেস্ট অডিও
ঠিকঠাক শব্দের স্মার্ট স্পিকার গুগল নেস্ট অডিও। যেসব মা সারা দিন কাজের মধ্যে উচ্চ শব্দের গান শোনেন, তাঁদের এই ডিভাইস পছন্দ হবেই। এর ডিজাইন ইউজার ফ্রেন্ডলি হওয়ায় মায়েরা পছন্দ করেন। 

iphone-15-pro-blue-titanium-product-card-cnnuঅ্যাপল আইফোন ফিফটিন প্রো
অ্যাপলের আইফোনের সর্বশেষ এই এডিশনের জুম অপশন অনেক মায়ের পছন্দ। মায়েরা চারপাশের দৃশ্য, ছেলেমেয়েদের ছবি, নিজেদের সংসারের ছবি—এসব ধরে রাখতে পছন্দ করেন। ফলে উপহারটি মায়েদের অপছন্দ হবে না।

স্যামসাং দ্য ফ্রেম 
সুসজ্জিত ছবির একটি ছোটখাটো গ্যালারি টেলিভিশনে দেখা গেলে মায়েদের আনন্দ হওয়ারই কথা। ধাতব ও কাঠ—এই দুই ডিজাইনে পাওয়া যায় স্যামসাংয়ের দ্য ফ্রেম। মায়েদের প্রিয় শিল্পকাজের ছবি সাজিয়ে রাখতে এর জুড়ি নেই। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত